এখন পড়ছেন
হোম > রাজনীতি > কংগ্রেস > কংগ্রেস নয়, বিজেপির বিকল্প একমাত্র তৃণমূল! গোয়ায় বড় বার্তা অভিষেকের!

কংগ্রেস নয়, বিজেপির বিকল্প একমাত্র তৃণমূল! গোয়ায় বড় বার্তা অভিষেকের!


প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- বিজেপি বিরোধী রাজনৈতিক দলগুলো একসাথে মিলে বিভিন্ন রাজ্যে বিজেপিকে ক্ষমতাচ্যুত করার জন্য লড়াই করবে, এমনটাই আশা করা হয়েছিল। কিন্তু যত দিন যাচ্ছে, ততই বিজেপি বিরোধী রাজনৈতিক দলগুলোর মধ্যে তিক্ততা প্রকাশ পেতে শুরু করেছে। এবার গোয়া বিধানসভা নির্বাচনে প্রচার করতে গিয়ে বিজেপি বিরোধী প্রধান রাজনৈতিক দল কংগ্রেসকে পাত্তাই দিলেন না তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। যেখানে কংগ্রেস নয়, বিজেপির সঙ্গে একমাত্র লড়াই দিতে পারে তৃণমূল বলে জানিয়ে দিলেন তিনি।

সূত্রের খবর, এদিন গোয়ায় সাংবাদিকদের মুখোমুখি হন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আর সেখানেই কংগ্রেসের বিরুদ্ধে সরব হন তিনি। এদিন এই প্রসঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, “গোয়ার নির্বাচনে কংগ্রেস একটা ভাষ্য তৈরি করার চেষ্টা করছে যে, তৃণমূলের লক্ষ্য, বিজেপি বিরোধী ভোট ভাগ করা। কিন্তু বিজেপিকে হারাতে সবাইকে হাত মেলাতে আহ্বান জানিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর সেই আবেদনে সাড়া দেয়নি কংগ্রেস। কংগ্রেস বিজেপিকে আটকাতে ব্যর্থ। একমাত্র পার্টি বিজেপির সঙ্গে টক্কর দিতে পারে, তা হল তৃণমূল কংগ্রেস।”

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

অর্থাৎ পশ্চিমবঙ্গের বাইরে বিভিন্ন রাজ্যে সংগঠন গড়ার ক্ষেত্রে এবং বিজেপিকে কুপোকাত করার ক্ষেত্রে যে তৃণমূল সবথেকে বড় রাজনৈতিক দল, তা বোঝানোর চেষ্টা করলেন অভিষেকবাবু বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। যাকে কেন্দ্র করে কংগ্রেসের সঙ্গে তৃণমূলের সম্পর্কের তিক্ততা আরও বৃদ্ধি পেল বলেই মনে করছেন একাংশ। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!