এখন পড়ছেন
হোম > রাজ্য > উত্তরবঙ্গ > করোনা নিয়ে উত্তরবঙ্গ মেডিকেল কলেজে বিস্ফোরক অভিযোগ! জেনে নিন!

করোনা নিয়ে উত্তরবঙ্গ মেডিকেল কলেজে বিস্ফোরক অভিযোগ! জেনে নিন!


সম্প্রতি উত্তরবঙ্গ মেডিকেল কলেজে করোনাতে আক্রান্ত হয়ে এক মাঝবয়সী মহিলার মৃত্যু হয়। যার ফলে তীব্র চাঞ্চল্য সৃষ্টি হয়। অনেকেই দাবি করতে থাকেন, দক্ষিণবঙ্গে করোনা মোকাবিলা করার জন্য নানা সুরক্ষা বলয় থাকলেও, উত্তরবঙ্গে তা নেই। এমনকি যে চিকিৎসকরা করোনা আক্রান্তের সেবা করছেন, তাদের জন্যেও সঠিক নিরাপত্তা নেই বলে অভিযোগ উঠতে শুরু করে। এমতাবস্থায় সরকারের পক্ষ থেকে কড়া বার্তা দেওয়া হয় যে, কোনোভাবেই চিকিৎসকদের নিরাপত্তার স্বার্থতে ঘাটতি বরদাস্ত করা হবে না।

আর এরপরই ভিডিও কনফারেন্সে মুখ্যমন্ত্রীর সাথে বৈঠকের পর বেশ কিছু জিনিসের প্রয়োজন বলেও জানান উত্তরবঙ্গ মেডিকেল কলেজের অধ্যক্ষ প্রবীর কুমার দেব। যেখানে সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় জিনিস পাঠিয়ে দেওয়া হবে বলে আশ্বাস দেওয়া হয়। সেই মত মঙ্গলবার 500 পিপিই, 1000 n95 মাস্ক, 500 সার্জিকাল মাস্ক উত্তরবঙ্গ মেডিকেল কলেজে এসে পৌঁছয়। কিন্তু করোনা মোকাবিলার জন্য যে সমস্ত চিকিৎসকরা যানপ্রান দিয়ে লড়াই করছেন, তাদের সুরক্ষার জন্য এটা পর্যাপ্ত নয় বলে অভিযোগ উঠতে শুরু করেছে। প্রসঙ্গত উল্লেখ্য, সোমবার মুখ্য স্বাস্থ্য আধিকারিকের দপ্তরে উত্তরবঙ্গ মেডিকেল কলেজের তরফে প্রয়োজনীয় জিনিসের চাহিদার একটি তালিকা পাঠানো হয়েছে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

যেখানে সপ্তাহে অন্তত সাতশ পিপিই দরকার বলে জানানো হয়েছে। এছাড়াও 150 টি n95 মাস্ক এবং 1000 টি সার্জিক্যাল মাস্ক দরকার বলে জানিয়েছে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ। আর প্রয়োজনের তুলনায় অনেক কম সরঞ্জাম আসায় এখন রীতিমত উত্তরবঙ্গ মেডিকেল কলেজের অনেকেই ক্ষোভে ফুঁসছে শুরু করেছেন। যেখানে খোদ মুখ্যমন্ত্রীর সাথে ভিডিও কনফারেন্সে বৈঠকের পর সরকারের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছিল যে, প্রয়োজনীয় জিনিস পাঠিয়ে দেওয়া হবে, সেখানে কেন তা অপ্রতুল হয়ে দাঁড়াল! এখন সেই প্রশ্নই তুলতে শুরু করেছেন একাংশ। জানা গেছে, মঙ্গলবার রাজ্যের পর্যটন মন্ত্রী গৌতম দেব উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে গিয়ে সেখানকার পরিকাঠামো নিয়ে বৈঠক করেন।

পরে তিনি বলেন, “মেডিকেল কলেজের চিকিৎসক, নার্স এবং সাফাইয়ের কাজে যুক্ত কর্মীদের প্রতিনিধি, জুনিয়র ডাক্তারদের সকলে মিলে আলোচনা হয়। বেশিরভাগ বিষয়গুলো মেটানোর ব্যবস্থা হয়েছে। অন্য দিকগুলো নিয়ে আলোচনা চলছে।” তবে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা এবং নানা সরঞ্জাম না পাওয়ায় অনেকেই আতঙ্কে রয়েছেন বলে জানিয়েছেন রেসপিরেটরি ইন্টেনসিভ কেয়ার ইউনিটের চিকিৎসক প্রিয়াঙ্কা চৌধুরী। সব মিলিয়ে এখন প্রয়োজনীয় সরঞ্জাম কবে আসে এবং কবে উত্তরবঙ্গ মেডিকেল কলেজে চিকিৎসক এবং স্বাস্থ্য কর্মীদের মধ্যে আতঙ্ক দূর হয়, এখন সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!