এখন পড়ছেন
হোম > আন্তর্জাতিক > করোনা চিকিৎসায় আলোড়ন ফেলে দিল গবেষকদের নতুন সূত্র, চাঞ্চল্য বিশ্বজুড়ে

করোনা চিকিৎসায় আলোড়ন ফেলে দিল গবেষকদের নতুন সূত্র, চাঞ্চল্য বিশ্বজুড়ে


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – বিশ্বজুড়ে করোনার ঢেউ যে মারাত্মক আকারে আছড়ে পড়েছে, সে ব্যাপারে কোন সন্দেহ নেই আজ। অন্যদিকে করোনাকে পুরোপুরি নির্মূল করতে এখনো পর্যন্ত সেই অর্থে কোনো ওষুধ বা প্রতিষেধকের আবিষ্কার হয়নি। যে ওষুধ বা প্রতিষেধক দেওয়া হচ্ছে তা করোনাকে ঠেকিয়ে রাখার প্রচেষ্টা মাত্র। অন্যদিকে করোনা যে সবথেকে বেশি ক্ষতি করছে কোমর্বিডিটির রোগীদের তা নিয়ে বিন্দুমাত্র সন্দেহ নেই বিশেষজ্ঞ ও চিকিৎসকদের। এমনকি কোমর্বিডিটির রোগীদের করোনা এতটাই কাবু করছে, যে তাঁরা শেষ পর্যন্ত এই লড়াই হেরে যাচ্ছেন। তবে এবার সামনে এসেছে অসাধারণ একটি খবর যা করোনা চিকিৎসার মোড় ঘুরিয়ে দিতে পারে বলে মনে করা হচ্ছে।

সম্প্রতি জানা গিয়েছে, করোনা পরিস্থিতিতে রীতিমতো ম্যাজিকের মতো কাজ করছে ডায়াবেটিস রোগীদের কাছে পরিচিত একটি ওষুধ। গবেষকরা জানাচ্ছেন, ফুসফুসে করোনার সংক্রমণ রুখতে ডায়াবেটিসের ওষুধ বলে পরিচিত মেটাফরমিন ম্যাজিকের মতন কাজ করছে করোনার ওপর। সূত্রের খবর, এই তথ্য সামনে এনেছেন ক্যালিফোর্নিয়ার সান দিয়েগো স্কুল অব মেডিসিনের গবেষকরা। তাঁরা জানিয়েছেন, ডায়াবেটিসের দ্বিতীয় পর্যায়ে যে ওষুধ ব্যবহার করা হয় অর্থাৎ মেটফরমিন ওষুধ করোনা আক্রান্তদের ওপর প্রয়োগ করে দেখা যাচ্ছে, তা যথেষ্ট আশানুরূপভাবে কাজ করছে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

প্রসঙ্গত চিকিৎসকরা জানিয়েছেন, করোনা আক্রান্ত ডায়াবেটিস রোগীদের ওপর সবথেকে ভালো কাজ করতে পারে এই ওষুধ। একইসাথে কোমর্বিডিটির শিকার অন্যান্য করোনা আক্রান্তদের ওপরেও এই ওষুধ ভালোই কাজ করবে বলে মনে করা হচ্ছে। ইতিমধ্যে এই ওষুধের সাফল্য সামনে এসেছে। জানা গিয়েছে, করোনা আক্রান্ত হওয়ার পর যে প্রবল শ্বাসকষ্ট হয় এবং ফুসফুস যে মারাত্মক আকারে ক্ষতিগ্রস্ত হয় তা এই ওষুধের প্রয়োগে অনেকটাই সামলানো যাচ্ছে।

খুব স্বাভাবিকভাবেই এই তথ্য সামনে আসায় নতুন করে করোনার ওষুধ নিয়ে উদ্যমী হয়ে উঠেছেন গবেষকরা। করোনা চিকিৎসায় এর আগে একাধিক ওষুধের প্রয়োগ করা হয়েছে আবার একাধিক ওষুধের প্রয়োগে নিষেধাজ্ঞাও জারি করা হয়েছে। সেই জায়গায় ডায়াবেটিসের ওষুধ যেভাবে সাফল্য এনে দিচ্ছে, তা করোনা চিকিৎসার ক্ষেত্রে নতুন দিগন্ত উন্মোচন করতে পারে বলেই ধারণা চিকিৎসক ও বিশেষজ্ঞদের। আপাতত এই ওষুধকে নিয়ে ইতিমধ্যেই চর্চা শুরু হয়েছে বিশ্ব বিজ্ঞানীদের মধ্যে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!