এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > এবার প্রকাশ্যে এল তৃণমূলের চাকরি নিয়ে দুর্নীতি, তীব্র অস্বস্তি শাসক শিবিরে

এবার প্রকাশ্যে এল তৃণমূলের চাকরি নিয়ে দুর্নীতি, তীব্র অস্বস্তি শাসক শিবিরে

প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – আবারও দুর্নীতির অভিযোগ রাজ্যের শাসক দল তৃণমূলের বিরুদ্ধে। তবে এবার বিরোধীদের নয় বরং আজানা কারোর অভিযোগের পোষ্টারে এবং লিফলেটে চাঞ্চল্য ছড়িয়েছে আমডাঙা এলাকায়। অন্যদিকে এই অভিযোগের হাত ধরে একদিকে যেমন সামনে এসেছে তৃণমূল শিবিরের অন্তর্দ্বন্দ্ব, তেমনি উঠছে গেরুয়া ষড়যন্ত্রের অভিযোগ। প্রসঙ্গত আমডাঙার তৃণমূল কংগ্রেস বিধায়কের নামে অভিযোগ উঠেছে তিনি টাকা নিয়ে কোটার চাকরি বিক্রি করেছেন। খুব স্বাভাবিকভাবেই এই ঘটনায় তীব্র অস্বস্তির মুখোমুখি রাজ্যের শাসক দল। পাশাপাশি এই ঘটনা নিয়ে শুরু হয়েছে জোরদার বিতর্ক রাজনৈতিক মহলে।

সূত্রের খবর, আমডাঙার বিভিন্ন এলাকায় তৃণমূল কংগ্রেস বিধায়ক রফিকুর রহমানের বিরুদ্ধে লিফলেট বিলি হচ্ছে এবং পোষ্টার পড়ছে। এই লিফলেটে বা পোষ্টারে ছাপার অক্ষরে রফিকুল রহমানের বিরুদ্ধে কোটার চাকরি বিক্রি করার অভিযোগ রয়েছে। পাশাপাশি আমডাঙার মানুষ যে আর বিধায়ক রফিকু্ল রহমানকে চাইছেন না সে কথাও লেখা আছে বলে জানা যাচ্ছে। যথারীতি এই ঘটনা ঘিরে উত্তেজনার সৃষ্টি হয়েছে আমডাঙায়। তবে কে বা কারা এই লিফলেট বিলি করেছে, তা এখনো পর্যন্ত জানা যায়নি। তবে তৃণমূল শিবির অভিযোগের আঙ্গুল তুলেছে গেরুয়া শিবিরের দিকে। আর তার কারণ লিফলেটের নিচে লেখা রয়েছে, আমডাঙার মানুষ তৃণমূলের বিকল্প পেয়ে গেছে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

তবে তৃণমূল কংগ্রেস বিধায়ক রফিকুল রহমান নিজেই জানিয়েছেন, গেরুয়া শিবিরের চক্রান্ত এই ঘটনার পেছনে রয়েছে। পাশাপাশি তৃণমূলের একটা অংশ যে এই ঘটনার পেছনে রয়েছে, সে দাবিও করেন তিনি। অন্যদিকে বিধায়কের দলীয় অন্তর্দ্বন্দ্বের অভিযোগের কারণে তৃণমূল কংগ্রেসের জেলা নেতৃত্ত্বের অস্বস্তি আরও বেড়েছে। উত্তর 24 পরগনা জেলা তৃণমূল কংগ্রেস নেতৃত্ত্ব এই ঘটনার পেছনে তৃণমূলের অন্তর্দ্বন্দ্বের কথা পুরোপুরি অস্বীকার করেছেন। তবে জেলা নেতৃত্ত্বের পক্ষ থেকে বলা হচ্ছে, বিজেপি চক্রান্ত করে এই ঘটনা ঘটিয়েছে। বিগত বেশ কয়েকদিন ধরে রাজ্যের বিভিন্ন জায়গায় তৃণমূলের অন্তর্দ্বন্দ্ব প্রকাশ্যে আসছে, যা নিয়ে রীতিমতো কড়া বার্তা দিয়েছেন ইতিমধ্যে তৃণমূল সুপ্রিমো।

অন্যদিকে এই ঘটনার পরিপ্রেক্ষিতে বিজেপি সাংসদ অর্জুন সিং গেরুয়া শিবিরের যুক্ত থাকার অভিযোগ পুরোপুরি খারিজ করেছেন। তিনি দাবি করেছেন, তৃণমূলের অন্তর্দ্বন্দ্বের কারণেই এই ঘটনা ঘটেছে। একুশের নির্বাচনের পরিপ্রেক্ষিতে যখন লড়াই জমে উঠেছে, সে সময় এ ধরনের ঘটনা সামনে এলে তা জনমানসে বিরূপ প্রতিক্রিয়া ফেলবে বলেই মনে করা হচ্ছে। সেক্ষেত্রে বিশেষজ্ঞদের দাবি, নির্বাচনের আগে যদি এভাবে দলীয় গোষ্ঠীদ্বন্দ্ব কিংবা দলের দুর্নীতি সংক্রান্ত অভিযোগ সামনে আসে, তাহলে তা তৃণমূল শিবিরের পথের কাঁটা হয়ে দাঁড়াবে।

 

আপনার মতামত জানান -

ট্যাগড
Top
error: Content is protected !!