এখন পড়ছেন
হোম > রাজ্য > উত্তরবঙ্গ > আগামীদিন বাংলা বিজেপির: কৈলাশ, ধর্মতলায় দেড় লাখের বেশি লোক দাঁড়াতে পারেনা : মুকুল

আগামীদিন বাংলা বিজেপির: কৈলাশ, ধর্মতলায় দেড় লাখের বেশি লোক দাঁড়াতে পারেনা : মুকুল


২১ শে জুলাই রাজ্যের রাজধানী শহরে যখন তৃণমূল কংগ্রেসের শহীদ দিবস পালনের অনুষ্ঠাণ চলছে ঠিক সেই সময়েই উত্তরবঙ্গের বালুরঘাটে গেরুয়া শিবিরের দলীয় কর্মীসভা অনুষ্ঠিত হলো। সভায় উপস্থিত ছিলেন বিজেপির রাজ্য পর্যবেক্ষক কৈলাস বিজয়বর্গীয়। এদিনের সভা থেকে রাজ্যের মুখ্যমন্ত্রী সহ শাসক দল তৃণমূল কংগ্রেসকে বাক্যবাণে বিদ্ধ করলেন করলেন বিজেপির এই কেন্দ্রীয় নেতা।

এবার থেকে প্রিয় বন্ধুর খবর পড়া আরো সহজ, আমাদের সব খবর সারাদিন হাতের মুঠোয় পেতে যোগ দিন আমাদের হোয়াটস্যাপ গ্রূপে – ক্লিক করুন এই লিঙ্কে

২১ শে জুলাইয়ের সভা নিয়ে কেন্দ্রীয় বিজেপি নেতা তৃণমূল কংগ্রেস দলকে আক্রমন করে বলেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ২১ শের মঞ্চে উঠলেও ময়দান ফাঁকাই ছিল। এটা এক ধরনের বার্তা, যা বাংলার লোক দিয়েছে আপনাকে। আগামীদিন এই বাংলা ভারতীয় জনতা পার্টির। মা মাটি মানুষ বলে আপনি বাংলাকে ঠকিয়েছেন। আপনার ঠকানোর পালা শেষ!

এদিন সম্প্রতি মেদিনীপুরে বিজেপি দল আয়োজিত প্রধানমন্ত্রীর কৃষক জনসভায় শামিয়ানা ভেঙে উপস্থিত বেশ কয়েকজন মানুষ গুরুতর জখম হন। সেই সময়ে আহত মানুষদের উদ্ধারের জন্যে কোনো প্রশাসনিক কর্মী এগিয়ে আসেনি জানিয়ে রাজ্যের পুলিশ এবং প্রশাসনের বিরুদ্ধে এক রাশ ক্ষোভ উগড়ে দিলেন কৈলাশ বিজয়বর্গীয়।

এছাড়াও গত শুক্রবার লোকসভায় আস্থা ভোটের সময়ে বিজেপি বিরোধীদের জোটবদ্ধ ভোটের থেকে একাই অধিক সংখ্যক ভোট পেয়ে সংখ্যা গরিষ্ঠতা অর্জন করা প্রসঙ্গে তিনি জানান ,এই ঘটনায় আখেরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জনপ্রিয়তা এবং রাজনৈতিক প্রতিপত্তি সর্বসমক্ষে প্রমাণিত হয়েছে।

অন্যদিকে, এদিন বিকেলেই মালদহ জেলায় অন্য আরেক বিজেপি নেতা রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে প্রকাশ্যে সরব হলেন। বিজপি নেতা মুকুল রায় এদিন রাজ্যের মুখ্যমন্ত্রীকে কটাক্ষ করে বলেন, দলের সর্বোচ্চ জায়গা পাওয়ার পর কংগ্রেসের পেছনে ছোরা মেরে তৃণমূল কংগ্রেস দল তৈরি করেছিলেন মমতা – এর জবাবটা আগে মমতা ব্যানার্জি দিক। কংগ্রেস ওঁকে চারবার সাংসদ করেছে, একবার মন্ত্রী করেছে, দলের সর্বোচ্চ জায়গা দিয়েছে। সেই কংগ্রেসের পেছনে ছোরা মেরে নতুন দল তৈরি করেছেন মমতা ব্যানার্জি।

একইসাথে তৃণমূল কংগ্রেস দলকে গদ্দার বা বিশ্বাসঘাতক বলতেও পিছপা হলেন না একদা তৃণমূল কংগ্রেসই অন্যতম শীর্ষনেতা থাকা মুকুল রায়। ২১ শে জুলাইয়ের জনসভায় ধর্মতলায় ঠিক কত মানুষের জমায়েত হয়েছিলো, এই প্রসঙ্গে তাঁকে প্রশ্ন করা হলে তিনি একপ্রকার দায়সাড়া ভাবেই বললেন, অঙ্ক বলছে আজ ধর্মতলায় সব মিলিয়ে দেড় লাখ লোক হয়েছে। এর বেশি লোক ওখানে দাঁড়াতেও পারবে না – অঙ্ক তো আর মিথ্যে হতে পারে না।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!