এখন পড়ছেন
হোম > রাজ্য > মেদিনীপুর > বিধানসভার আগে আবারো জোরদার হচ্ছে মান্নান-সুজন যুগলবন্দী! একযোগে ঘুম উড়বে তৃণমূল-বিজেপির?

বিধানসভার আগে আবারো জোরদার হচ্ছে মান্নান-সুজন যুগলবন্দী! একযোগে ঘুম উড়বে তৃণমূল-বিজেপির?


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – সামনে আসন্ন বিধানসভা নির্বাচন এরইমধ্যে তৃণমূল ও বিজেপির রক্তচাপ বাড়িয়ে বাম ও কংগ্রেসের যৌথ কর্মসূচি সম্পন্ন হল পূর্ব মেদিনীপুরের খেজুরিতে। হেভিওয়েট বিরোধী নেতা যথা আব্দুল মান্নান এবং সিপিএম নেতা সুজন চক্রবর্তী হাজির ছিলেন।

লোকসভা নির্বাচনে তৃণমূলকে হারাতে বহু বামপন্থীই বিজেপিকে ভোট দিয়েছেন বলে জল্পনা, কেননা তারা মনে করেছিলেন বামফ্রন্টের যা ভোট তাতে তৃণমূলকে হারানো যাবেনা। কিন্তু বিধানসভা নির্বাচনে যেহেতু বামফ্রন্ট ও কংগ্রেস জোট বাঁধতে পারে ফলে বহু আসনেই কিন্তু তৃণমূলকে টক্কর দেওয়ার জায়গায় রাখছে তারা।

ফলে মান্নান ও সুজন যেভাবে সামনে থেকে নেতৃত্ব দিয়ে জোটকে এগিয়ে নিয়ে যাচ্ছেন তাতে লোকসভায় বিজেপিকে ভোট দেওয়া বহু ভোট আবার তাদের নিজেদের দিকেই ফিরে আসতে পারে। ফলে বিজেপি সেখানে জেতার সম্ভাবনা কমবে অন্যদিকে 2016 তে বহু আসনে খুব অল্প মার্জিনে জিতেছিল তৃণমূল সেখানে জোট জোরদার হলে এবার কপাল পুড়তে পারে তাদের।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

খেজুরির সিপিএম কর্মীদের কুমার ভূঁইয়া কে খুনের প্রতিবাদে বৃহস্পতিবার বাম-কংগ্রেস থানায় স্মারক লিপি জমার কর্মসূচি নিয়েছিল।
এছাড়া গোটা রাজ্য জুড়ে আম পান দুর্নীতি ও কাটমানি নিয়ে তৃণমূলের বিরুদ্ধে আন্দোলনের ডাক দিয়েছেন বাম ও কংগ্রেস।
এদিন মান্নান বলেন আমপানে লোকদেখানো শাস্তির কথা বলছেন মুখ্যমন্ত্রী, কিন্তু দোষ প্রমাণের পরেও কারোর বিরুদ্ধে কোনো পুলিশি ব্যবস্থা নেওয়া হচ্ছে না। এদিকে এককাঠি এগিয়ে সুজন বাবু বলেন, আগামী বিধানসভা ভোটে তৃণমূল ক্ষমতাচ্যুত হবে তারপর আমপান হোক বা সারোদা নারোদা সাধারণ মানুষই তৃণমূলের থেকে টাকা ফেরত নেবেন।

জানা গেছে সিপিএম থেকে বহিস্কৃত পরে বিজেপি ছেড়ে আসা প্রাক্তন সাংসদ লক্ষণ শেঠ বর্তমানে কংগ্রেসে রয়েছেন। মান্নানের উপস্থিতিতে কংগ্রেস কর্মীদের সাথে আলোচনায় লক্ষণ প্রসঙ্গটি ওঠে। লক্ষণ কে নিয়ে যৌথ কর্মসূচিতে ইতিমধ্যে আপত্তি জানিয়েছে জেলা সিপিএম। জেলা সম্পাদকমণ্ডলীর সদস্য হিমাংশু দাস বলেন উনি যৌথ কর্মসূচি থাকলে সাধারণ মানুষের কাছে নেতিবাচক বার্তা যেতে পারে সেটি আমরা রাজ্য কংগ্রেস নেতৃত্ব কে আগেই জানিয়েছি।

উল্লেখ্য খেজুরির এই কর্মসূচিতে এদিন ছিলেন না লক্ষণ পরে তাকে প্রশ্ন করা হলে তিনি বলেন, এ দিন কি হয়েছে আমি জানিনা আর এই জেলার যৌথ কর্মসূচি নিয়ে কোন মন্তব্য করব না।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!