এখন পড়ছেন
হোম > আন্তর্জাতিক > বছর জুড়ে পালিত হতে চলেছে নেতাজি সুভাষচন্দ্র বসুর ১২৫ তম জন্ম বার্ষিকী।

বছর জুড়ে পালিত হতে চলেছে নেতাজি সুভাষচন্দ্র বসুর ১২৫ তম জন্ম বার্ষিকী।


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – নেতাজি সুভাষচন্দ্র বসুর ১২৫ তম জন্ম জয়ন্তী পালনের বিশেষ উদ্যোগ নিল কেন্দ্রীয় সরকার। আগামী ২০২১ সালে নেতাজির ১২৫ তম জন্মবার্ষিকী উপলক্ষে বর্ষব্যাপী নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে নেতাজীর অবদানকে শ্রদ্ধা ও স্মরণের জন্য কেন্দ্রীয় সরকার একটি উচ্চপর্যায়ের কমিটি গঠনের সিদ্ধান্ত নিল। আগামী বছরের ২৩ জানুয়ারি থেকে শুরু হবে বর্ষব্যাপী অনুষ্ঠান।

গতকাল সোমবার কেন্দ্র সরকারের সংস্কৃতি মন্ত্রকের পক্ষ থেকে এ বিষয়টি জানানো হয়েছে। এই উচ্চপর্যায়ের কমিটির সভাপতি হতে চলেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। আগামী বছর নেতাজির জন্ম জয়ন্তী পালনের সঙ্গে সঙ্গে দেশের স্বাধীনতা সংগ্রামে নেতাজীর অবদানের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করা হবে। নেতাজির প্রবল সাহসিকতা, সাম্রাজ্যবাদের বিরোধিতা, দেশের স্বাধীনতায় বিশাল অবদান ও দেশবাসীর মঙ্গল সাধনের প্রচেষ্টা সমস্ত কিছুকে শ্রদ্ধা জানিয়ে বর্ষব্যাপী চলবে নানা অনুষ্ঠান।

নেতাজির ১২৫ তম জন্ম জয়ন্তী পালনের উদ্দেশ্যে গঠিত এই উচ্চপর্যায়ের কমিটিতে সদস্য হিসেবে থাকতে চলেছেন বিশেষজ্ঞ, বিশিষ্ট ইতিহাসবিদ, লেখক নেতাজির পরিবারের সদস্য ও সেইসঙ্গে আজাদ হিন্দ ফৌজ এর সঙ্গে যুক্ত ব্যক্তিত্ব। দেশ ও দেশের বাইরে আজাদ হিন্দ ফৌজ এর সঙ্গে যুক্ত থাকা বিভিন্ন স্থানেও সারা বছর ধরে অনুষ্ঠান পালন ও অনুষ্ঠান সূচি নির্ধারণ করবে এই উচ্চপর্যায়ের কমিটি।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

প্রসঙ্গত, কেন্দ্রীয় সরকার নেতাজিকে সম্মান জানাতে সম্প্রতি বেশকিছু পদক্ষেপ গ্রহণ করেছে। লালকেল্লা, নয়াদিল্লিতে নেতাজির একটি সংগ্রহশালা নির্মাণ করা হয়েছে। যার উদ্বোধন করেছিলেন প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদি। এছাড়া, কলকাতার ভিক্টোরিয়া মেমোরিয়ালে নেতাজীকে নিয়ে একটি স্থায়ী প্রদর্শনী ও নেতাজির বিভিন্ন ঘটনার উপরে লাইট অ্যান্ড সাউন্ড শো এর পরিকল্পনা করা হয়েছে।

ইতিপূর্বে, গত ২০১৮ সালে আন্দামানে নেতাজির হাতে তিরঙ্গা পতাকা উত্তোলনের ৭৫ বর্ষপূর্তি উপলক্ষে অনুষ্ঠিত আয়োজনে যোগদান করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আন্দামান-নিকোবর দ্বীপপুঞ্জের তিনটি দ্বীপের নাম পরিবর্তন করে নেতাজি সুভাষচন্দ্র বসুর নামে রাখা হয়েছিল। আবার, গত ২০১৫ সালে নেতাজি সংক্রান্ত বিভিন্ন ফাইল প্রকাশ করেছিল কেন্দ্রীয় সরকার। ২০১৬ সালের ২৩ শে জানুয়ারি নেতাজি সম্পর্কে কিছু ফাইল প্রকাশ করা হয়েছিল। নেতাজি সংক্রান্ত অপ্রকাশিত ফাইল আবার জনসমক্ষে প্রকাশ করার সিদ্ধান্ত নেয়া হয়েছে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!