এখন পড়ছেন
হোম > জাতীয় > করোনা সংক্রমণের কারণে তৃণমূলের শহীদ দিবস পালনে বড়সড় বাধা বিজেপি শাসিত এই রাজ্যে

করোনা সংক্রমণের কারণে তৃণমূলের শহীদ দিবস পালনে বড়সড় বাধা বিজেপি শাসিত এই রাজ্যে


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – আজ ২১ সে জুলাই তৃণমূলের শহীদ দিবসের দিনে পশ্চিমবঙ্গ ছাড়াও একাধিক রাজ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এ দিনের ভাষন শোনানো হবে। এই রাজ্যগুলির মধ্যে অন্যতম রাজ্য হল ত্রিপুরা। কিন্তু করোনা সংক্রমনের কারণে ত্রিপুরা রাজ্যে শহীদ দিবস পালনে বড়সড় ধাক্কা খেলো তৃণমূল। এই রাজ্যে সংক্রমণ নতুন করে বৃদ্ধি পাবার কারণে জায়েন্ট স্ক্রিন বসাবার অনুমতি দেয়া হয়নি। আবার দুপুর দুটো থেকে জারি করা হয়েছে কারফিউ। সমস্ত রকম জমায়েতকে নিষিদ্ধ করা হয়েছে ত্রিপুরাতে। ফলে সংকটে পড়েছে তৃণমূল।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

তৃণমূলের পরিকল্পনা ছিল, আজ আগরতলা সহ ত্রিপুরার একাধিক জেলায় জায়েন্ট স্ক্রীন বসিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য সম্প্রচার করা হবে। কিন্তু ত্রিপুরার করোনা পরিস্থিতি কিছুদিন ধরে আবার খারাপ হতে শুরু করেছে। এই কারণেই কারফিউ জারি করা হয়েছে ও জমায়েতের ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। জেলাশাসকের পক্ষ থেকে জায়েন্ট স্ক্রীন বসাতে অনুমতি দেয়া হয়নি। তবে, এরপরেও প্রজেক্টর ব্যবহার করে মুখ্যমন্ত্রীর বক্তব্য শোনাবার প্রচেষ্টা রয়েছে তৃণমূলের।

প্রসঙ্গত, বিধানসভা নির্বাচনে জয়লাভের পর প্রতিবেশী রাজ্য ত্রিপুরাকে আলাদা গুরুত্ব দিতে শুরু করেছে শাসকদল তৃণমূল। এই রাজ্যে বিস্তারের লক্ষ্যমাত্রা রেখেছে তৃণমূল। একারণেই ত্রিপুরা রাজ্য তৃণমূল সভাপতি আশিস লাল সিংকে তলব করা হয়েছিল। ত্রিপুরার একাধিক জেলায় নতুন করে তৃণমূলের কয়েকটি অফিসও খোলা হয়েছে। কিন্তু করোনা পরিস্থিতির কারণে ত্রিপুরায় একুশে জুলাই পালন নিয়ে যথেষ্ট আশঙ্কা রয়েছে তৃণমূলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!