এখন পড়ছেন
হোম > রাজ্য > উত্তরবঙ্গ > করোনায় প্রয়াত হেভিওয়েট বাম নেতা, শোকস্তব্ধ আলিমুদ্দিন!

করোনায় প্রয়াত হেভিওয়েট বাম নেতা, শোকস্তব্ধ আলিমুদ্দিন!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট –  করোনা ভাইরাসের প্রথম ঢেউয়ের পর দ্বিতীয় ঢেউ অনেক বিশিষ্ট মানুষের প্রাণ কেড়ে নিয়েছে। একের পর এক সাধারণ মানুষ যেমন আক্রান্ত হয়েছেন, তেমনই ইহলোক ছেড়ে পরলোক জগতে পা রেখেছেন রাজনৈতিক ব্যক্তিত্ব থেকে শুরু করে সেলিব্রিটি জগতের অনেক বিশিষ্ট মানুষেরা। যার প্রভাব পড়েছে বাংলাতেও।

ইতিমধ্যেই বাংলার একাধিক রাজনৈতিক ব্যক্তিত্বের করোনা ভাইরাসে প্রাণ হারিয়েছেন। আর এবার করোনা ভাইরাসে মৃত্যু হল একটানা সাতবারের বাম বিধায়ক নর্মদা রায়ের। জানা গেছে, করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে প্রয়াত হয়েছেন দক্ষিণ দিনাজপুর জেলার কুশমন্ডির প্রাক্তন বাম বিধায়ক। যার জেরে শোকস্তব্ধ বামেদের রাজ্য দপ্তর আলিমুদ্দিন স্ট্রিট থেকে শুরু করে রাজনৈতিক মহল।

বস্তুত, এবারেও কুশমন্ডি বিধানসভা কেন্দ্রে বামেদের পক্ষ থেকে প্রার্থী হয়েছিলেন নর্মদা রায়। কিন্তু শেষ পর্যন্ত জয়লাভ করতে পারেননি তিনি। তবে ফলাফল প্রকাশের পরই হঠাৎ করে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে পড়েন এই প্রাক্তন বিধায়ক। তবে করোনা মুক্ত হয়েছিলেন তিনি। কিন্তু তার পরেই তার পরিবারে নেমে আসে দুঃসংবাদ। করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে প্রয়াত হন প্রাক্তন বিধায়কের সহধর্মীনি গায়ত্রী রায়।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

আর এবার করোনার আতঙ্ক মেঘ কাটলেও বাঁচানো গেল না নর্মদাবাবুকে। সূত্রের খবর, মঙ্গলবার সন্ধ্যায় বালুরঘাট জেলা হাসপাতালে শেষনিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 65 বছর। বলা বাহুল্য, 1987 থেকে 2016 সাল পর্যন্ত টানা সাত বার বামেদের টিকিটে কুশমন্ডি থেকে জয়লাভ করেন নর্মদা রায়। তবে এবার তার বিজয়রথ থেমে গিয়েছিল। আর রাজনৈতিক লড়াইয়ের বিজয়রথ থেমে যাওয়ার কিছুদিনের মধ্যেই ব্যক্তিগত জীবনের রথ থামিয়ে দিয়ে পরলোকে ধাবিত হলেন নর্মদা রায়।

ইতিমধ্যেই তার মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে বামেদের অন্দরমহলে। একাংশ বলছেন, শুধু বামেদের কাছে নয়, বিরোধী দলগুলোর কাছেও নর্মদা রায় ছিলেন অসামান্য ব্যক্তিত্ব। সদা মিষ্টভাষী, বিরোধীদের সঙ্গে সৌজন্যমূলক আলাপচারিতায় তিনি ছিলেন অসামান্য। ইতিমধ্যেই রাজ্যের শাসক থেকে বিরোধী প্রতিটি রাজনৈতিক দল করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে তাদের অনেক গুরুত্বপূর্ণ নেতাকে হারিয়েছেন। আর এবার টানা সাত বারের বাম বিধায়ক নর্মদা রায়ের প্রাণ কেড়ে নিল করোনা ভাইরাস।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!