এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > করোনা, আমফান, ভূমিকম্প – দুর্যোগের ত্রিফলায় কাঁপছে বাংলা! বাড়ছে আতঙ্ক!

করোনা, আমফান, ভূমিকম্প – দুর্যোগের ত্রিফলায় কাঁপছে বাংলা! বাড়ছে আতঙ্ক!


একে করোনা তার ওপর আমফান তো ছিলই। এবার মরার উপর ঘরের ঘ নিয়ে এলো ভূমিকম্প। এমনিতেই করোনা পরিস্থিতি নিয়ে রীতিমতো নাজেহাল এই মুহূর্তে রাজ্যবাসী লকডাউন পরিস্থিতি তো চলছেই তার মধ্যেই রাত থেকে হানা দিয়েছে ঘূর্ণিঝড় আমফান। এই দুই সাঁড়াশি আক্রমণের হাত থেকে এখনো নিস্তার মেলেনি পশ্চিমবঙ্গবাসীর। কবে পরিস্থিতি স্বাভাবিক হবেতো কেউ জানে না।  এবার নতুন করে আতঙ্ক জাগালো বাঁকুড়া জেলায় হয়ে যাওয়া ভূমিকম্প।

জানা যাচ্ছে গতকাল যখন রাজ্যের প্রকৃতিক দুর্যোগ ঘনিয়ে এসেছে ঠিক সেই সময় পশ্চিমবঙ্গের বাঁকুড়া অঞ্চল ভূমিকম্পের আতঙ্কে কেঁপে উঠলো। এদিন রিখটার স্কেলে ভূমিকম্পের তীব্রতা ছিল 4.1, জানা গেছে বুধবার সকালে 12:24 নাগাদ বাঁকুড়া জেলায় মৃদু ভূমিকম্প অনুভূত হয়। ভূপৃষ্ঠ থেকে 11 কিলোমিটার গভীরে এই ভূমিকম্পের উৎসস্থল ছিল বলে খবর।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

23.5 ডিগ্রি উত্তর অক্ষাংশ এবং 27.1 ডিগ্রি পূর্ব দ্রাঘিমাংশের ভূমিকম্প হয় তবে বাকুড়ায় মাত্র কয়েক সেকেন্ডের জন্য এই ভূমিকম্প অনুভূত হয় বলে জানা গেছে। রাজ্যের যেভাবে প্রাকৃতিক দুর্যোগ ঘনিয়ে এসেছে তাতে মৃদু ভূমিকম্প অনুভূত হলেও আতঙ্ক কিন্তু গ্রাস করেছে ভালোমতো। জানা গেছে স্থানীয় বাসিন্দারা ভূমিকম্পের আতঙ্কে ঘরের বাইরে বেরিয়ে আসে অন্যদিকে বাইরের নিরাপত্তা নেই কারণ সেখানে তখন ঘূর্ণিঝড়ের প্রভাবে চলছে দুরন্ত ঝড় আর বৃষ্টি।

প্রসঙ্গত, গতকাল আমফানের দানবীয় তান্ডবে লন্ডভন্ড হয়েছে গোটা বাংলা। কবে যে পরিস্থিতি স্বাভাবিক হবে তাও কেউ জানে না।এদিকে এই নিয়ে রীতিমতো চিন্তিত বিশেষজ্ঞ মহল। একদিকে করোনার মারণগ্রাস, অন্যদিকে ঘূর্ণিঝড়ের তান্ডব লীলা আর মাঝখানে ভূমিকম্পের আতঙ্ক এই ত্রিফলা দুর্যোগের ঘনঘটায় কেটেছে রাত। যদিও আর কোথাও ভূমিকম্প হয়নি বলেই খবর বা বাঁকুড়াতেও এর ফলে যে ক্ষতি হয়েছে তা নয় তবু যেন আতঙ্ক কাটছে না। সবার প্রশ্ন একটাই কবে মিটবে এইসব, কবে স্বাভাবিক হবে পরিস্থিতি।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!