এখন পড়ছেন
হোম > রাজ্য > জি ডি বিড়লা কাণ্ডে বিতর্কিত রিপোর্ট পেশ এসএসকেএম হাসপাতাল

জি ডি বিড়লা কাণ্ডে বিতর্কিত রিপোর্ট পেশ এসএসকেএম হাসপাতাল


বিশেষজ্ঞ চিকিৎসকদের দিয়ে এ দিন দ্বিতীয় বারের জন্য মেয়েটির শারীরিক পরীক্ষা করা হয়। আর এই নিয়ে একটি রিপোর্ট বেরোয়।হাসপাতাল সূত্রে জানা গিয়েছে,রিপোর্টটি এইরকম –
১. শিশুটি উদ্বেগের শিকার, তবে তার অবস্থা স্থিতিশীল।

২. কোনও সক্রিয় রক্তক্ষরণের (অ্যাক্টিভ ব্লিডিং) চিহ্ন মেলেনি।

৩. শিশুটির যৌনাঙ্গের বাইরেও কোনও ক্ষতচিহ্ন পাওয়া যায়নি, শুধু তার পিছন দিকে সামান্য আঁচড় ছাড়া।

৪.যোনিদ্বারের পর্দা ফাটেনি।

৫. শরীরের অন্য কোনও অংশেও কোনও আঘাতের চিহ্ন দেখা যায়নি।
এছাড়া চিকিৎসকরা জানিয়েছেন যৌন নির্যাতন হয়েছে কি না সেই বিষয়ে ‘মন্তব্য করা যাচ্ছে না’ চিকিৎসকদের মতে সামান্য যে আঁচড় রয়েছে তা যৌন নির্যাতন এমন কথা স্পষ্টভাবে বলা যায় না। তছাড়া ঘটনার ছ’দিন পরে চিহ্ন দেখে কতটা প্রমান পাওয়া যাবে তা নিয়েও সংশয়ী চিকিৎসকের দল। প্রথম দফায় যে পরীক্ষা হয় ঘটনার দিন তাতেও যৌন নির্যাতনের কোনও সরাসরি প্রমাণ মেলেনি বলে হাসপাতাল সূত্রের খবর।সেদিন শিশুটির শারীরিক কিছু অস্বস্তির জন্য তার সব রকম পরীক্ষা করা যায়নি— সে হাল্কা ব্যথার কথা জানিয়েছিল। তাই দ্বিতীয়বার তার পরীক্ষা করা হয়। গত বৃহস্পতিবার রাতে শিশুটির বাবা-মা তাকে ফুলবাগানের একটি নার্সিংহোমে নিয়ে যান সেখান থেকে এসএসকেএমে ভর্তি করা হয়। যদিও শিশুটির বাবা জানিয়েছেন,আবার রক্তক্ষরণ হচ্ছে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!