এখন পড়ছেন
হোম > জাতীয় > দিল্লির হিংসা এত সহজে ছেড়ে দেবে না কেন্দ্র! হেভিওয়েটের বিরুদ্ধে কড়া পদক্ষেপেই স্পষ্ট চিত্র

দিল্লির হিংসা এত সহজে ছেড়ে দেবে না কেন্দ্র! হেভিওয়েটের বিরুদ্ধে কড়া পদক্ষেপেই স্পষ্ট চিত্র


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – দিল্লির দাঙ্গা নিয়ে গন্ডগোল আজকের নয়, বেশ কয়েক মাস আগের। করোনা‌ পরিস্হিতির আগে থেকেই এনআরসি এবং সিএএ নিয়ে দিল্লিতে শাহীনবাগে চলছিল তীব্র আন্দোলন। তার মধ্যেই হঠাৎ করে গত 23 থেকে 26 শে ফেব্রুয়ারি উত্তর দিল্লিতে জ্বলে ওঠে দাঙ্গার আগুন। তিনদিন পর এই দাঙ্গা থামে। এই ঘটনায় নিহত হন 53 জন। আহত হন 581 জন। দিল্লি পুলিশ জরুরি ভিত্তিতে খোঁজ চালাচ্ছিল ঘটনার পেছনে কারা আছে তাই নিয়ে। এরপরই দিল্লি পুলিশ চার্জশিট জমা দেয়।

যেখানে দেখা যাচ্ছে, রাজনৈতিক জগতের অনেক হেভীওয়েট ব্যক্তির নাম রয়েছে। যেমন সিপিআইএমের সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি, স্বরাজ অভিযানের নেতা যোগেন্দ্র যাদব, ভীম অর্মির প্রধান চন্দ্রশেখর এবং উমর খালিদ সহ আরো বেশ কিছু নেতার। চার্জশিট জমা দেওয়ার পর দিল্লি হিংসায় মদত দেওয়ার অভিযোগে রবিবার 11 ঘণ্টা জেরা করা হয় জেএনইউয়ের প্রাক্তন ছাত্র উমর খালিদকে। আর তারপরেই তাঁকে বেআইনি কার্যকলাপ প্রতিরোধ আইনে মামলা দায়ের করে গ্রেপ্তার করা হয়েছে বলে জানা গিয়েছে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

গত 3 আগস্ট তাঁকে জেরা করে দিল্লি পুলিশ। এরপর রবিবার 11 ঘণ্টা ধরে ম্যারাথন জেরার মুখে পড়েন উমর খালিদ। অবশেষে তাঁকে গ্রেপ্তার করে দিল্লি পুলিশ। উমর খালিদের বিরুদ্ধে অভিযোগ সে দিল্লি হিংসার অন্যতম ষড়যন্ত্রকারী। জেএনইউয়ের প্রাক্তন ছাত্র উমরের বিরুদ্ধে দিল্লি পুলিশের একাধিক অভিযোগ রয়েছে। পুলিশের দাবি, উমার খালিদ শাহীনবাগে উস্কানিমূলক ভাষণ দিয়েছিলেন। আম আদমি পার্টির প্রাক্তন কাউন্সিলর তাহির হোসেনের সঙ্গে মিলে দিল্লিতে দাঙ্গা ষড়যন্ত্র করেছিলেন উমর খালিদ। উমরের মোবাইল বাজেয়াপ্ত করা হয়েছিল আগেই। আর এদিন তাঁকে গ্রেফতার করা হলো দিল্লিতে উস্কানিমূলক মন্তব্য করার কারণে এবং মার্কিন প্রেসিডেন্টের দিল্লি সফর চলাকালীন অশান্তিতে মদত দেওয়ার কারণে।

যদিও দ্বিতীয় অভিযোগটি উমর পুরোপুরি অস্বীকার করেছেন বলে জানা গেছে। দিল্লি পুলিশ সূত্রে জানা গিয়েছে, দিল্লিতে গন্ডগোলের ঘটনায় ধৃত দেবাঙ্গনা কলিতা এবং নাতাশা নারওয়ালকে জেরা করার পর উঠে আসে নাম জয়তী ঘোষ, অপূর্বানন্দ এবং রাহুল রায়ের। অন্যদিকে চার্জশিটে থাকা নাম নিয়ে ইতিমধ্যেই শুরু হয়েছে বিতর্ক। সিপিএম নেতা সীতারাম ইয়েচুরিল নাম থাকায় শুরু হয়েছে তীব্র চাপানউতোর। প্রবল বিতর্কের মুখে দিল্লি পুলিশ সীতারাম ইয়েচুরির নাম চার্জশীট থেকে প্রত্যাহার করে নিয়েছে বলে জানা গেছে। দিল্লি দাঙ্গা নিয়ে যে এত সহজে কেন্দ্রীয় সরকার ছেড়ে দেবেনা, তা রীতিমতো পরিষ্কার। আপাতত দিল্লি দাঙ্গার তদন্ত কোন দিকে মোড় নেয়, সেদিকেই এখন নজর সবার।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!