এখন পড়ছেন
হোম > রাজ্য > মালদা-মুর্শিদাবাদ-বীরভূম > খাসতালুকে দীপা দাশমুন্সির “লিড” অনেকটা বাড়িয়ে দিতে বাড়ি বাড়ি গিয়ে প্রচারে ঝড় তুলছেন প্রধান সেনাপতি

খাসতালুকে দীপা দাশমুন্সির “লিড” অনেকটা বাড়িয়ে দিতে বাড়ি বাড়ি গিয়ে প্রচারে ঝড় তুলছেন প্রধান সেনাপতি


2014 সালের লোকসভা নির্বাচনে কংগ্রেসের শক্ত ঘাঁটি বলে পরিচিত এই রায়গঞ্জ লোকসভা কেন্দ্র দখল করেছিল বামেরা। কিন্তু এবার আসন্ন লোকসভা নির্বাচনে এই রায়গঞ্জ লোকসভা কেন্দ্রটি নিজেদের দখলে আনতে এখানে কংগ্রেসের তরফে প্রার্থী করা হয়েছে প্রয়াত কংগ্রেস নেতা তথা রায়গঞ্জের রূপকার হিসেবে পরিচিত প্রিয়রঞ্জন দাশমুন্সির স্ত্রী দীপা দাশমুন্সিকে।

আর প্রার্থী ঘোষণা হওয়ার পর থেকেই সেই দীপা দাশমুন্সিকে জেতাতে আদাজল খেয়ে ময়দানে নেমে পড়েছেন উত্তর দিনাজপুর জেলা কংগ্রেসের সভাপতি মোহিত সেনগুপ্ত। সূত্রের খবর, ইতিমধ্যেই নিজের বিধানসভা কেন্দ্র রায়গঞ্জ থেকে দীপা দাশমুন্সি যাতে রেকর্ড লিড পান, তার জন্য বাড়ি বাড়ি গিয়ে জোর প্রচার শুরু করে দিয়েছেন মোহিতবাবু। প্রসঙ্গত, রায়গঞ্জের বিধায়কের পাশাপাশি রায়গঞ্জ পুরসভার চেয়ারম্যানও ছিলেন এই মোহিত সেনগুপ্ত।

কিন্তু গত পৌরসভা নির্বাচনে কংগ্রেস পরাজিত হওয়ায় চেয়ারম্যান পদ চলে যায় মোহিতবাবুর কাছ থেকে। তবে যদিও বা কংগ্রেসের পক্ষ থেকে বারে বারেই অভিযোগ করে আসা হয়েছে যে, অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচন না হওয়াতেই এই কেন্দ্রে তারা জয় লাভ করতে পারেনি। আর তাই এবারে আসন্ন লোকসভা নির্বাচনে নিজেদের অস্তিত্ব প্রমাণ করতে রায়গঞ্জ বিধানসভা থেকে রেকর্ড লিড দিয়ে কংগ্রেস প্রার্থীকে জেতাতে জোর প্রচারে নেমে পড়েছেন উত্তর দিনাজপুর জেলা কংগ্রেসের সভাপতি মোহিত সেনগুপ্ত বলে মনে করছে রাজনৈতিক মহল।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

এদিন এই প্রসঙ্গে মোহিত বাবু বলেন, “দলের প্রার্থীর হয়ে রায়গঞ্জ পৌরসভায় যতটা বেশি সম্ভব এলাকায় বাড়ি বাড়ি গিয়ে প্রচার চালাচ্ছি। মানুষকে বলছি এবারের নির্বাচন আর বিগত নির্বাচনগুলোর মত হবে না। এবারে কেন্দ্রীয় বাহিনী থাকবে। তাই এই নির্বাচনে নিজের গণতান্ত্রিক অধিকার যাতে সাধারণ মানুষ প্রয়োগ করতে পারেন, তার জন্য সকলের কাছে আবেদন রাখছি।”

রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, আসন্ন লোকসভা নির্বাচনে রায়গঞ্জ লোকসভা কেন্দ্রে দীপা দাশমুন্সির জয় লাভের পেছনে তার মূল সৈনিক হিসেবেই রয়েছেন উত্তর দিনাজপুর জেলা কংগ্রেসের সভাপতি মোহিত সেনগুপ্ত। আর তাইতো এবারে রায়গঞ্জ লোকসভা কেন্দ্র দখলের জন্য সেই মোহিতবাবু দিনরাত এক করে রাজনৈতিক ময়দানে নেমে পড়েছেন। তবে এত কিছু করেও শেষ পর্যন্ত মোহিত সেনগুপ্ত রায়গঞ্জ লোকসভা কেন্দ্রে দলীয় প্রার্থী দীপা দাশমুন্সিকে জেতাতে পারেন কিনা এখন সেদিকেই নজর সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!