এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > করোনা আবহে বড়সড় সুখবর কলকাতাবাসীর জন্য! বিপুল সংখ্যক মানুষের দেহে তৈরী হয়ে যাচ্ছে অ্যান্টিবডি

করোনা আবহে বড়সড় সুখবর কলকাতাবাসীর জন্য! বিপুল সংখ্যক মানুষের দেহে তৈরী হয়ে যাচ্ছে অ্যান্টিবডি


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – বিশ্ব মহামারী করোনার প্রভাবে বিশ্বের বেশির ভাগ দেশের অবস্থা ক্রমাগত ভয়াবহের দিকে যাচ্ছে। এমতাবস্থায় ভারতের করোনা পরিস্থিতিও খারাপের দিকে যাচ্ছে। তবে আশার খবর কিছু সমীক্ষায় দেখা যাচ্ছে যে করোনার অ্যান্টিবডি মানব শরীরে নিজের অজান্তেই তৈরী হয়ে যাচ্ছে। সমীক্ষাতে কি প্রকাশ হয়েছে? সম্প্রতি সেরোলোজিকাল সমীক্ষায় দেখা গিয়েছে যে দিল্লিতে ২২.৮৬ শতাংশ মানুষের মধ্যে করোনা ভাইরাসের প্রতিরোধ ক্ষমতা তৈরি হয়ে গিয়েছে।

এই প্রসঙ্গে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের দাবি যে, দেশের রাজধানী হার্ড ইমিউনিটির দিকে এগোচ্ছ। যা কিছুটা হলেও দেশবাসীর কাছে স্বস্তির খবর। আইসিএমআরের (ICMR) তরফে ছাড়পত্র পেয়ে জুলাইয়ের গোড়ায় বেসরকারি ভাবে করোনার অ্যান্টিবডি পরীক্ষা শুরু করে ভারতীয় ল্যাবরেটরি চেন থাইরোকেয়ার। গত বুধবার সংস্থার ম্যানেজিং ডিরেক্টর আরোকিয়াস্বামী ভেলুমণি দেশের ৬৫ টি শহর থেকে তাঁদের অ্যান্টিবডি টেস্টের রিপোর্ট টুইটারে প্রকাশ করেন।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

৬৫টি শহরের তালিকায় মধ্যে রয়েছে কলকাতা ও হাওড়ার নামও। রিপোর্ট অনুযায়ী কলকাতায় মোট ১,৭২৪ জনের থেকে নমুনা সংগ্রহ করা হয়েছিল তার মধ্যে ৩৫৮ জন, অর্থাৎ কুড়ি শতাংশ মানুষের শরীরেই অ্যান্টিবডি মিলেছে। কলকাতা বাসীদের কাছে যা রীতিমত আনন্দের খবর। এছাড়া হাওড়ায় অ্যান্টিবডির হদিস মিলেছে কলকাতার থেকেও বেশি মানুষের শরীরে (২১.৫%)। অপরদিকে দক্ষিণ ২৪ পরগনায় আক্রান্তের সংখ্যা কম হলেও সেখানে ১৮.২% শতাংশ মানুষই কোনও না কোনও সময়ে করোনার বলি হয়েছেন।

উত্তর ২৪ পরগনায় সেই হার ১৫.৬% এবং বর্ধমানে ১১.৬%। এছাড়া, জুনের শেষে আইসিএমআর-এর সেরো সার্ভের রিপোর্ট জানায়, “কলকাতার ১৪.৩৯ শতাংশ বাসিন্দার শরীরে অ্যান্টিবডি রয়েছে।” থাইরোকেয়ার সরা দেশে মোট প্রায় ৭৪ হাজারেরও বেশি মানুষের শরীরে করোনার অ্যান্টিবডি টেস্ট করছিল। তার মধ্যে ১৩ হাজারের বেশি মানুষের শরীরে অ্যান্টিবডির খোঁজ মিলেছে। যা দেশের সাড়ে ১৬ শতাংশ মানুষের মধ্যে শরীরে এই ভাইরাসের প্রতিরোধ ক্ষমতা তৈরি হয়ে গিয়েছে।

তাই এই সমীক্ষার ফলাফল করোনা পরিস্থিতিতে যথেষ্ট স্বস্তিদায়ক বলে মনে করছে চিকিৎসক বিশেষজ্ঞ মহল। ফলে মনে করা হচ্ছে, দেশবাসীর মধ্যে অনেকই নিজের অজান্তেই করোনা ভাইরাসের প্রকোপে পড়েন আবার নিজের অজান্তেই করোনার প্রকোপ থেকে বেরিয়ে আসেন। তাছাড়া চিকিৎসক বিশেষজ্ঞ মহলের পক্ষ থেকে সাধারণ মানুষের উদ্দেশ্য বারবার বলা হচ্ছে পুষ্টিকর খাদ্য দ্রব্য গ্রহণ এবং নিয়মিত শরীর চর্চা কথা। এছাড়া মাস্ক ব্যবহার ও সামাজিক দূরত্ব বজায় রাখার কথাও বলা হচ্ছে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!