এখন পড়ছেন
হোম > অন্যান্য > করোনা ভ্যাক্সিন বাজারে আসার আগেই চাগার দিয়ে উঠছে জাল ভ্যাক্সিন চক্র সতর্ক করছে খোদ ইন্টারপোল

করোনা ভ্যাক্সিন বাজারে আসার আগেই চাগার দিয়ে উঠছে জাল ভ্যাক্সিন চক্র সতর্ক করছে খোদ ইন্টারপোল


আপনাদের সুবিধার্থে খবরের শেষে বিধানসভা ২০২১ উপলক্ষে আমাদের করা সর্বশেষ সমীক্ষার প্রতিটির লিঙ্ক দেওয়া আছে।

আপনার মতামত জানান -

প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – করোনার ভ্যাকসিন আসার আগেই জাল ওষুধ নিয়ে সতর্কবার্তা এল ইন্টারপোলের তরফ থেকে। খবর এসেছে, করোনার ভ্যাকসিন সামনে এলেই নকল ভ্যাকসিনে বাজার ভরে যেতে পারে। কোন একটি সংস্থার ভ্যাকসিন ব্যবহারের ছাড়পত্র পেলেই, জাল ভ্যাকসিন বাজারে আসতে শুরু করবে। এ কারণে রাষ্ট্রসঙ্ঘের ১৯৪ টি সদস্য দেশকে সতর্ক করে দিয়েছে আন্তর্জাতিক তদন্তকারী সংস্থা ইন্টারপোল। ভারতের কাছে এই সতর্কবার্তা এসে পৌঁছেছে দিল্লির সিজিও কম্প্লেক্সএ। সিবিআই দপ্তরে অরেঞ্জ অ্যালার্ট পাঠানো হয়েছে ইন্টারপোলের পক্ষ থেকে।

ইন্টারপোলের এই সতর্কবার্তায় জানানো হয়েছে যে, করোনার ভ্যাকসিনের অপেক্ষা করছে বিশ্ববাসী। এই ভ্যাকসিন তৈরীর কাজ হচ্ছে দ্রুত। এই পরিস্থিতিতে গোয়েন্দা সংস্থা ও নিরাপত্তা বাহিনীকে বাড়তি প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে। সতর্ক করা হয়েছে যে, নকল ভ্যাকসিনের বিজ্ঞাপন অনলাইনে ছড়ানো হতে পারে। আসলের হুবহু নকল বাজারে চলে আসতে পারে। এজন্যই বিশেষ সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে।

ভারতে ইন্টারপোল সিবিআইয়ের সঙ্গে যৌথভাবে কাজ করে থাকে। তাই ইন্টারপোল এর এই সতর্ক বার্তা পাওয়ার পর কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক ও স্বাস্থ্যমন্ত্রকে বিশেষ ভাবে তৎপর হয়ে উঠছে। ইতিমধ্যে করোনা ভ্যাকসিনের নিরাপত্তা নিয়ে স্বরাষ্ট্র মন্ত্রকে দুটি বৈঠক হয়েছিল। যেখানে জানানো হয়েছিল যে, ভ্যাকসিন সংরক্ষণের জায়গায় কড়া পাহারার ব্যবস্থা করা হবে। কেন্দ্রর বাহিনী ও রাজ্যের পুলিশ যৌথভাবে এর পাহারা দেবে। এবার, আগামী সপ্তাহেই আবার আলোচনায় বসতে চলেছে কেন্দ্র ও রাজ্য। এরসঙ্গে সতর্ক করা হয়েছে ভ্যাকসিন নির্মাতা সংস্থাগুলিকেও।

আপনার মতামত জানান -

এদিকে, কেন্দ্রের আশা আগামী এক মাসের মধ্যেই দেশের বাজারে ভ্যাকসিন আসতে চলেছে। গতকাল বৃহস্পতিবার করোনা সংক্রান্ত জাতীয় টাস্ক ফোর্সের অন্যতম সদস্য ও দিল্লির এইমসের ডিরেক্টর রণদীপ গুলেরিয়া জানিয়েছেন, ” এখন পর্যন্ত ভ্যাকসিনগুলির পরীক্ষা রিপোর্ট এবং বিভিন্ন স্তরের ডেটা যথেষ্ট ইতিবাচক। তাৎপর্যপূর্ণ তথ্য হল, ট্রায়ালে তেমন কোনও পার্শ্বপ্রতিক্রিয়া বা বিপজ্জনক প্রবণতা দেখা যায়নি। ভ্যাকসিনের নিরাপত্তা ও সাফল্যহার নিয়ে কোনওরকম আপস করা হবে না। ”

এ বিষয়ে রণদীপ গুলেরিয়া আরো জানিয়েছেন যে, চলতি মাসে কিংবা আগামী মাসের শুরুতেই আপৎকালীন প্রয়োজনের জন্য ভ্যাকসিন দেশে এসে পড়বে। এখনো পর্যন্ত দেশের ৭০ থেকে ৮০ হাজার স্বেচ্ছাসেবী তাদের শরীরে পরীক্ষামূলকভাবে ভ্যাকসিন গ্রহণ করেছেন। কোন বড় সমস্যা তাদের হয়নি। এ কারণেই তিনি আশাবাদী যে, ভ্যাকসিন দ্রুত চলে আসবে। সম্প্রতি রাজ্য গুলির সঙ্গে টাস্ক ফোর্সের আলোচনা হয়েছে কোল্ড চেইন, স্টোরহাউস, সিরিঞ্জ সাপ্লাই নিয়ে। এই পরিস্থিতিতে জাল ভ্যাকসিন রুখতে বিশেষ ব্যবস্থা নিতে চলেছে কেন্দ্র।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

একনজরে দেখে নিন আমাদের সর্বশেষ বিধানসভা ২০২১ ওপিনিয়ন পোল –

# মুর্শিদাবাদ জেলার ওপিনিয়ন পোল – দ্বিতীয় পর্ব – 

# মুর্শিদাবাদ জেলার ওপিনিয়ন পোল – প্রথম পর্ব – 

# মালদহ জেলার ওপিনিয়ন পোল –

# দক্ষিণ দিনাজপুর জেলার ওপিনিয়ন পোল –

# উত্তর দিনাজপুরে জেলার ওপিনিয়ন পোল –

# জলপাইগুড়ি ও কালিম্পঙ জেলার ওপিনিয়ন পোল –

# আলিপুরদুয়ার ও দার্জিলিং জেলার ওপিনিয়ন পোল –

# কুচবিহার জেলার ওপিনিয়ন পোল –

আপনার মতামত জানান -
আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!