এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > করোনাকে মনে রাখতে আগামী দিনে সিলেবাসভুক্ত হছে নতুন অধ্যায়?

করোনাকে মনে রাখতে আগামী দিনে সিলেবাসভুক্ত হছে নতুন অধ্যায়?


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট গত কয়েক মাস ধরে বিশ্বজুড়ে করোনা ছেয়ে গেছে মারাত্মকভাবে। সারা বিশ্ব আজ এই মানব প্রাণঘাতী ভাইরাসের হাত থেকে বাঁচার জন্য পরিত্রাহি চেষ্টা চালাচ্ছে। ভারতেও করোনার প্রাদুর্ভাব দেখা গেছে প্রাথমিক স্তর থেকেই। অন্যদিকে ভারতের বিভিন্ন রাজ্যের মধ্যে পশ্চিমবঙ্গেও করোনা পরিস্থিতি রীতিমতো উদ্বেগজনক বর্তমানে। করোনার হাত থেকে বাঁচতে নিত্যনতুন পরিকল্পনা করে চলেছে রাজ্য সরকার। কিন্তু বিশেষজ্ঞদের মতে, পরিস্থিতি উন্নতি হবার বিন্দুমাত্র চিহ্ন নেই। বরং দিন দিন পরিস্থিতি আরো খারাপ হচ্ছে বলে জানা যাচ্ছে।

তবে সেক্ষেত্রে সাধারণ মানুষের কিছুটা অজ্ঞতাও কাজ করছে বলে মনে করছে স্বাস্থ্য বিভাগ। আনলক পরিস্থতিতে যেভাবে সামাজিক বিধিনিষেধকে শিকেয় তুলে দিয়ে পথে নেমেছে আমজনতা, সেই পরিপ্রেক্ষিতেই বিশেষজ্ঞদের এই দাবী বলে জানা যাচ্ছে। আর সেই কারণে এবার করনা মহামারী পড়ুয়াদের সিলেবাসে যোগ হতে চলেছে বলে খবর। 2021 সালের স্কুল পাঠ্যক্রমে করোনা ভাইরাস নিয়ে নতুন একটি অধ্যায় থাকবে বলে জানানো হয়েছে সিলেবাস কমিটির পক্ষ থেকে।

অন্যদিকে সিলেবাস কমিটির পক্ষ থেকে আরও জানানো হয়েছে, সম্প্রতি শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় প্রশ্ন তুলেছেন, করোনা ভাইরাসের প্রকৃতি এবং তার গতিপ্রকৃতি আটকানোর জন্য কি কি সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করা যেতে পারে? আর তাই নিয়ে সিলেবাস কমিটির চেয়ারম্যান অভীক মজুমদার জানিয়েছেন, আগামী দিনে পাঠ্যক্রমে করোনা ভাইরাস অধ্যায়টি যোগ করতে গেলে অবশ্যই এ ব্যাপারে তাঁরা স্বাস্থ্য কমিটির সদস্য ও বিশেষজ্ঞদের সঙ্গে আলোচনা চালাবেন।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

অন্যদিকে জানা গেছে, জুনিয়র থেকে উচ্চমাধ্যমিক পর্যন্ত পাঠক্রমে করোনা ভাইরাস অধ্যয়টি নানা রূপে রাখা হবে। জুনিয়র ক্লাসে যেরকম ভাবে শেখানো হবে করোনা ভাইরাস প্রতিরোধ করার জন্য পরিষ্কার-পরিচ্ছন্নতা, সচেতনতা ও সতর্কতা বজায় রাখা কতটা জরুরি, ঠিক সেভাবেই উঁচু ক্লাসের পড়ুয়াদের করোনা ভাইরাস এর ধরন এবং এর প্রাদুর্ভাব এর উৎস সম্পর্কে বিস্তারিত তথ্য দেওয়া হবে। তবে এ প্রসঙ্গে অভীক মজুমদার আরো জানিয়েছেন, তাঁরা শিক্ষক ও শিক্ষাবিদ, চিকিৎসক, জীবাণু বিশেষজ্ঞদের সঙ্গে কথা বলে বিস্তারিতভাবে সঠিক তথ্য দেবেন।

এক্ষেত্রে বিশেষজ্ঞরা মনে করছেন, করোনা ভাইরাস বর্তমানে যেভাবে সংক্রমণ ছড়াতে শুরু করেছে সে ক্ষেত্রে সাধারণ মানুষকে সচেতন করতে পাঠ্যক্রমে করোনা ভাইরাস সিলেবাস হিসেবে যোগ হওয়া একটি উল্লেখযোগ্য ও প্রশংসনীয় ঘটনা। তবে আগামী দিনের সিলেবাসে নতুন অধ্যায়ের যোগ হওয়ার কারণে শিক্ষার্থীরা কিভাবে পুরো ব্যাপারটি অনুধাবন করতে পারে তা সময়ই বলবে। আপাতত পুরো বিষয়টির ওপর লক্ষ্য থাকবে ওয়াকিবহাল মহলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!