এখন পড়ছেন
হোম > রাজনীতি > কংগ্রেস > দলীয় প্রার্থীদের হয়ে আর ভোট চাইবেন না অধীর, তৃণমূলকে চ্যালেঞ্জ করে একি কথা বললেন কংগ্রেস নেতা? বাড়ছে গুঞ্জন!

দলীয় প্রার্থীদের হয়ে আর ভোট চাইবেন না অধীর, তৃণমূলকে চ্যালেঞ্জ করে একি কথা বললেন কংগ্রেস নেতা? বাড়ছে গুঞ্জন!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – রাজ্যে এবার প্রধান লড়াই হতে চলেছে তৃণমূল কংগ্রেস এবং ভারতীয় জনতা পার্টির মধ্যে‌। সেদিক থেকে কংগ্রেস এবং বামেরা জোট গঠন করে আইএসএফকে সাথে নিয়ে সংযুক্ত মোর্চা নাম দিয়ে বিভিন্ন জায়গায় এই দুই দলের বিরুদ্ধে লড়াই দিতে তৎপর। সেক্ষেত্রে একদিকে তৃণমূল কংগ্রেসকে যেমন আক্রমণ করছেন সংযুক্ত মোর্চার নেতা নেত্রীরা, ঠিক তেমনই বিজেপিকে কাঠগড়ায় দাঁড় করাচ্ছেন তারা।

এক্ষেত্রে মমতা বন্দ্যোপাধ্যায় ও তৃণমূলের অস্বস্তি বাড়িয়ে দিয়ে রাজ্যে বিজেপিকে আনবার জন্য তৃণমূল সবথেকে বেশি দায়ী বলে দাবি করতে দেখা যাচ্ছে বাম এবং কংগ্রেস নেতাদের। ইতিমধ্যেই করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন প্রদেশ কংগ্রেসের সভাপতি তথা সাংসদ অধীর রঞ্জন চৌধুরী। তবে ভার্চুয়ালি বক্তব্য রাখতে গিয়ে এবার সরাসরি দলীয় প্রার্থীদের ভোট না চাওয়ার চ্যালেঞ্জ তুলে ধরে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে বড় প্রশ্ন ছুড়ে দিলেন প্রদেশ কংগ্রেসের সভাপতি। যে ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়েছে রাজ্য রাজনীতিতে।

সূত্রের খবর, এদিন মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশ্যে কার্যত চ্যালেঞ্জ ছুড়ে দেন প্রদেশ কংগ্রেসের সভাপতি তথা সাংসদ অধীর রঞ্জন চৌধুরী। তিনি বলেন, “হিম্মত থাকলে গর্জে বলুন, আগে বিজেপিকে সাহায্য করে আপনি ভুল করেছেন, এই ভুল আর হবে না। সংসদে সিএএ বিরোধিতায় ভোট দেননি ভাইপোরা? হ্যাঁ কি না বলুন? কাকে এনআরসি আর কাকে এনপিআর বলে, তা আপনারা জানেন না। একটা চ্যালেঞ্জ দিদিভাই, একবার আমার সঙ্গে ভার্চুয়াল প্লাটফর্মে বিতর্ক হোক। আপনি যদি আমার সব প্রশ্নের উত্তর দিতে পারেন, আমাদের আর কোনো প্রার্থীর ভোট চাইব না। চ্যালেঞ্জ নেওয়ার ক্ষমতা আছে অগ্নিকন্যা? আপনি ভীরু! হিম্মত নেই। আসুন আমি তৈরি।”

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

আর অধীর চৌধুরীর এই মন্তব্যে কার্যত শোরগোল পড়ে গিয়েছে রাজ্য রাজনীতিতে। যেভাবে তিনি ষষ্ঠ দফার নির্বাচনের আগে সরাসরি মমতা বন্দ্যোপাধ্যায়কে বিতর্কে বসার চ্যালেঞ্জ ছুড়ে দিলেন, তাতে তৃণমূল নেত্রী এই চ্যালেঞ্জ গ্রহণ করেন কিনা, এখন সেটাই লক্ষণীয় বিষয় সকলের কাছে। অনেকে বলছেন, তৃণমূল এবং বিজেপির মধ্যে এবারের প্রধান লড়াই হওয়ার কারণে কিছুটা হলেও পিছিয়ে পড়েছে সংযুক্ত মোর্চা।

সেদিক থেকে ষষ্ঠ দফার নির্বাচনের আগে এই চ্যালেঞ্জ করে কার্যত খবরের শিরোনামে উঠে আসার চেষ্টা করলেন অধীর রঞ্জন চৌধুরী। এক্ষেত্রে বাম বা কংগ্রেস, প্রতিটি রাজনৈতিক দলের পক্ষ থেকে বারবার অভিযোগ করা হয়েছে, তৃণমূল এবং বিজেপি একে অপরের পরিপূরক। তাই এই পরিস্থিতিতে সরাসরি তৃণমূল নেত্রীকে চ্যালেঞ্জ করে বিতর্কে আসার আহ্বান জানালেন প্রদেশ কংগ্রেসের সভাপতি। যা বর্তমান সময় অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!