এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > দেবাঞ্জন কান্ড ঘিরে উত্তপ্ত কটাক্ষ চালাচালি মদন মিত্র ও দিলীপ ঘোষের মধ্যে, এই নিয়ে এবার নতুন বিতর্ক

দেবাঞ্জন কান্ড ঘিরে উত্তপ্ত কটাক্ষ চালাচালি মদন মিত্র ও দিলীপ ঘোষের মধ্যে, এই নিয়ে এবার নতুন বিতর্ক


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – ভুয়ো ভ্যাক্সিনেশন নিয়ে ইতিমধ্যেই তোলপাড় রাজ্যের সর্বত্র। কিছুদিন আগেই কসবা এলাকায় ভুয়ো ভ্যাক্সিনেশন ক্যাম্প ধরা পড়ে। আর সেই সূত্রেই সামনে এসেছে প্রতারক দেবাঞ্জন দেবের নাম। অন্যদিকে যত সময় যাচ্ছে, ততই প্রতারক দেবাঞ্জন দেব সম্পর্কে নতুন নতুন তথ্য সামনে আসছে। সম্প্রতি দেবাঞ্জনের সঙ্গে তৃণমূলের একাধিক নেতাদের ছবি সামনে আসে। আর তাই নিয়ে দুর্নীতি প্রসঙ্গ তুলে সরব রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপি।

আর এবার গেরুয়া শিবিরের অভিযোগের পরিপ্রেক্ষিতে পাল্টা জবাব দিলেন কামারহাটির বিধায়ক মদন মিত্র। কার্যত মদন মিত্র গোটা ঘটনার নেপথ্যে গেরুয়া শিবিরের ষড়যন্ত্রের ইঙ্গিত দিয়েছেন। এক্ষেত্রে উল্লেখ্য, কিছুদিন আগেই রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ প্রকাশ্যেই জানিয়েছিলেন, বিভিন্ন জেলায় দেবাঞ্জন দেবের মতন একাধিক প্রতারক রয়েছে। দিলীপ ঘোষের কথা যে মিথ্যা নয় তা সাম্প্রতিককালে আরও বেশ কিছু প্রতারক ধরা পড়ায় প্রমাণিত।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

অন্যদিকে দিলীপ ঘোষের মন্তব্য উল্লেখ করে মদন মিত্র জানান, গেরুয়া শিবিরের নেতাদের প্রতারকদের কথা জানা খুবই স্বাভাবিক। কারণ তাঁরাই দেবাঞ্জনদের মতো প্রতারক রাজ্যে ঢুকিয়েছে। এমনকি মদন মিত্র দিলীপ ঘোষের মতো বিজেপি নেতাদের পুলিশি জেরার কথাও বলেন। আর তাই নিয়েই রাজনৈতিক মহলে শুরু হয়েছে তীব্র চাঞ্চল্য। অন্যদিকে মদন মিত্র এদিন জানিয়েছেন, প্রশাসনের পক্ষ থেকে সবরকম চেষ্টা করা হচ্ছে অপরাধীদের ধড়ার। এই অপরাধে জড়িতরা দ্রুত ধরা পড়বে বলে তিনি আশ্বাস দেন।

অন্যদিকে মদন মিত্রের বক্তব্যের পরিপ্রেক্ষিতে রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ তাঁকে জোকার বলে তীব্র কটাক্ষ করেছেন। পাশাপাশি মদন মিত্রের কথার যে কোনো গুরুত্বই নেই তাঁর কাছে তাও তিনি স্পষ্ট করে জানিয়েছেন। সবমিলিয়ে দেবাঞ্জন কান্ড ঘিরে এই মুহূর্তে জমজমাট রাজ্য রাজনীতি। আর এই নিয়ে প্রতি মুহূর্তেই ভুয়া ভ্যাকসিন কান্ড ঘিরে চাপানউতোর বাড়ছে রাজ্যের শাসক দল তৃণমূল এবং বিরোধী বিজেপির মধ্যে। এক্ষেত্রে মদন-দিলিপের কটাক্ষ, প্রতি কটাক্ষ সে দিকেই ইঙ্গিত করছে বলে মনে করছে রাজনৈতিক মহল।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!