এখন পড়ছেন
হোম > রাজ্য > ভরসা নেই কমিশনের উপর, তাই কাল দলীয় কর্মীদের ‘সন্ত্রাসের’ বিরুদ্ধে বিশেষ নির্দেশ দিলীপের

ভরসা নেই কমিশনের উপর, তাই কাল দলীয় কর্মীদের ‘সন্ত্রাসের’ বিরুদ্ধে বিশেষ নির্দেশ দিলীপের

রাজ্যের পঞ্চায়েত নির্বাচনের দিন সুষ্ঠ এবং শান্তি পূর্ণ ভাবে নির্বাচন প্রক্রিয়া পরিচালনার জন্যে নির্বাচন কমিশন বা রাজ্য প্রশাসন কারোর ওপরেই পুরোপুরি নির্ভর করতে পারছে না বিজেপি শিবির। সেই কারণে নির্বাচনের দিন কোথাও  কোনো অপ্রীতিকর ঘটনা, অনিয়ম বা হিংসার ছবি দলীয় কর্মীদের মোবাইল ফোনে তুলে রাখতে নির্দেশ দিল বিজেপি রাজ্য নেতৃত্ব। শুধু তাই নয় ঐ ছবি তৎক্ষনাৎ দলের নির্বাচনী কন্ট্রোল রুমে পাঠাতে হবে বলে দলের পক্ষ থেকে নির্দেশ দেওয়া হয়েছে। এভাবেই বিজেপি পঞ্চায়েত ভোটে কার্যত নিজেদের সমান্তরাল পর্যবেক্ষণ বাহিনী বহাল করলো। প্রসঙ্গত বিজেপি আগেই  কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের রায়ে তাদের অস্তুষ্টির কথা জানিয়েছিলো। গত বৃহস্পতিবার পঞ্চায়েতের নিরাপত্তা সংক্রান্ত মামলার রায় দিয়ে বিচারপতি বিশ্বনাথ সমাদ্দারের ডিভিশন বেঞ্চ জানায়, নিরাপত্তা নিয়ে নিশ্চিত হতে পারলে রাজ্য নির্বাচন কমিশন নিজেদের সুবিধামতো দিনে ভোট করাতে পারে। তবে নির্বাচনে ২০১৩ সালের থেকে বেশি হিংসা হলে ক্ষতিপূরণ দিতে হবে পুলিশ আধিকারিকদের। পুলিশ আধিকারিকদের বেতন ও সম্পত্তি বাজেয়াপ্ত করে তা আদায় করা হবে। তার পরও অর্থ প্রয়োজন হলে রাজ্য সরকারকে তা দিতে হবে । তবে এদিনের আদালতের সিদ্ধান্তে স্বভাবতই অখুশি বিজেপি। তাঁদের দাবি অনুয়ারী আদালতের এই রায়ে  প্রার্থী, এজেন্ট ও ভোটারদের নিরাপত্তার দায়িত্ব রাজ্য সরকারের কাঁধে চাপিয়ে তাঁদের জীবনের ঝুঁকি বৃদ্ধি করা হয়েছে। সেই জন্যে নিজেদের সহ রাজ্য রাজ্যবাসীর নিরাপত্তার দায়িত্ব কিছুটা হলেও পালন করার তাগিদে তারা এই সমান্তরাল পর্যবেক্ষন বাহিনী নিয়োগ করেছে।

 

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!