এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > দেবকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় বিস্ফোরক পোস্ট, সাত সকালেই চমকে দিলেন শুভেন্দু!

দেবকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় বিস্ফোরক পোস্ট, সাত সকালেই চমকে দিলেন শুভেন্দু!


প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- সাম্প্রতিককালে বিভিন্ন সভা থেকে শুভেন্দু অধিকারী দাবি করেছিলেন, ২৩ তারিখ সকাল নটার সময় তিনি এক্স হ্যান্ডেলে ঘাটালের তৃণমূল প্রার্থী দেবকে নিয়ে একটি পোস্ট করবেন। অবশেষে আজ নিজের দেওয়া কথা রেখেছেন রাজ্যের বিরোধী দলনেতা। আর সেই পোস্টে চাঞ্চল্যকর তথ্য উল্লেখ করেছেন। যাকে কেন্দ্র করে রীতিমতো নির্বাচনের আগে চাপের মুখে পড়ে গিয়েছেন তৃণমূল প্রার্থী দীপক অধিকারী ওরফে দেব।

সূত্রের খবর, আজ সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সেখানে একাধিক ডায়েরির পাতা উল্লেখ করেন তিনি। বিরোধী দলনেতার দাবি, গরু পাচারের টাকা নিয়েছিলেন ঘাটালের বিদায়ী সাংসদ তথা এবারের তৃণমূল প্রার্থী দীপক অধিকারী ওরফে দেব। কিন্তু বারবার তিনি সেটা অস্বীকার করেছেন। তবে তার প্রমাণ তিনি এই তথ্য উল্লেখ করে দিয়ে দিলেন।

এক্ষেত্রে বিরোধী দলনেতার আরও অভিযোগ যে, দীপক অধিকারী ওরফে দেব এনামুল হকের ভাইয়ের কাছ থেকে দুবার ২৫ লক্ষ করে মোট ৫০ লক্ষ টাকা নিয়েছেন। স্বভাবতই নির্বাচনের আগে দেবকে নিয়ে শুভেন্দু অধিকারীর এই ধরনের বিস্ফোরক পোস্ট রীতিমতো তৃণমূল নেতৃত্বের অস্বস্তি বাড়িয়ে দিল বলেই মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!