এখন পড়ছেন
হোম > জাতীয় > দিলীপ ঘোষ কি সত্যিই রাজ্য সভাপতি হিসেবে সরছেন? মুকুলের পর এবার মুখ খুললেন কৈলাশ, জেনে নিন

দিলীপ ঘোষ কি সত্যিই রাজ্য সভাপতি হিসেবে সরছেন? মুকুলের পর এবার মুখ খুললেন কৈলাশ, জেনে নিন


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট –  সাম্প্রতিককালে নানা মহলে গুঞ্জন তৈরি হয়েছিল যে, পশ্চিমবঙ্গে বিজেপির সভাপতি পদে পরিবর্তন হতে চলেছে। যেখানে সরিয়ে দেওয়া হতে পারে দিলীপ ঘোষকে। যার ফলে বিজেপির অন্দরমহলে ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়েছিল। অনেকে বলেছিলেন, তাহলে কি দিলীপ ঘোষ সরে যাওয়ার পর মুকুল রায় দলের প্রধান কান্ডারী হতে চলেছেন বাংলায়!

তবে এই সমস্ত গুঞ্জনের মাঝেই তাকে কার্যত নস্যাৎ করে দিলেন বিজেপির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক কৈলাস বিজয়বর্গীয়। যেখানে তিনি স্পষ্ট ভাষায় জানিয়ে দিলেন যে, দিলীপ ঘোষকে সভাপতি রেখেই 2021 এর বিধানসভা নির্বাচনে বাংলায় প্রতিদ্বন্দ্বিতা করবে ভারতীয় জনতা পার্টি। স্বাভাবিকভাবেই এতদিন ধরে দিলীপ ঘোষকে নিয়ে যে প্রচার চলছিল, তার সমস্তটাই যে ভিত্তিহীন, তা নিজের বক্তব্যের মধ্য দিয়ে স্পষ্ট করে দিলেন বিজেপি কেন্দ্রীয় নেতা কৈলাস বিজয়বর্গীয়।

প্রসঙ্গত উল্লেখ্য, কিছুদিন আগেই দিলীপ ঘোষের অত্যন্ত ঘনিষ্ঠ বঙ্গ বিজেপির সাধারণ সম্পাদকের পদ থেকে সরিয়ে দেওয়া হয় সুব্রত চট্টোপাধ্যায়কে। আর তারপরেই নানা মহলের তরফে জল্পনা ছড়িয়ে দেওয়া হয়েছিল যে, এবার ডানা ছাটা হতে পারে দিলীপ ঘোষের। স্বাভাবিক ভাবেই এই ঘটনা নিয়ে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে রাজ্য বিজেপির অন্দরমহলে। পরিস্থিতি যখন ক্রমাগত হাতের বাইরে বেরিয়ে যেতে শুরু করে, তখন ময়দানে নামেন মুকুল রায়।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

যেখানে স্পষ্ট ভাষায় তিনি জানিয়ে দেন, দিলীপ ঘোষই রাজ্য সভাপতি থাকবেন এবং তার নেতৃত্বেই 2021 এর বিধানসভা নির্বাচনে লড়াই করবে ভারতীয় জনতা পার্টি। অবশেষে মুকুল রায়ের পাশাপাশি এই ব্যাপারে মুখ খুলে দলের অবস্থান জানিয়ে দিলেন বিজেপির কেন্দ্রীয় নেতা কৈলাস বিজয়বর্গীয়। যেখানে দিলীপ ঘোষই সভাপতি থাকবেন বলে স্পষ্ট ভাষায় জানিয়ে দিতে দেখা গেল তাকে।

এদিন এই প্রসঙ্গে কৈলাস বিজয়বর্গীয় বলেন, “এই জল্পনা বা রটনা সম্পূর্ণ ভিত্তিহীন। বিভ্রান্তি ছড়াতে এবং রাজনৈতিক উদ্দেশ্য চরিতার্থ করতে সুপরিকল্পিতভাবে এই রটনা করা হচ্ছে। আমি স্পষ্ট করে বলে দিতে চাই যে, পশ্চিমবঙ্গ বিজেপির রাজ্য সভাপতি হিসেবে দিলীপ ঘোষকে রেখেই বিধানসভা নির্বাচনে লড়াই করবে। এই নিয়ে কোনো দ্বিমত নেই।” রাজনৈতিক বিশেষজ্ঞরা বলছেন, কার্যত চাপে পড়েই এই মন্তব্য করতে হল বিজেপির কেন্দ্রীয় নেতা কৈলাস বিজয়বর্গীয়কে। কেননা দিলীপ ঘোষকে সরিয়ে দেওয়া নিয়ে যে জল্পনা তৈরি হয়েছিল, তাতে দিলীপ ঘোষের অনুগামীরা কিছুটা হলেও ক্ষুব্ধ ছিলেন।

সামনে বিধানসভা নির্বাচনে যখন তৃণমূলকে সরাতে কার্যত উদ্যোগী ভারতীয় জনতা পার্টি, তখন কোনো এক পক্ষকে যদি এইভাবে খেপিয়ে তোলা যায়, তাহলে ক্ষতির সম্মুখীন হতে পারে দল। তাই সেদিক থেকে এমন কোনো ঘটনা ঘটছে না বলে স্পষ্ট ভাষায় জানিয়ে দিলেন কৈলাস বিজয়বর্গীয়। তবে সত্যি সত্যিই কৈলাসবাবুর এই মন্তব্য বাস্তবায়িত হয়, নাকি দিলীপ ঘোষের রাজনৈতিক ভবিষ্যত নিয়ে অন্য কোনো ঘটনা ঘটে, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!