এখন পড়ছেন
হোম > জাতীয় > ওয়েইসির নাক কাটলেও গোলাপি ঝড়ে যাত্রাভঙ্গ গেরুয়া শিবিরের! অনেক স্বপ্ন দেখিয়েও হায়দারাবাদ অধরা

ওয়েইসির নাক কাটলেও গোলাপি ঝড়ে যাত্রাভঙ্গ গেরুয়া শিবিরের! অনেক স্বপ্ন দেখিয়েও হায়দারাবাদ অধরা


আপনাদের সুবিধার্থে খবরের শেষে বিধানসভা ২০২১ উপলক্ষে আমাদের করা সর্বশেষ সমীক্ষার প্রতিটির লিঙ্ক দেওয়া আছে।

আপনার মতামত জানান -

প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – হায়দরাবাদের পৌর নির্বাচনে জমি হারিয়ে স্বপ্নভঙ্গ হয়েছে বিজেপির। এদিন গ্রেটার হায়দরাবাদ পৌরনিগমের নির্বাচনের গণনা শুরু হতে তেলাঙ্গানার বিজেপি শিবির প্রথমে একটি ‘বদল’-এর হাওয়া অনুভব করতে শুরু করলেও পরে সেই অনুভূতি বেশি স্থায়ী হয়নি। তবে সেই ধারণা করা অমূলক নয় বলেই জানিয়েছেন তাঁরা।

বস্তুত, পোস্টাল ব্যালটে যেভাবে বিজেপি ৯০-এর গণ্ডি ছাড়িয়ে যায়, সেখানে প্রাথমিক ট্রেন্ডে বিজেপির এগিয়ে থাকার ইঙ্গিত পাওয়া যায়। কিন্তু পরে দেখা যায় এগিয়ে গেছে টিআরএস। সেখানে গ্রেটার হায়দরাবাদ পৌরনিগমের প্রাক্তন মেয়র তথা মিমের নেতা মাজিদ হুসেন মেহদিপট্টম ওয়ার্ড থেকে জয়লাভ করেছেন৷

আপনার মতামত জানান -

তবে, ভোটের ট্রেন্ড সামনে আসতেই প্রথমে উচ্ছ্বসিত হয় বিজেপি নেতৃত্ব৷ অন্যদিক আসাদউদ্দিন ওয়েইসির এআইএমআইএম-ও এগিয়ে যায়। তবে হাদরাবাদের ভোটের দৌড়ে এগিয়ে যায় বিজেপি। বস্তুত, দেখতে গেলে ধর্মীর মেরুকরণের পথে হেঁটেই হায়দরাবাদে নির্বাচনে লড়েছিল বিজেপি। সেখানে পৌর নির্বাচনের পরিসরেও জাতীয় স্তরের নেতাদের ময়দানে নামাতে দেখা গিয়েছিল গেরুয়া শিবিরকে।

সেখানে হায়দরাবাদে এসে গেরুয়া ঝড় তোলার ডাক দিতে দেখা গিয়েছিল অমিত শাহ থেকে শুরু করে যোগী আদিত্যনাথকে। সেখানে রোহিঙ্গা নিয়েও কম জল ঘোলা হয়নি। এদিকে সাকলেই বিজেপি নেতা হরদীপ সিং পুরী টুইট করে লেখেন, শুরুর ট্রেন্ড স্পষ্ট করে দিয়েছে, হায়দরাবাদের মানুষ পরিবর্তনের পক্ষে রয়েছেন৷

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

শুধু হরদীপ সিং পুরী নন, বিজেপি নেতা হিসেবে বিএল সন্তোষকেও টুইট করতে দেখা যায়। সেখানে তিনি লেখেন খুব ভালো ভাগ্যনগর৷ অন্যদিকে, যদিও এই হারেও বিজেপি ‘নৈতিক’ জয় খুঁজে পেয়েছে বলেই জানা গেছে। বিজেপির কথায়, গত পৌর নির্বাচনে বিজেপি মাত্র ৪টি আসনে জিতেছিল। সেখানে এই নির্বাচনে তারা টিআরএস-কে কড়া টক্কর দিচ্ছে।

অন্যদিকে, তাঁদের কথায়, হায়দরাবাদ থেকে কংগ্রেস প্রায় নিশ্চিহ্ন হওয়ার পথে। যা বিজেপির জন্যে নৈতিক জয় বলেই জানিয়েছেন তাঁরা। প্রসঙ্গত উল্লেখ্য, ২৪টি বিধানসভা কেন্দ্র নিয়ে গঠিত গ্রেটার হায়দরাবাদ পৌরনিগমের মোট আসন সংখ্যা ১৫০। সেখানে গ্রেটার হায়দরাবাদ পৌরনিগমের ফলাফল আসতে সন্ধে বা রাত হতে পারে বলেই জানিয়েছে তেলাঙ্গানার রাজ্য নির্বাচন কমিশন৷

একনজরে দেখে নিন আমাদের সর্বশেষ বিধানসভা ২০২১ ওপিনিয়ন পোল –

# মুর্শিদাবাদ জেলার ওপিনিয়ন পোল – দ্বিতীয় পর্ব – 

# মুর্শিদাবাদ জেলার ওপিনিয়ন পোল – প্রথম পর্ব – 

# মালদহ জেলার ওপিনিয়ন পোল –

# দক্ষিণ দিনাজপুর জেলার ওপিনিয়ন পোল –

# উত্তর দিনাজপুরে জেলার ওপিনিয়ন পোল –

# জলপাইগুড়ি ও কালিম্পঙ জেলার ওপিনিয়ন পোল –

# আলিপুরদুয়ার ও দার্জিলিং জেলার ওপিনিয়ন পোল –

# কুচবিহার জেলার ওপিনিয়ন পোল –

আপনার মতামত জানান -
আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!