এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > “করোনা মোকাবিলায় সবরকমের পদক্ষেপ নিয়েছে রাজ্য সরকার। রাজ্যবাসীকে রক্ষা করাই সরকারের প্রাথমিক লক্ষ্য।” – জানালেন মুখ্যমন্ত্রী

“করোনা মোকাবিলায় সবরকমের পদক্ষেপ নিয়েছে রাজ্য সরকার। রাজ্যবাসীকে রক্ষা করাই সরকারের প্রাথমিক লক্ষ্য।” – জানালেন মুখ্যমন্ত্রী


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – কিছুদিন ধরেই রাজ্যে তীব্রগতিতে বাড়ছে করোনা সংক্রমণ। গত ২৪ ঘণ্টায় প্রায় সাড়ে ৮ হাজারের কাছাকাছি মানুষ করোনা আক্রান্ত হয়েছেন। এই পরিস্থিতিতে রাজ্যবাসীকে টুইট করে আশ্বস্ত করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি জানালেন, করোনা মোকাবিলার সমস্ত রকম পদক্ষেপ নেয়া হয়েছে রাজ্য সরকারের পক্ষ থেকে। রাজ্যবাসীকে রক্ষা করাই হলো সরকারের প্রাথমিক লক্ষ্য।

প্রসঙ্গত, করোনা সংক্রমণ রোধ করতে রাজ্য সরকার কি কি পদক্ষেপ গ্রহণ করেছে? তা জানতে চেয়ে এক বিশেষ টুইট করেছিলেন রাজ্যপাল জগদীপ ধনকর। রাজ্যের মুখ্য সচিবের কাছে এই সম্পর্কিত রিপোর্ট চেয়েছেন তিনি। আবার রাজ্যের মুখ্য সচিব, স্বাস্থ্য সচিব সহ একাধিক গুরুত্বপূর্ণ আধিকারিকদের সঙ্গে ভার্চুয়াল বৈঠকের নির্দেশও দিয়েছেন তিনি। আজ এই পরিস্থিতিতে এক বিশেষ টুইট করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

আজ টুইট করে মুখ্যমন্ত্রী জানালেন, করোনা মোকাবিলায় সমস্ত রকম পদক্ষেপ গ্রহণ করেছে রাজ্য সরকার। রাজ্য বাসীকে রক্ষা করতে সরকার সমস্ত রকম পদক্ষেপ গ্রহণ করেছে। মুখ্যমন্ত্রী জানান, প্রধানমন্ত্রীর কাছে তিনি আরও ঔষধ ও ভ্যাকসিন চেয়ে পাঠিয়েছেন। করোনা মোকাবিলার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে অফিসারদের নির্দেশ দেয়া হয়েছে। আজ দুপুর দুটোর সময় সাংবাদিক বৈঠকে যোগদান করবেন রাজ্যের মুখ্যসচিব।

কিছুদিন ধরে রাজ্যে যেভাবে বাড়ছে করোনা সংক্রমণ, সেই পরিস্থিতিতে আজ এই টুইট করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এর দ্বারা তিনি রাজ্যবাসীকে আস্বস্ত করতে চাইছেন বলেই, মনে করছেন অনেকে। অন্যদিকে, ইতিমধ্যেই করোনা ভ্যাকসিনের ঘাটতি শুরু হয়েছে। বেশকিছু হাসপাতালে টিকাকরণ বন্ধ রয়েছে ভ্যাকসিনের অভাবের কারণে। এই পরিস্থিতিতে প্রধানমন্ত্রীকে চিঠি দিয়ে ভ্যাকসিন পাঠানোর দাবি করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

 

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!