এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > করোনা ও NIA – জোড়া ফাঁড়া কাটিয়ে শীঘ্রই ছত্রধর স্বমহিমায় প্রত্যাবর্তন ঘটাবেন? আশায় তৃণমূল

করোনা ও NIA – জোড়া ফাঁড়া কাটিয়ে শীঘ্রই ছত্রধর স্বমহিমায় প্রত্যাবর্তন ঘটাবেন? আশায় তৃণমূল


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট –  একদিকে শারীরিক দুর্বলতা এবং অন্যদিকে আইনী জটিলতার কারণে সেই ভাবে প্রকাশ্যে দেখা যাচ্ছে না তাকে। কিন্তু এবার কি সমস্ত প্রতিবন্ধকতাকে পাশ কাটিয়ে ধীরে ধীরে স্বমহিমায় ফিরতে চলেছেন তৃণমূলের রাজ্য সম্পাদক ছত্রধর মাহাতো? সূত্রের খবর, করোনা পরবর্তী শারীরিক দুর্বলতা কাটিয়ে ধীরে ধীরে ছত্রধর মাহাতো সক্রিয় হতে শুরু করবেন।

বর্তমানে নিজের গ্রামে এলাকাবাসীর সঙ্গে যোগাযোগ রাখছেন তিনি। তাদের অভাব-অভিযোগের কথা শুনতে শুরু করেছেন। অর্থ্যাৎ এতদিন একদিকে করোনা ভাইরাসে আক্রান্ত হওয়া এবং অন্যদিকে এনআইএর তলবের কারণে সেই ভাবে রাজনৈতিক কোনো কর্মসূচিতে দেখা যায়নি তৃণমূলের এই হেভিওয়েট নেতা। কিন্তু এবার ধীরে ধীরে পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করেছে। আর তাই সেই ছত্রধর মাহাতো সক্রিয় হতে শুরু করেছেন।

প্রসঙ্গত উল্লেখ্য, 11 বছর আগে লালগড়ের সিপিএম কর্মী খুনের মামলায় ছত্রধর মাহাতোকে গ্রেপ্তার করার কথা না জানানো হলেও, তাকে যে তদন্তের স্বার্থে সবরকম সহযোগিতা করতে হবে, তা জানিয়ে দিয়েছিল আদালত। তবে বিভিন্ন সময় অভিযোগ উঠেছে যে, ছত্রধর মাহাতো তদন্তে সহযোগিতা করছেন না। যার পরবর্তীতে অসুস্থতার কারণ দেখিয়ে সেই এনআইএর জেরা পর্ব এড়িয়ে গিয়েছেন এই তৃণমূল নেতা। আর এর পরবর্তী সময় কালে ছত্রধর মাহাতো সুস্থ হয়ে উঠলেও, কেন তিনি জেরায় উপস্থিত হচ্ছেন না, তা নিয়ে প্রশ্ন তোলা হয়। তখন তার আইনজীবী জানিয়ে দেন যে, এখনই ছত্রধরকে গ্রেফতার করা যাবে না। প্রয়োজনে তাকে নোটিশ পাঠিয়ে জিজ্ঞাসাবাদ করা যেতে পারে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

আর এমত টালমাটাল পরিস্থিতিতে ছত্রধর মাহাতোকে সেভাবে রাজনৈতিক ময়দানে দেখা যাচ্ছিল না। অনেকে বলছেন, এনআইএর কথা মাথায় রেখেই গোপনীয়তা অবলম্বন করেছিলেন তিনি। কিন্তু এবার ধীরে ধীরে সক্রিয় হতে শুরু করেছেন সেই ছত্রধর মাহাতো। এদিন এই প্রসঙ্গে ছত্রধর মাহাতো বলেন, “শারীরিক দুর্বলতা থাকায় এবার পুজোয় কেবল লালগড়ের মণ্ডপে গিয়েছিলাম। শরীর ঠিক থাকলে কিছুদিনের মধ্যেই রাজনৈতিক সভা সমিতিতে যোগ দেব। আপাতত এলাকায় নিয়মিত জনসংযোগ চালিয়ে যাচ্ছি।” এদিকে এই ব্যাপারে জেলা তৃণমূলের মুখপাত্র সুব্রত সাহা বলেন, “ছত্রধর মাহাতো জননেতা। মানুষ তাকে চান। খুব শীঘ্রই দলীয় কর্মসূচিতে যোগ দেবেন।” সব মিলিয়ে এবার ধীরে ধীরে করোনা পরিস্থিতি এবং এনআইএ নিয়ে তদন্ত চাপ কাটিয়ে সক্রিয় হয়ে উঠতে দেখা যাচ্ছে ছত্রধর মাহাতোকে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!