এখন পড়ছেন
হোম > অন্যান্য > বিশ্বের বিভিন্ন দেশে ও ভারতের বিভিন্ন রাজ্যে করোনা আক্রান্ত ও মৃতের লেটেস্ট আপডেট একনজরে

বিশ্বের বিভিন্ন দেশে ও ভারতের বিভিন্ন রাজ্যে করোনা আক্রান্ত ও মৃতের লেটেস্ট আপডেট একনজরে


মারণ ভাইরাস করোনা গোটা বিশ্বের পাশাপাশি ভারতেও দিয়ে ফেলেছে বড়সড় হানা। গোটা বিশ্বে রোজই লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনায় আক্রান্ত হওয়ার সংখ্যা বা মৃতের সংখ্যা। বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO) ও ভারত সরকারের দেওয়া তালিকা অনুযায়ী সর্বশেষে চিত্র –

১. বিশ্বে মোট দেশের সংখ্যা – ১৯৫
২. আক্রান্ত দেশের সংখ্যা – ১৮৪
৩. বিশ্বজুড়ে মোট আক্রান্তের সংখ্যা – ২,৬৭,০১৩
৪. বিশ্বজুড়ে মোট মৃতের সংখ্যা – ১১,২০১
৫. শুধু গতকাল (২১ শে মার্চ) একদিনে আক্রান্তের সংখ্যা – ৩২,৯০০

এখনও পর্যন্ত করোনায় আক্রান্তের সংখ্যা হাজার ছাড়িয়েছে যে সব দেশে –
১. চীন – ৮১,৪১৬
২. ইতালি – ৪৭,০২১
৩. স্পেন – ১৯,৯৮০
৪. ইরান – ১৯,৬৪৪
৫. জার্মানি – ১৮,৩২৩

৬. আমেরিকা – ১৫,২১৯
৭. ফ্রান্স – ১২,৪৭৫
৮. কোরিয়া – ৮,৭৯৯
৯. সুইজারল্যান্ড – ৪,৮৪০
১০. ইংল্যান্ড – ৩,৯৮৩

১১. নেদারল্যান্ড – ২,৯৯৪
১২. অস্ট্রিয়া – ২,৬৪৯
১৩. বেলজিয়াম – ২,২৫৭
১৪. নরওয়ে – ১,৭৪২
১৫. সুইডেন – ১,৬২৩

১৬. ডেনমার্ক – ১,২৫৫
১৭. অস্ট্রেলিয়া – ১,০৮১
১৮. মালয়েশিয়া – ১,০৩০
১৯. পর্তুগাল – ১,০২০
২০. জাপান – ১,০০৭

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

ভারত সরকারের সরকারি তালিকা অনুযায়ী –
১. ভারতে এখনও পর্যন্ত আক্রান্ত – ৩২৪
২. ভারতে এখনও পর্যন্ত মৃত – ৬ (১ জন বিদেশী সহ)
৩. সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন – ২৩
৪. বর্তমানে করোনায় আক্রান্ত হয়ে চিকিৎসাধীন – ২৯৫

সরকারি তথ্য অনুযায়ী সারা ভারতের রাজ্যওয়ারি চিত্র –
১. অন্ধ্রপ্রদেশ – ৩ জন আক্রান্ত
২. ছত্তিশগড় – ১ জন আক্রান্ত
৩. দিল্লি – ২৭ জন আক্রান্ত (১ বিদেশী সহ), ১ জন মৃত
৪. গুজরাট – ১৪ জন আক্রান্ত
৫. হরিয়ানা – ১৭ জন আক্রান্ত (১৪ জন বিদেশী সহ)

৬. হিমাচলপ্রদেশ – ২ জন আক্রান্ত
৭. কর্ণাটক – ২০ জন আক্রান্ত, ১ জন মৃত
৮. কেরালা – ৫২ জন আক্রান্ত (৭ জন বিদেশী সহ)
৯. মধ্যপ্রদেশ – ৪ জন আক্রান্ত
১০. মহারাষ্ট্র – ৬৩ জন আক্রান্ত (৩ জন বিদেশী সহ), ২ জন মৃত

১১. ওড়িশা – ২ জন আক্রান্ত
১২. পন্ডিচেরী – ১ জন আক্রান্ত
১৩. পাঞ্জাব – ১৩ জন আক্রান্ত, ১ জন মৃত
১৪. রাজস্থান – ২৪ জন আক্রান্ত (২ জন বিদেশী সহ)
১৫. তামিলনাড়ু – ৬ জন আক্রান্ত (২ জন বিদেশী সহ)
১৬. তেলেঙ্গানা – ২১ জন আক্রান্ত (১১ জন বিদেশী সহ)

১৭. চন্ডীগড় – ৫ জন আক্রান্ত
১৮. জম্মু কাশ্মীর – ৪ জন আক্রান্ত
১৯. লাদাখ – ১৩ জন আক্রান্ত
২০. উত্তরপ্রদেশ – ২৫ জন আক্রান্ত (১ জন বিদেশী সহ)
২১. উত্তরাখন্ড – ৩ জন আক্রান্ত
২২. পশ্চিমবঙ্গ – ৪ জন আক্রান্ত

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!