এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > পুরমন্ত্রীর নির্দেশের পরেও হল না কাজ, চাপে তৃণমূল!

পুরমন্ত্রীর নির্দেশের পরেও হল না কাজ, চাপে তৃণমূল!

ভোট এলেই জনতা জনার্দনের কাছাকাছি পৌঁছার চেষ্টা করে প্রতিটি রাজনৈতিক দল। সেদিক থেকে পশ্চিমবঙ্গের আসন্ন পৌরসভা নির্বাচনের আগে এখন সাধারণের কাছে পৌঁছতে মরিয়া হয়ে উঠেছে শাসক দল তৃণমূল এবং বিরোধী দল বিজেপি। তবে ভাগ্য যদি কারো সাত না দেয়, তাহলে জনতা জনার্দনের আশা পূরণ করতে পারে না কোনো রাজনৈতিক দল। আর এখন এমনটাই হল কলকাতা পৌরসভার মেয়র তথা তৃণমূল নেতা ফিরহাদ হাকিমের সঙ্গে।

বস্তুত, কলকাতা পৌরসভার মেয়র হওয়ার পর থেকেই জনসাধারণের অভাব-অভিযোগ শুনতে টক টু মেয়র প্রোগ্রাম চালু করেন ফিরহাদ হাকিম। যেখানে সাধারন মানুষ তাদের অভাব, অভিযোগ জানাতে পারেন। আর সাধারণের সেই কথা শুনে সমস্যার সমাধান করেন রাজ্যের পুরমন্ত্রী। সম্প্রতি এই টক টু মেয়র অনুষ্ঠানে ফোন করে একটি পার্কের দুরাবস্থার কথা জানিয়েছিলেন এক ব্যক্তি। যা শুনে সেই অনুষ্ঠানেই রীতিমতো ক্ষোভ প্রকাশ করতে দেখা যায় ফিরহাদ হাকিমকে। এমনকি এই সমস্যা সমাধানের ব্যাপারে আশ্বাস দিতে দেখা যায় তাঁকে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

কিন্তু সেই ঘটনার বহুদিন পেরিয়ে গেলেও এখনও পর্যন্ত এর কোনো নিষ্পত্তি হল না। কিন্তু যেখানে মেয়র নির্দেশ দিলেন, সেখানে কেন এখনও পর্যন্ত পার্ক পর্যবেক্ষণ পর্যন্ত করলেন না বিভাগীয় আধিকারিকরা! এখন তা নিয়েই তৈরি হয়েছে প্রশ্ন। অনেকে বলছেন, সামনেই পৌরসভা ভোট। তাই এখন আর কোনো কাজ সম্ভব হবে না। সেদিক থেকে মেয়র মুখে নির্দেশ দিলে তিনিও জানেন যে, এই কাজ করা এখন সম্ভব হবে না। তাই এই কাজ করা যায়নি। তবে পুরসভার একাংশ আধিকারিক এই কারণ দর্শালেও, অনেকের মনে তৈরি হয়েছে জল্পনা।

বিশেষজ্ঞদের একাংশ বলছেন, শুধু কলকাতা পৌরসভার মেয়র নন, তিনি রাজ্যের পুরমন্ত্রী। তাই তার কড়া নির্দেশের পরেও যতই বাধা থাকুক না কেন, সাধারণ মানুষের কাজ এভাবে আটকে যাবে, তা কখনও সম্ভব! ফলে হয় ইচ্ছেমতই জেনেবুঝে সাধারণ মানুষের কাছে নিজের ভাবমূর্তি ভালো করতে ফিরহাদ হাকিম শুধুমাত্র নির্দেশ দিয়ে রেখেছেন, তা না হলে ফিরহাদ হাকিমের নির্দেশ অমান্য করে পৌরসভা নির্বাচনের মুখে শাসকদলের অস্বস্তি বাড়াতে চেয়েছে পুর আধিকারিকরা। তবে জনতা জনার্দনের কাজ এভাবে পড়ে থাকায় সামনের পৌরসভা নির্বাচনের আগে শাসকদল যে চরম অস্বস্তিতে পড়বে, সেই ব্যাপারে নিশ্চিত রাজনৈতিক মহল।

আপনার মতামত জানান -

ট্যাগড
Top
error: Content is protected !!