এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > কলেজেও বাড়ছে বিজেপি, তৃণমূল সাংসদকে কালো পতাকা দেখালো এবিভিপি

কলেজেও বাড়ছে বিজেপি, তৃণমূল সাংসদকে কালো পতাকা দেখালো এবিভিপি


লোকসভা নির্বাচনে বিজেপির ফলাফল বাংলায় কিছুটা ভালো হওয়ার পরই চাপে পড়ে যায় রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস। দিনকে দিন বিভিন্ন জায়গায় উত্থান ঘটতে থাকে গেরুয়া শিবিরের। তবে শুধু রাজনীতির ময়দানে নয়, কলেজ ক্যাম্পাসেও প্রভাব বাড়তে থাকে বিজেপি ছাত্র সংগঠন এবিভিপির।

ছাত্র-ছাত্রীদের মনে নতুন করে জায়গা করে নিতে শুরু করে তারা। আর এবার রাজ্যের শাসক দল তৃণমূলকে প্রবল চাপে ফেলে দিয়ে আরামবাগের তৃণমূল সাংসদ অপরুপা পোদ্দারকে কালো পতাকা দেখালো বিজেপির ছাত্র সংগঠন এবিভিপি। জানা যায়, গত সোমবার বিকেলে খানাকুলের রাজা রামমোহন রায় মহাবিদ্যালয় কিছু চেয়ার-টেবিল ভাঙচুর করার অভিযোগ ওঠে তৃণমূল ছাত্র পরিষদের বিরুদ্ধে।

আর এরপরই দোষীদের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নেওয়ার দাবিতে মঙ্গলবার বিকেলে বিজেপির ছাত্র সংগঠনের পক্ষ থেকে বিক্ষোভ দেখানো হয়। তবে বুধবার পর্যন্ত এই ব্যাপারে কোনো ব্যবস্থা না নেওয়ায় এদিন ফের বিক্ষোভ দেখায় এবিভিপি। জানা যায়, এদিন এই কলেজের পরিচালন সমিতির সভাপতি তথা আরামবাগে তৃণমূল সাংসদ অপরুপা পোদ্দার কলেজে এলে তাকে গো ব্যাক স্লোগান দিয়ে কালো পতাকা দেখানো হয় এবিভিপির তরফে। আর এতেই উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি।

খোদ তৃণমূল সাংসদকে এইভাবে বিজেপির ছাত্র সংগঠনের তরফে কালো পতাকা দেখানো হলে একাংশ প্রশ্ন তোলেন, তাহলে কি ধীরে ধীরে সমাজের সর্বত্র বিজেপি তাদের বিস্তার লাভ করতে শুরু করেছে! আর তাই কি এবার রাজনৈতিকভাবে তৃণমূল ছাত্র পরিষদকে চাপে রেখে কলেজ পরিচালন সমিতির সভাপতি তথা তৃণমূল সাংসদ অপরুপা পোদ্দারকে কালো পতাকা দেখালো বিজেপির ছাত্র সংগঠন!

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

এদিন এই প্রসঙ্গে বিজেপি ছাত্র সংগঠনের নেতা ধর্মদাস বৌরি বলেন, “সোমবার ভাঙচুরের ঘটনায় কলেজ কর্তৃপক্ষ কোনো ব্যবস্থা নেয়নি। তাই আমরা বিক্ষোভ দেখাতে বাধ্য হলাম।” তবে এই গোটা ঘটনাটির পেছনে তাদের যুক্ত থাকার কথা অস্বীকার করেছেন জেলা তৃণমূল ছাত্র পরিষদের সাধারণ সম্পাদক হায়দার আলী। কিন্তু তাকে এভাবে কালো পতাকা দেখানো হল কেন!

এদিন এই প্রসঙ্গে কলেজ পরিচালন সমিতির সভাপতি তথা তৃণমূল সাংসদ অপরুপা পোদ্দার বলেন, “ছাত্রছাত্রীরা সবাই ভালো ব্যবহার করেছে। আমরা একসঙ্গে গাছ লাগিয়েছি। সকলেই চায় কলেজে শান্তিপূর্ণ পরিবেশ বজায় থাকুক। সেই ব্যবস্থাতেই জোর দেওয়া হয়েছে। আইন-শৃংখলার যদি কোনো প্রশ্ন ওঠে, তাহলে তা পুলিশ প্রশাসন দেখবে।” সব মিলিয়ে এবার কলেজের চেয়ার-টেবিল ভাঙচুরের ঘটনায় তৃণমূল সাংসদকে কালো পতাকা দেখালো বিজেপির ছাত্র সংগঠন।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!