এখন পড়ছেন
হোম > জাতীয় > দেশজুড়ে বনধে বড়োসড়ো ভোগান্তির আশঙ্কা আমজনতার

দেশজুড়ে বনধে বড়োসড়ো ভোগান্তির আশঙ্কা আমজনতার


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট –সংযুক্ত কৃষক মোর্চা আজ দেশজুড়ে বনধ পালন করছে। আজ সকাল ছটা থেকে শুরু করে সন্ধ্যে ছটা পর্যন্ত ১২ ঘন্টার ভারত বনধের ডাক দিয়েছে একাধিক কৃষক সংগঠন। নয়া কৃষি আইনের প্রতিবাদে আজ তাদের এই ভারত বনধ। রাজধানী দিল্লি থেকে শুরু করে দেশের একাধিক স্থানে চলছে বনধ। তাদের বনধ ছাড়াও চাক্কা জ্যাম চলছে অল ইন্ডিয়া ট্রান্সপোর্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের।

কেন্দ্রীয় নয়া কৃষি আইন বাতিলের দাবি জানিয়ে আজ ভারত বনধ কৃষক সংগঠনের। গত, কয়েক মাস ধরে দিল্লি ও দিল্লির সীমান্তে সমবেত হয়েছেন একাধিক বিক্ষুব্ধ কৃষক। কেন্দ্রীয় নয়া কৃষি আইন প্রত্যাহার করা না হলে, আরো তীব্র আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন তারা। আগামী দোসরা অক্টোবর পর্যন্ত তারা শেষ সময়সীমা বেঁধে দিয়েছেন কেন্দ্রীয় নয়া কৃষি আইন বাতিলের। তবে, কেন্দ্রীয় সরকার এই আইন বাতিলে একেবারেই নারাজ।

আজ শুক্রবার কৃষকদের ভারত বনধের কারণে একাধিক স্থানে যান চলাচল ও স্বাভাবিক জনজীবন ব্যাহত। সকাল ছটা থেকে শুরু করে সন্ধ্যে ছটা পর্যন্ত চলছে বনধ। তাদের এই ভারত বনধে তাদের সঙ্গে যোগদান করেছে অল ইন্ডিয়া ট্রান্সপোর্ট ওয়েলফেয়ার এসোসিয়েশন। পেট্রোল-ডিজেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে সিদ্ধান্ত নিয়েছে চাক্কা জ্যাম করার। আজ পাঞ্জাব, হরিয়ানা সহ বেশ কিছু স্থানে কৃষকদেরকে বনধকে কেন্দ্র করে বিক্ষোভ ও অশান্তি ছড়ালো।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

রেল রোকোর ফলে বহু স্থানে ব্যাহত স্বাভাবিক জনজীবন। এ প্রসঙ্গে কৃষক নেতা দর্শন পাল জানিয়েছেন যে, আজ সমস্ত সবজি ও দুধের সরবরাহ বন্ধ রাখা হবে। যানবাহন, বাজার, রেল চলাচল বন্ধ থাকবে। তবে এম্বুলেন্স, দমকল ও জরুরী পরিষেবা বন্ধ থাকবে না বলে, জানিয়েছেন তিনি। তবে, পশ্চিমবঙ্গে এসবের কোন প্রভাব পড়ছে না। নির্বাচন থাকার কারণে পশ্চিমবঙ্গ, তামিলনাড়ু, কেরালা, আসাম,পন্ডিচেরিতে বনধ পালিত হচ্ছে না।

দীর্ঘ সময় ধরে কেন্দ্রিয় নয়া কৃষি আইনের বিরুদ্ধে বিক্ষোভ চলছে আন্দোলনরত কৃষকদের। তবে, গত প্রজাতন্ত্র দিবসের দিনে কৃষক আন্দোলনের যে রূপ লক্ষ্য করেছেন দিল্লিবাসী তথা দেশবাসী, তারপর কৃষক আন্দোলনের প্রতি বিমুখ হয়ে পড়েছেন বহু মানুষ। আজ তার প্রভাব দেখা যাচ্ছে বনধে। আবার, কেন্দ্রীয় কৃষিমন্ত্রী নরেন্দ্র সিং তোমর জানিয়েছেন যে, কৃষকদের স্বার্থের কথা মনে করে, এই আইনের সংশোধন করতে প্রস্তুত আছে কেন্দ্র। তবে, এই আইনে কী সমস্যা রয়েছে? তার জবাব দেননি কোন কৃষক নেতা। তাঁরা এই আইন সম্পূর্ণ বাতিলের দাবিতে বদ্ধপরিকর।

 

 

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!