এখন পড়ছেন
হোম > রাজনীতি > বিজেপি > দিল্লির তলব শুধু কিছু ‘বাছাই করা’ নেতাদের? তীব্র অশান্তির আঁচ বঙ্গ বিজেপির অন্দরমহলে?

দিল্লির তলব শুধু কিছু ‘বাছাই করা’ নেতাদের? তীব্র অশান্তির আঁচ বঙ্গ বিজেপির অন্দরমহলে?


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – 2021 এর বিধানসভা নির্বাচন এগিয়ে আসার সাথে সাথেই তৎপরতা বাড়ছে রাজ্যের রাজনৈতিক দলগুলির। গতকালই একুশে জুলাই এর ভার্চুয়াল মঞ্চ থেকে মমতা বন্দ্যোপাধ্যায় 2021 এর বিধানসভা নির্বাচনে আবার বাংলার মসনদে ফিরে আসার কথা জানিয়েছিলেন বেশ জোরের সঙ্গে। এর সাথেই 2021 এর তৃণমূল সরকার যদি আবার ফিরে আসে তাহলে রাজ্যবাসী যে বিনামূল্যে আজীবন রেশন পাবেন সে কথাও জানান তিনি। আর সেই নিয়ে শুরু হয়েছে তুমুল সমালোচনা রাজনৈতিক মহলে।

মনে করা হচ্ছে, তৃণমূল নেত্রী একুশে জুলাইয়ের মঞ্চ থেকেই 2021 এর বিধানসভা নির্বাচনের প্রচার শুরু করলেন পুরোদমে। গেরুয়া শিবিরের লক্ষ্য প্রথম থেকেই 2021 এর বিধানসভা নির্বাচনে বাংলার মসনদ দখল। সেই উদ্দেশ্যে এবার দিল্লিতে 2021 এর বিধানসভা নির্বাচনের পরিকল্পনা গড়তে ডাক পড়েছে রাজ্য বিজেপির শীর্ষ নেতৃত্বের কয়েকজনের। অন্যদিকে কানাঘুষো শোনা যাচ্ছে, রাজ্যে বিধানসভার নির্বাচন নিয়ে দিল্লির যে পরিকল্পনা চলছে তা নিয়ে ভেতরে ভেতরে অসন্তোষ সৃষ্টি হচ্ছে বিজেপির রাজ্য নেতৃত্বের মধ্যে।

সূত্রের খবর, অমিত শাহের জরুরী তলব পেয়ে দিল্লি অভিমুখে যাত্রা করেছেন ইতিমধ্যে রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ, মুকুল রায়, রাহুল সিনহা ও সুব্রত চট্টোপাধ্যায়। ইতিমধ্যেই দিল্লি পৌঁছে গিয়েছেন সহকারি সম্পাদক কিশোর বর্মন ও অমিতাভ রায়। আরও জানা গিয়েছে, রাজ্যের পাঁচজন সাধারণ সম্পাদকের সঙ্গে বিজেপি কেন্দ্রীয় নেতৃত্ব আলাদা আলাদা বৈঠকে বসবেন এবং সেই বৈঠক আগামী 24 শে জুলাই হবার সম্ভাবনা প্রবল।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

অন্যদিকে পশ্চিমবঙ্গে আগামী বিধানসভা নির্বাচনের পরিকল্পনা নিয়ে বুধবার থেকে শুরু করে তিন দিন টানা বৈঠক চলবে দিল্লীতে। এই বৈঠকে থাকতে পারেন অমিত শাহ এবং জেপি নাড্ডা সহ কৈলাস বিজয়বর্গীয় এবং অরবিন্দ মেনন এছাড়াও জাতীয় সাধারণ সম্পাদক সংগঠন শিবপ্রকাশও থাকতে পারেন বলে জানা গিয়েছে। তেইশে জুলাই কেন্দ্রীয় বিজেপি নেতৃত্ব বৈঠক করবেন উত্তরবঙ্গের জেলা সভাপতি ও সাংসদদের সঙ্গে। সেই হিসেবে এই বৈঠকে হাজির থাকার জন্য ইতিমধ্যে অনেকেই দিল্লি যাবার প্রস্তুতি নিয়েছেন।

তাঁদের মধ্যে রয়েছেন, কুচবিহারের নিশীথ প্রামাণিক, আলিপুরদুয়ারের জন বার্লা, জলপাইগুড়ির জয়ন্ত রায়, দার্জিলিং-এর রাজু বিস্তা, রায়দঞ্জের দেবশ্রী চৌধুরী, বালুরঘাটের সুকান্ত মজুমদার, মালদহ উত্তরের খগেন মুর্মু। অন্যদিকে রাজ্য বিজেপি সূত্রে জানা গিয়েছে, যাঁদেরকে দিল্লি ডাকা হয়নি তাঁদের মধ্যে কিন্তু অসন্তোষ দানা বেঁধেছে। কেন বাছাই করা কয়েকজনকে মাত্র ডাকা হল, সেই নিয়েও উঠেছে প্রশ্ন। তবে এই জরুরি তলব এর ব্যাপারে দিলীপ ঘোষ জানান, বর্তমান করোনা পরিস্থিতির জন্য কেন্দ্রীয় পর্যবেক্ষকরা রাজ্যে আসতে পারবেননা। তাই তাঁদেরকে দিল্লি ডাকা হয়েছে সাংগঠনিক বিষয় নিয়ে আলোচনার জন্য।

এই মুহূর্তে বাংলার রাজনৈতিক কর্মকাণ্ড শুধুমাত্র 2021 এর বিধানসভা নির্বাচনকে ঘিরেই হয়ে চলেছে বলে মত রাজনৈতিক বিশেষজ্ঞদের। রাজ্যে গেরুয়া শিবির ইতিমধ্যেই সংগঠনের জোর বাড়িয়ে তৃণমূল শিবিরকে টেক্কা দেওয়ার পথে। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে গেরুয়া শিবিরে দিল্লির আমন্ত্রণ নিয়ে যে কিছুটা অশান্তি দানা বাঁধছে সে বিষয়ে নিশ্চিত রাজনৈতিক মহলের একাংশরা। তবে এখন দেখার রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ যেভাবে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করেছেন, তাতে আদৌ কোনো ফল হবে কিনা!

আপনার মতামত জানান -

ট্যাগড
Top
error: Content is protected !!