এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > করোনা আবহে এবার লন্ডন উড়ে যাচ্ছেন সেলিব্রিটি তৃণমূল সাংসদ! কেন? কারণ জেনে নিন বিস্তারে

করোনা আবহে এবার লন্ডন উড়ে যাচ্ছেন সেলিব্রিটি তৃণমূল সাংসদ! কেন? কারণ জেনে নিন বিস্তারে


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – সম্প্রতি বিজেপিকে নিয়ে সোশাল মিডিয়ায় মুখ খুলে বেশ জল্পনার মধ্যে পড়েছিলেন সাংসদ নুসরত জাহান। তবে এবার নাকি তিনি লন্ডনে উড়ে যাচ্ছেন। স্বভাবতই প্রশ্ন ওঠে কেনো রে বাবা! কি হল আবার! দিন কয়েক আগেই শোনা গিয়েছিল যে এসকে মুভিজের ব্যানারে একটি ছবি তৈরি করছেন সায়ন্তন ঘোষাল। আর এই ছবির শুটিংয়ের জন্য নাকি লন্ডন যাচ্ছেন অভিনেত্রী।

নেপথ্যে? দেবারতি মুখোপাধ্যায়ের ‘নরক সংকেত’ উপন্যাস। আর যাকে কেন্দ্র করেই সায়ন্তন ঘোষালের নতুন ছবি ‘স্বস্তিক সংকেত’। আর যার চিত্রনাট্য লিখছেন সৌগত বসু। তবে শুধু এই সিনেমাই নয়, এসকে মুভিজের তিনটে সিনেমার শুটিং হবে লন্ডনে। নরক সংকেত দেবারতি মুখোপাধ্যায়ের লেখা একটি ঐতিহাসিক থ্রিলার উপন্যাস। দেবরতী মুখোপাধ্যায় একজন বাঙালি লেখক হিসেবে বর্তমানে বেশ জনপ্রিয়। তিনি ১১ই অক্টোবর ১৯৯০ সালে জন্মগ্রহণ করেন। প্রাপ্তবয়স্ক ও শিশুদের জন্য বেশ কয়েকটি বাংলা গল্প, উপন্যাস এবং নন-কল্পকাহিনী লিখেছেন তিনি।

তাঁর লেখা ‘নরক সংকেত’ ইউরোপীয় পটভূমিতে রচিত একটি থ্রিলার উপন্যাস। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পটভূমিতে নানা ঘটনা এবং কল্পনাপ্রসূত কার্যক্রমের সংমিশ্রণ ঘটেছে এই উপন্যাসে। তবে উপন্যাসের গুরুত্বপূর্ণ অংশ হিসেবে হিটলারের প্রসঙ্গকে দেখিয়ে দেওয়া হয়েছে। তবে সিনেমার কাহিনীতে দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রেক্ষাপটের সঙ্গে মিলিয়ে দেওয়া হয়েছে বর্তমান সময়কে। সেই যোগ সূত্রেই গল্পের বুনট। সেখানে হিটলার-নেতাজি সাক্ষাৎ, নাৎসি মুভমেন্ট, ইউরোপে অভিবাসী সমস্যা, এগুলোর সঙ্গে বায়োলজিক্যাল ওয়ারফেয়ারে মারণ ভাইরাস আক্রমণ ও তার অ্যান্টিডটের ফর্মুলা আবিষ্কার এসবই থ্রিলার কাহিনির চিত্রনাট্যে এরকম নানা ধরনের রসদ মজুত।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

গল্পের কাহিনি রুদ্রাণী এবং প্রিয়মের কথা বলে। সেই দুই চরিত্র এবার বইয়ের পাতা থেকে নুসরত জাহান এবং গৌরব চক্রবর্তীর হাত ধরে প্রাণ পাবে বলে মনে করা হচ্ছে। ইতিমধ্যেই অভিনেত্রী তাঁর বেশ কয়েকটা টুইটে ‘স্বস্তিক সংকেত’- এ তিনি যে বেশ আগ্রহী তার সংকেত দিয়েছেন। তবে এদের সঙ্গে ছবির গুরুত্বপূর্ণ চরিত্রে শাশ্বত চট্টোপাধ্যায় এবং রুদ্রনীল ঘোষকে অভিনয় করতে দেখা যাবে বলে শোনা যাচ্ছে। এই ছবিতেই শাশ্বতকে নাকি দেখা যেতে পারে নেতাজির ভূমিকায় এবং বিশেষ এক চরিত্রে দেখা দেবেন রুদ্রনীল ঘোষকে। তাহলে আর দেরি না করে শুভস্র শীঘ্রম হলেই ভালো।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!