এখন পড়ছেন
হোম > জাতীয় > হতে পারে মন্ত্রিসভার সম্প্রসারণ?পাখির চোখ ২০২৪,বঙ্গ থেকে বাড়ছে মন্ত্রীর সংখ্যা ? জল্পনা তুঙ্গে

হতে পারে মন্ত্রিসভার সম্প্রসারণ?পাখির চোখ ২০২৪,বঙ্গ থেকে বাড়ছে মন্ত্রীর সংখ্যা ? জল্পনা তুঙ্গে


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – গত বেশ কিছুদিন ধরেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাস ভবনে একাধিক বৈঠকের আয়োজন করা হয়েছিল। যেখানে প্রধানমন্ত্রী অন্যান্য মন্ত্রীদের কাজের পর্যালোচনা করেছেন। প্রায় সমস্ত মন্ত্রী নিজেদের রিপোর্ট কার্ড প্রধানমন্ত্রীর কাছে জমা দিয়েছেন। সেই সঙ্গে তাঁদের ভবিষ্যৎ পরিকল্পনার কথাও তাঁরা প্রধানমন্ত্রীকে জানিয়েছেন। এদিকে করোনার কারণে অনেকটা সময় নষ্ট হয়ে গেছে। এবার নতুন করে পরিকল্পনার সিদ্ধান্ত নিয়েছেন প্রধানমন্ত্রী। তাই এবার মন্ত্রিসভায় বড়সড় রদবদল ঘটতে পারে, মন্ত্রিসভার সম্প্রসারণের যথেষ্ট সম্ভাবনা রয়েছে।

দেশে করোনার দ্বিতীয় ঢেউ কিছুটা কমে আসায় প্রধানমন্ত্রী মন্ত্রিসভার অন্যান্য মন্ত্রীদের পারফরমেন্সের মূল্যায়ন করতে একাধিক বৈঠকের আয়োজন করেছেন। প্রধানমন্ত্রী জানিয়েছেন, করোনা সংক্রমনের কারণে একটা বছর নষ্ট হয়ে গেছে। তাই এবার সকলকে মাঠে নেমে নিজেদের কাজে আরও বেশি করে সক্রিয় হতে হবে, তৎপর হয়ে সমস্যার সমাধান করতে হবে। গতকাল সন্ধ্যায় এ বিষয়ে বিশেষ বৈঠকের আয়োজন করেছিলেন প্রধানমন্ত্রী।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

আবার, গত ২০১৪ সালে প্রথমবার ক্ষমতা দখলের পর পাঁচ বছরের মধ্যে তিনবার ক্যাবিনেটের বদল ঘটিয়েছিলেন প্রধানমন্ত্রী। কিন্তু, দ্বিতীয় বার ক্ষমতা লাভের পর করোনা সংক্রমনের কারণে মন্ত্রিসভার রদবদল সম্ভব হয়ে ওঠেনি। তাই এবার এ বিষয়ে উদ্যোগ নিতে চলেছেন প্রধানমন্ত্রী। এদিকে, মন্ত্রিসভায় একাধিক মন্ত্রী আছেন, যাদের একাধিক দপ্তরের দায়িত্ব সামলাতে হচ্ছে। তাঁদের ওপর অত্যন্ত চাপ হয়েছে। এছাড়া একাধিক শূন্য পদ রয়েছে। বিজেপির বেশকিছু শীর্ষ নেতার মৃত্যু ঘটেছে, আবার শিবসেনা, অকালি দল এনডিএ জোটের সঙ্গে সম্পর্ক ছিন্ন করেছে। সবকিছু মিলিয়ে প্রায় দু’ডজন পদ ফাঁকা রয়েছে। আবার একাধিক মন্ত্রীর উপরে একাধিক দপ্তরের দায়িত্ব রয়েছে।

আগামী বছর বেশ কিছু রাজ্যে নির্বাচন হয়েছে। যার মধ্যে অন্যতম হলো উত্তর প্রদেশ, উত্তরাখান্ড, গুজরাট, গোয়া, মনিপুর, পাঞ্জাব, হিমাচল প্রদেশ । এই রাজ্যগুলোর দিকে বিশেষ নজর রয়েছে বিজেপির। বেশ কিছু বর্ন ও গোষ্ঠিকে তাই গুরুত্ব দেবার সম্ভাবনা রয়েছে। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ এর মধ্যেই প্রধানমন্ত্রী ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করেছেন। আবার, মধ্যপ্রদেশে বিজেপিতে যোগ দেওয়ার জ্যোতিরাদিত্য সিন্ধিয়াকে ক্যাবিনেটে আনার সম্ভাবনা রয়েছে। তেমনি অসমের প্রাক্তন মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়ালকে কেবিনেটে আনার সম্ভাবনা রয়েছে।

আবার বিহারে আরজেডি তার দুজন সাংসদকে মন্ত্রিসভায় স্থান দেওয়ার দাবি করেছে। এক্ষেত্রে একজনকে ক্যাবিনেট, অন্যজনকে প্রতিমন্ত্রীর দায়িত্ব দেওয়া হতে পারে বলে জানা যাচ্ছে। সবকিছু নিয়েই মন্ত্রিসভা সম্প্রসারণের সম্ভাবনা বাড়ছে। দীর্ঘ সময় ধরে মন্ত্রিসভা রদবদল সম্ভব না হওয়ায়, এবার এ বিষয়ে বিশেষ উদ্যোগ নেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মন্ত্রিসভার সম্প্রসারণ হলে বেশ কিছু মন্ত্রীর দপ্তর বদল, অপসারণের যেমন সম্ভাবনা আছে। তেমনই বহু নতুন মুখের মন্ত্রিসভায় আসার সম্ভাবনা রয়েছে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!