করোনায় মমতার “মাহাত্ম্য” প্রচারে বেলাগাম অনুব্রত কি দলের অস্বস্তিই তীব্র করলেন? উঠছে প্রশ্ন তৃণমূল মালদা-মুর্শিদাবাদ-বীরভূম রাজনীতি রাজ্য July 12, 2020 প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – বঙ্গ রাজনীতিতে বিরোধী দলের যদি দিলীপ ঘোষ বিতর্কিত মন্তব্য করে খবরের শিরোনামে আসেন, তাহলে শাসকদলের হয়ে ব্যাটিং করেন বীরভূম জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডল। শাসক-বিরোধী তরজা ক্রমশ বৃদ্ধি পায় এই দুই নেতার বিতর্কিত মন্তব্যে। করোনা ভাইরাসের কারণে রাজনৈতিক সভা সমিতি কিছুদিন হল বন্ধ থাকায় তাদের বক্তব্য তেমনভাবে শোনা যাচ্ছিল না। কিন্তু লকডাউন পরিস্থিতি কিছুটা শিথিল হতে না হতেই প্রতিটি রাজনৈতিক দল ময়দানে নেমে পড়েছে। আর এই পরিস্থিতিতে এবার করোনা ভাইরাসের স্থায়িত্ব নিয়ে বিতর্কিত মন্তব্য করে দলের অস্বস্তি বাড়িয়ে দিলেন বীরভূম জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডল। সূত্রের খবর, শনিবার লাভপুরে তৃণমূলের বুথভিত্তিক কর্মী সম্মেলনের আয়োজন করা হয়েছিল। যেখানে উপস্থিত ছিলেন বীরভূম জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডল। আর সেখানেই করোনা ভাইরাসের সময়কালে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের মানুষের পাশে দাঁড়ানোর কথা তুলে ধরতে গিয়ে, করোনা ভাইরাসের স্থায়িত্বকাল নিয়ে তিনি বিতর্কিত মন্তব্য করে বসেন এই তৃণমূল নেতা। তিনি বলেন, “করোনা ভাইরাস আরও এক বছর থাকবে। তার জন্য রাজ্যবাসীর একবছরের খাবার ফ্রি করে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সব মানুষ কাজ করতে পারবে না। সেই কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত নিয়েছেন তিনি।” আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে। আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে। আপনার মতামত জানান - আর তৃনমূল নেতার এই মন্তব্যে এখন তৈরি হয়েছে বিতর্ক। তিনি হঠাৎ কি করে জানলেন যে, করোনা ভাইরাস আরও এক বছর থাকবে! যেখানে চিকিৎসকরা এই ভাইরাসের গতিবিধি নিয়ে রীতিমত সংশয়ে, সেখানে অনুব্রত মণ্ডল এই ধরনের মন্তব্য করলেন কেন, এখন তা নিয়ে নানা মহলে উঠতে শুরু করেছে প্রশ্ন। প্রসঙ্গত, এই প্রথম নয়। করোনা ভাইরাস নিয়ে এর আগেও বিভিন্ন মন্তব্য করে রীতিমত বিতর্কের শিরোনামে চলে এসেছেন বীরভূম জেলা তৃণমূল সভাপতি। অতীতে দেশে করোনা ভাইরাস বৃদ্ধির জন্য নরেন্দ্র মোদী এবং কেন্দ্রের বিজেপি সরকারকে দায়ী করেছিলেন তিনি। যেখানে তিনি বলেন যে, “মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে নিয়ে ভারতে অনুষ্ঠান করার সময়ই এই করোনা ভাইরাসের বাড়বাড়ন্ত ঘটেছে। এর জন্য দায়ী নরেন্দ্র মোদি।” আর ভয়াবহ মারন রোগকে আটকানো যখন সকলের লক্ষ্য হওয়া উচিত, ঠিক তখনই এই রাজনৈতিক তরজা রীতিমত হতাশা সৃষ্টি করছে বিভিন্ন মহলে। আর এবার মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন মূলক কাজের প্রচার করতে গিয়ে যেভাবে করোনা ভাইরাসের স্থায়িত্বকাল নিয়ে মন্তব্য করলেন তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল, তাতে তিনি তৃণমূলের অস্বস্তি অনেকটা বাড়িয়ে দিলেন বলে দাবি করছে ওয়াকিবহাল মহল। এখন বিরোধীরা অনুব্রতবাবুর এই মন্তব্যকে হাতিয়ার করে ময়দানে নামলে তৃণমূল কি করে তার মোকাবিলা করে, সেদিকেই নজর থাকবে সকলের। আপনার মতামত জানান -