এখন পড়ছেন
হোম > জাতীয় > বাংলায় কংগ্রেসের অধীর- অভিজিৎ- দীপাকে জেতাতে মদত দিচ্ছে আরএসএস – চোপড়ায় বিস্ফোরক মমতা

বাংলায় কংগ্রেসের অধীর- অভিজিৎ- দীপাকে জেতাতে মদত দিচ্ছে আরএসএস – চোপড়ায় বিস্ফোরক মমতা


এতদিন কেন্দ্রের শাসক দল বিজেপির পাশাপাশি আরএসএসের বিরুদ্ধেও বিভিন্ন সময় তোপ দাগতে দেখা গিয়েছিল তৃণমূল নেত্রী তথা বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। কিন্তু এবার আসন্ন লোকসভা নির্বাচনের দামামা বাজার পরই এক নির্বাচনী সভা থেকে সেই আরএসএসের সাথে কংগ্রেসের যোগ তুলে ধরে বিস্ফোরক মন্তব্য করে বসলেন বাংলার মুখ্যমন্ত্রী।

সূত্রের খবর, বুধবার দুপুরে দার্জিলিং লোকসভা কেন্দ্রের অন্তর্গত উত্তর দিনাজপুর জেলার চোপড়া বিধানসভা কেন্দ্রের দাসপাড়ায় এক নির্বাচনী সভায় উপস্থিত হয়ে কংগ্রেসের সাথে আরএসএসের যোগ নিয়ে বিস্ফোরক তথ্য তুলে ধরে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “বহরমপুরের এক কংগ্রেস নেতা প্রার্থী হয়েছেন, শুনছি আরএসএস তাঁকে মদত করছে। জঙ্গিপুরের প্রার্থী প্রণববাবুর পুত্রর পেছনেও রয়েছে স্বয়ংসেবকরা।

আর এখানেও উত্তর দিনাজপুর জেলাতে আর এক কংগ্রেস প্রার্থীকে তারা মদত দিচ্ছে।” রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, নাম না করলেও কংগ্রেসের মুর্শিদাবাদে অধীর রঞ্জন চৌধুরী, রায়গঞ্জের দীপা দাশমুন্সি এবং জঙ্গিপুরের অভিজিৎ মুখোপাধ্যায় বিরুদ্ধেই এদিন আরএসএস যোগের অভিযোগ তুললেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলে মনে করছে একাংশ।

আর বঙ্গের ভোট রাজনীতিতে তৃণমূল-বিজেপির তরজার মাঝেই এদিন চোপড়ার জনসভা থেকে সংঘের ঘনিষ্ঠ বলে কংগ্রেসের একাংশকে কটাক্ষ করে রাজ্য রাজনীতিতে আলোড়ন তুলে দিলেন তৃণমূল নেত্রী বলে মত পর্যবেক্ষকদের। জানা গেছে, এদিন চোপড়ায় জনসভায় হাজির হওয়ার আগে বেলা একটা নাগাদ শিলিগুড়ি থেকে বের হয়ে উত্তর দিনাজপুরের উদ্দেশ্যে রওনা দিলে বেশ কিছুক্ষণ কপ্টার বিভ্রাটের শিকার হতে দেখা যায় তৃনমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

আর এর জন্য বেশ কিছুক্ষণ পরে সভাস্থলে পৌঁছতে হয় তাকে বলেও এদিন সভাস্থলে উপস্থিত হয়ে জানান মমতা বন্দ্যোপাধ্যায়। তবে চোপড়ার জনসভায় কংগ্রেসের একাংশের বিরুদ্ধে আরএসএস যোগের অভিযোগ তুলে রাজ্য রাজনীতিকে যখন সরগরম করে তুললেন তৃনমূল নেত্রী, ঠিক তখনই এর পাল্টা জবাব দিয়েছেন প্রদেশ কংগ্রেসের প্রাক্তন সভাপতি তথা বহরমপুর লোকসভা কেন্দ্রের কংগ্রেস প্রার্থী অধীর রঞ্জন চৌধুরী।

এদিন তিনি বলেন, “মনে হচ্ছে উনি আরএসএসের কোর কমিটির সদস্য। গুড তালিবান আর ব্যাড তালিবানের মতই ভালো আরএসএস আর খারাপ আরএসএসের ব্যাখ্যা দিচ্ছেন উনি।” অন্যদিকে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ফোনে আড়িপাতার অভিযোগ তুলে কংগ্রেসের আরেক প্রার্থী তথা প্রণব মুখোপাধ্যায় পুত্র অভিজিৎ মুখোপাধ্যায় বলেন, “উনি জানছেন কি করে যে আরএসএস মদত দিচ্ছে! তাহলে কি উনি আমাদের ফোনে আঁড়ি পাতছেন!” সব মিলিয়ে এবার চোপড়ার জনসভা থেকে কংগ্রেসের একাংশের সাথে আরএসএসের যোগ তুলে ধরে রাজ্য রাজনীতিতে শোরগোল তুলে দিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!