এখন পড়ছেন
হোম > আন্তর্জাতিক > করোনায় সবথেকে বেশি প্রাণ যাবে ভারতীয় উপমহাদেশেই! আতঙ্ক বাড়িয়ে জানিয়ে দিল ব্রিটিশ সমীক্ষা

করোনায় সবথেকে বেশি প্রাণ যাবে ভারতীয় উপমহাদেশেই! আতঙ্ক বাড়িয়ে জানিয়ে দিল ব্রিটিশ সমীক্ষা

এই মুহূর্তে করানোর আতঙ্ক তাড়া করে বেড়াচ্ছে সারা বিশ্বকে। বিশ্বজুড়ে মাত্রাছাড়া করোনার প্রাদুর্ভাব দেখা দিয়েছে ইতিমধ্যে। সারা বিশ্বে আক্রান্তের সংখ্যা প্রায় প্রতিদিন নতুন রেকর্ড সৃষ্টি করছে। এই পরিস্থিতিতে চিকিৎসকরা ক্রমাগত চেষ্টা করে চলেছেন করোনার এই জয়যাত্রা থামানোর। তার জন্য প্রয়োজন প্রতিষেধক এবং প্রয়োজনীয় ওষুধের। বিশ্বের বিভিন্ন কোণে তাবড় তাবড় চিকিৎসাবিজ্ঞানীরা ও গবেষকরা দীর্ঘদিন ধরে চেষ্টা চালিয়ে যাচ্ছেন করোনার বিরুদ্ধে অস্ত্র জোগাড় করার।

কিন্তু তার মধ্যেই অবাক হয়ে যেতে হচ্ছে বেশকিছু সমীক্ষার ফলাফল শুনে। একদিকে যেমন অবাক হতে হচ্ছে, তেমনই সমীক্ষার ফলাফল শুনে আতঙ্কও প্রবল হারে বৃদ্ধি পাচ্ছে। এবার ব্রিটিশ সমীক্ষায় উঠে এল এ রকমই একটি আতংক সৃষ্টিকারী তথ্য। সমীক্ষায় বলা হয়েছে, আগামী দিনে করোনা আক্রান্ত হয়ে ভারতীয়, পাকিস্তানি এবং বাংলাদেশীদের সবথেকে বেশি মৃত্যু হবে। তবে এই তথ্য নিয়ে অবাক হয়েছে বিশ্বের বিভিন্ন বেশ। কারণ ব্রিটিশরা যতই দাবি করুক সাদা চামড়ার তুলনায় কালো চামড়ার মৃত্যু বেশি। আদতে কিন্তু দেখা যাচ্ছে ফল সম্পূর্ণ উল্টো।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

আর্থসামাজিক বিষয়ের ওপর ভিত্তি করেই এই পরিসংখ্যান পাওয়া গেছে বলে দাবি করা হয়েছে ওই ব্রিটিশ সংস্থার পক্ষ থেকে। ওই সংস্থার পক্ষ থেকে কৃষ্ণাঙ্গ মানুষদের ক্ষেত্রেও একই দাবি করা হয়েছে। এই দাবি ঘিরে বিতর্ক থাকলেও চাঞ্চল্য ছড়িয়েছে যথেষ্টই। বর্ণ বৈষম্যের প্রবল প্রভাব এই সমীক্ষায় উঠে এসেছে বলে দাবি করা হচ্ছে। অন্যদিকে ব্রিটিশ পরিসংখ্যানবিদরা জানাচ্ছেন, কৃষ্ণাঙ্গ মহিলাদের মৃত্যুর সম্ভাবনা 94.3 গুণ বেশি করোনায় এবং কৃষ্ণাঙ্গ পুরুষের ক্ষেত্রে তা 4.2 গুণ বেশি।

একইসঙ্গে এই পরিসংখ্যানবিদরা দাবি করেছেন, যদি কখনো করোনার প্রতিষেধক বের হয়, তাও এইসব উপমহাদেশের মানুষের ওপর কতটা ফলপ্রসূ হবে, তা নিয়ে সন্দেহ থাকবে। এ প্রসঙ্গে ব্রিটিশ বিশেষজ্ঞরা জানিয়েছেন, মিশ্র প্রজাতি এবং চীনাদের তুলনায় ভারতীয়, বাংলাদেশীয়, পাকিস্তানি বংশোদ্ভূতদের মৃত্যুর হার প্রায় দ্বিগুণ। যদিও এই তথ্যকে হেলায় উড়িয়ে দিচ্ছে উপমহাদেশ। বরং এই মুহূর্তে অন্যান্য মহাদেশের তুলনায় ইউরোপ মহাদেশের করোনা আক্রান্তের সংখ্যা যে মাত্রাতিরিক্ত বেশি তা এতদিনে প্রমাণ হয়ে গেছে।

তবে এই মুহূর্তে শুধুমাত্র বিজ্ঞান এবং বিজ্ঞানের ধারক-বাহকরা পৃথিবীকে করোনার হাত থেকে মুক্তি দিতে পারবেন বলেই মনে করা হচ্ছে। এই মুহূর্তে মানব হত্যাকারী করোনার বিরুদ্ধে লড়াইয়ের অস্ত্র আবিষ্কারের দিকে লক্ষ্য রেখে বিজ্ঞান কাজ করে চলেছে। বরাবরের মতো এবারেও আশা করা হচ্ছে, মানবজাতিকে একমাত্র বিজ্ঞানই পারবে এই কঠিন পরিস্থিতি থেকে মুক্তি দিতে। তার থেকেও বড় কথা, অতীত অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে, ভারতই করোনার ক্ষেত্রে প্রতিষেধক বের করতে অগ্রণী ভূমিকা নেবে বলে আশা রাখছে বিশ্বের তাবড় বিষেশজ্ঞ মহল।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!