এখন পড়ছেন
হোম > জাতীয় > করোনা আটকাতে কোভিশিল্ড প্রতিষেধক হিসাবে কতটা সফল? কি বলছে গবেষণা?

করোনা আটকাতে কোভিশিল্ড প্রতিষেধক হিসাবে কতটা সফল? কি বলছে গবেষণা?


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – দেশজুড়ে করোনার সংক্রমণ আটকাতে প্রতিষেধক যে অত্যাবশ্যকীয় সে কথা আগেই জানিয়েছেন বিশেষজ্ঞরা। ভারতে কোভিশিল্ড এবং কোভ্যাকসিন করোনার প্রতিষেধকরূপে দেওয়া হচ্ছে। কিন্তু দেখা যাচ্ছে, সেরাম ইনস্টিটিউটের তৈরি প্রতিষেধক কোভিশিল্ড প্রথম করোনা ভ্যাকসিন হিসেবে গোটা দেশে ছড়িয়ে পড়ে। এখনো পর্যন্ত সিংহভাগ জায়গায় কোভিশিল্ডের ডোজ দেওয়া হচ্ছে। যেহেতু বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা হু এর পক্ষ থেকে এই প্রতিষেধক অর্থাৎ কোভিশিল্ডকে অনুমোদন দেওয়া হয়েছে, তাই বেশিরভাগ মানুষই কোভিশিল্ড নিতে আগ্রহী। এক্ষেত্রে কোভিশিল্ড ভ্যাকসিন কতটা সুরক্ষা দিচ্ছে সাধারণ মানুষকে তা নিয়ে একটি গবেষণা চালিয়ে ছিল আর্মড ফোর্স মেডিকেল কলেজ।

করোনার দ্বিতীয় ওয়েভ চলাকালীন এই গবেষণা শুরু হয়। এবং জানা যাচ্ছে, এই গবেষণা অন্তত 15 লক্ষ চিকিৎসক ও ফ্রন্টলাইন ওয়ার্কারদের নিয়ে চালানো হয়েছে। সামনে এসেছে কোভিশিল্ড প্রতিষেধক সংক্রান্ত তথ্য। আর সেই তথ্য অনুসরণ করে জানা যাচ্ছে, করোনা সংক্রমণ থেকে বাঁচতে কোভিশিল্ডের গুরুত্ব অপরিসীম। সেক্ষেত্রে করোনা সংক্রমণ থেকে এই প্রতিষেধক সুরক্ষা দিতে পারে অন্তত 93%। পাশাপাশি মৃত্যুর ঝুঁকিও কমিয়ে দেয় প্রায় 98%।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

তবে একেবারেই যে এই প্রতিষেধক নিলে সংক্রমণ হবেনা, তার কোন নিশ্চয়তা নেই। সেক্ষেত্রে সংক্রমণের প্রভাব যে এই প্রতিষেধকের কারণে অনেকটাই কম থাকবে, তা বলাইবাহুল্য। ইতিমধ্যেই নীতি আয়োগ এর সদস্য ডাক্তার ভিকে পল জানিয়েছেন, এখনো পর্যন্ত এমন কোন টিকা আবিষ্কার হয়নি যা করোনা থেকে 100% সুরক্ষা দিতে পারে সাধারণ মানুষকে। তবে ডেল্টা ভ্যারিয়েন্ট মোকাবিলায় এই কোভিশিল্ড যে যথেষ্ট দক্ষ তা ইতিমধ্যেই প্রমাণ হয়ে গেছে বলে জানাচ্ছেন বিশেষজ্ঞরা।

তবে মূল সমস্যা অন্য জায়গায়। দেশের মধ্যে এখনো প্রতিষেধক নিয়ে সংকট বর্তমান। বিভিন্ন রাজ্যে করোনার প্রতিষেধক নিয়ে শুরু হয়েছে টানাপোড়েন। অন্যদিকে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক সূত্রে জানা গিয়েছে, করোনার তৃতীয় ওয়েভ আটকাতে আগস্ট মাসে দেশে আসতে চলেছে শিশুদের করোনা প্রতিষেধক। তবে সব মিলিয়ে এই মুহূর্তে কোভিশিল্ডের চাহিদা যে উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে, তা এককথায় বলে দেওয়া যায়। এবং কোভিশিল্ডের আকাশছোঁয়া গুরুত্ব বিচার করে সর্বত্র এই টিকা প্রদানের ব্যবস্থা করা হচ্ছে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!