এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > করোনা ভাইরাসের ছায়া পুরসভা নির্বাচনেও, উদ্বেগে ভুগছে রাজনৈতিক মহল

করোনা ভাইরাসের ছায়া পুরসভা নির্বাচনেও, উদ্বেগে ভুগছে রাজনৈতিক মহল

এই মুহূর্তে পুরসভার নির্বাচনকে ঘিরে সরগরম পশ্চিমবঙ্গের রাজনৈতিক মহল। বিভিন্ন দল নির্বাচনে অংশগ্রহণ করতে প্রস্তুতি শুরু করেছে। ইতিমধ্যে জনসংযোগ বাড়াতেও তাঁরা বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে বলে জানা যাচ্ছে। কিন্তু তার মধ্যেই এবার বিভীষিকার মতন হাজির হয়েছে করোনা ভাইরাস। আর তাই নিয়ে বিপাকে পড়েছে পৌরসভা নির্বাচনের আগে রাজনৈতিক দলগুলি। ইতিমধ্যে নোবেল করোনা ভাইরাসের সংক্রমণের মোকাবিলায় সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে আগামী সোমবার থেকে 31 মার্চ পর্যন্ত রাজ্যের সমস্ত শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ করে রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

মূলত জমায়াতের ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। এই পরিস্থিতিতে এবার প্রশ্ন উঠেছে, পুরসভা নির্বাচন নিয়ে। এ ব্যাপারে চিন্তাভাবনা করে বিরোধী দল বিজেপি দাবি তুলছে, এরকম মারাত্মক স্বাস্থ্য সংকটের সময় পুরসভা নির্বাচন না করে তা যেন পিছিয়ে দেওয়া হয়। এ প্রসঙ্গে তাঁরা নির্বাচন কমিশনের সর্বদল বৈঠকে জানাবে বলে জানা গেছে। পুরসভা নির্বাচন নিয়ে বিজেপির যুক্তি, যেখানে করোনা ভাইরাসের জন্য জমায়েতের ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে, সেখানে কি করে পুরসভার নির্বাচন এই সময় সম্ভব?

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

তাঁদের বক্তব্য, যদি প্রচার বিহীন ভোটও হয়, তাহলে ভোটাররা এক জায়গায় দাঁড়িয়ে কি করে ভোট দেবেন? এমনকি ভোটকর্মীরা একসাথে এই অবস্থায় কি করে থাকবেন? তবে দলীয় সূত্রে জানা যাচ্ছে, বিজেপি দলের একাংশ করোনা ভাইরাসের কারণে ভোট পেছানোর কথা আগে বলে নিজেদের ঘাড়ে দায় নিতে চাইছে না। তাঁদের বক্তব্য হলো, প্রসঙ্গ উত্থাপন যদি করাই হয় তাহলে তা সরকারের পক্ষ থেকেই হোক। তবে করোনাভাইরাস এর আগমনের প্রাক্কালে রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষের পক্ষ থেকে জানানো হয়েছে, এই মারাত্মক পরিস্থিতিতে কোনোমতেই নির্বাচন সম্ভব নয়।

তাই নির্বাচন কমিশনের বৈঠকে পুরভোট পিছিয়ে দেয়ার দাবি রাখা হবে বিজেপির পক্ষ থেকে। পুরভোটের দামামা বেজে উঠতেই আগামী দিনের রাজনৈতিক লড়াইয়ে রূপরেখা সাজাতে ব্যস্ত হয়ে পড়েছে বিজেপি, তৃণমূল সহ অন্যান্য রাজনৈতিক দলগুলি। ঠিক এই অবস্থায় করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিটি দলকে একই সিদ্ধান্ত নিতে বাধ্য করছে বলে মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা। পুরসভার নির্বাচন নিয়ে যেভাবে তেতে উঠেছিল রাজনৈতিক দলগুলি এবার করোনা ভাইরাসের সংক্রমণ তা অনেকটাই ফিকে করে দিয়েছে বলে মনে করছে রাজনৈতিক মহল। আপাতত নির্বাচন কমিশন কী সিদ্ধান্ত নেন পুরসভা নির্বাচন ঘিরে, তার দিকেই এখন সবার নজর।

আপনার মতামত জানান -

ট্যাগড
Top
error: Content is protected !!