এখন পড়ছেন
হোম > আন্তর্জাতিক > ভারতীয় ভ্যাকসিনকে স্বীকৃতি, স্বস্তিতে গোটা দেশ! জেনে নিন

ভারতীয় ভ্যাকসিনকে স্বীকৃতি, স্বস্তিতে গোটা দেশ! জেনে নিন


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট –  করোনা ভাইরাসকে আটকাতে ভারতবর্ষে দুই প্রকার ভ্যাকসিন সাধারণ মানুষের মধ্যে দেওয়া হচ্ছে। যার মধ্যে অন্যতম, কোভিশিল্ড এবং কো-ভ্যাকসিন। তবে বিদেশের মাটিতে এই দুই ভারতীয় ভ্যাকসিন ঠিকমত গ্রহণযোগ্য না হওয়ার কারণে যথেষ্ট চাপে পড়ে গিয়েছিলেন ভারতবর্ষের সাধারণ মানুষ। এক্ষেত্রে অন্য দেশে যাওয়ার ক্ষেত্রে তাদেরকে ব্যাপক সমস্যার মুখে পড়তে হত। কিন্তু ভারত এই ব্যাপারে পাল্টা চাপ সৃষ্টি করার কারণেই এবার বিদেশের মাটিতে জায়গা করে নিল কোভিশিল্ড এবং কো-ভ্যাকসিন। আর বিশ্বের অন্যান্য দেশগুলো এই ব্যাপারে ভারতকে সবুজসংকেত দেওয়ার কারনে কিছুটা হলেও স্বস্তি পেল ভারত সরকার।

বস্তুত, বিদেশে গ্রীন পাসের তালিকায় ভারতের দুই ভ্যাকসিনকে জায়গা না দেওয়ার পরেই ভারতের পক্ষ থেকে পাল্টা চাপ সৃষ্টি করা হয়েছিল। যেখানে ভারত সরকারের পক্ষ থেকে ইউরোপের দেশগুলো থেকে যদি ভারতে কেউ আসে, তাহলে তাদের বাধ্যতামূলক কোয়ারেন্টাইনে থাকতে হবে বলে জানিয়ে দেওয়া হয়। স্বাভাবিকভাবেই এই পরিস্থিতিতে ইউরোপ যথেষ্ট চাপে পড়ে যায়। তাই এবার ইউরোপের মোট আটটি দেশ ভারতীয় ভ্যাকসিনকে অনুমোদন দেওয়ার সিদ্ধান্ত নিল। এক্ষেত্রে ভারতবর্ষ থেকে যারা বিদেশের মাটিতে পা রাখছেন, তাদের সঙ্গে যদি ভ্যাকসিনের সার্টিফিকেট থাকে, তাহলে তারা বিদেশের মাটিতে যে কোনো কাজে যেতে পারেন।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

এক্ষেত্রে সেই বিদেশ সরকারের পক্ষ থেকে তাদের ভ্যাকসিনের ব্যাপারে কোনো আপত্তি করা হবে না বলেই জানানো হয়েছে। ইতিমধ্যেই জার্মান দূতাবাসের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছে, ইউরোপীয় ইউনিয়ন অনুমোদিত ভ্যাকসিনের সমতুল্য টিকাকে গ্রহণ করার পক্ষে মত রয়েছে জার্মানির। পাশাপাশি ইস্টোনিয়ার পক্ষ থেকেও ভারত থেকে যারা করোনা ভাইরাসের টিকা নিয়ে তাদের দেশে প্রবেশ করবেন, সেক্ষেত্রে তাদের কোনো আপত্তি নেই বলে জানিয়ে দেওয়া হয়েছে।

পর্যবেক্ষকদের একাংশ বলছেন, অন্যান্য দেশগুলো ভারত সরকারের পক্ষ থেকে দেওয়া টিকা নিয়ে যারা ভিনদেশে পা রাখছেন, তাদের গ্রহণ করার ব্যাপারে সংকোচ বোধ করতে শুরু করেছিল। যার ফলে যথেষ্ট চাপে পড়ে গিয়েছিলেন ভারতবর্ষের মানুষ। যারা বিদেশের মাটিতে শিক্ষা বা অন্যান্য সংক্রান্ত কাজে পাড়ি দেন, তারা কিভাবে নিজেদের কাজকর্ম করবেন, তা নিয়ে তৈরি হয়েছিল বড় প্রশ্ন।

আর এই পরিস্থিতিতে ভারতের পক্ষ থেকে পাল্টা সেই বিদেশ থেকে আসা মানুষদের চাপে রাখার কৌশল গ্রহণ করা হয়েছিল। আর তারপরেই কার্যত সুর নরম করে আটটি দেশ ভারত সরকারের দেওয়া ভ্যাকসিন গ্রহণ করার ব্যাপারে সম্মতি জানিয়ে দিল। যার ফলে যথেষ্ট স্বস্তিতে ভারত সরকার। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!