এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > দিলীপ বাহিনীর নাম পছন্দ নয় কেন্দ্রীয় নেতৃত্বের, নতুন কমিটি তৈরিতে আরও দেরি?

দিলীপ বাহিনীর নাম পছন্দ নয় কেন্দ্রীয় নেতৃত্বের, নতুন কমিটি তৈরিতে আরও দেরি?

গত 2019 সালের লোকসভা নির্বাচনে বাংলায় বিজেপি 18 টা আসন পেয়েছিল শুধুমাত্র নরেন্দ্র মোদির জনপ্রিয়তার ওপর ভিত্তি করে। একথা বিজেপির ছোট, বড়, মেজো সমস্ত স্তরের নেতারাই স্বীকার করে নেন। তবে লোকসভায় সাফল্য পাওয়ার পর বিভিন্ন জায়গায় বিজেপিতে অন্তর্কোন্দল সহ নানা সমস্যা মাথাচাড়া দিতে শুরু করে। সঠিকভাবে সংগঠন না থাকলে, সেই সমস্যা মোকাবিলা যে কার্যত অসম্ভব, তা অনুধাবন করতে শুরু করে ভারতীয় জনতা পার্টি।

লোকসভায় বিজেপি সাফল্য পেলেও, তাদের মূল টার্গেট যে 2021 এর বিধানসভা নির্বাচন, তা বারেবারে স্পষ্ট করে দিয়েছে বিজেপি নেতৃত্বরা। তাই সেদিক থেকে 2021 এর বিধানসভা নির্বাচনে লড়াইয়ে নামতে গেলে এবং তৃণমূলকে কুপোকাত করতে গেলে সংগঠন দিয়েই যে কার্যসিদ্ধি করতে হবে, তা বুঝতে বাকি ছিল না বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের। সম্প্রতি দ্বিতীয়বারের জন্য রাজ্য বিজেপির সভাপতির দায়িত্ব পেয়েছেন দিলীপ ঘোষ। আর দিলীপবাবু দায়িত্ব পাওয়ার পরেই তিনি তার নতুন রাজ্য কমিটি সাজিয়ে নেবেন বলে মনে করা হয়েছিল। তবে এখনও পর্যন্ত বিজেপি তাদের কমিটি গঠন করতে পারেনি।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

কিন্তু সামনেই পৌরসভা নির্বাচন। তাই তার আগে বিজেপির এই নতুন রাজ্য কমিটি গঠন হবে কিনা, তা নিয়ে দলের সর্বস্তরে তৈরি হয়েছে প্রশ্ন। জানা গেছে, রাজ্যে তরফে এই কমিটির জন্য একটি নামের তালিকা দিল্লিতে কেন্দ্রীয় নেতৃত্বের কাছে পাঠানো হয়েছিল। কিন্তু সেখানে বেশ কিছু নাম নিয়ে আপত্তি রয়েছে কেন্দ্রীয় বিজেপির। আর তার ফলেই তৈরি হয়েছে জটিলতা। রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক পদ নিয়ে যে নাম পাঠানো হয়েছে তাতে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের আপত্তি রয়েছে বলে জানা যাচ্ছে।

তবে শুধু নিজেদের আপত্তিতেই থেমে থাকছে না কেন্দ্রীয় বিজেপি, বাংলায় ক্ষমতা দখলের জন্য তারা এতটাই উদগ্রীব যে, কাদেরকে দায়িত্ব দিলে এই রাজ্য কমিটির নেতৃত্বে 2021 এর বিধানসভা নির্বাচনের সাফল্য পাওয়া যাবে, তার জন্য তলায় তলায় খোঁজ খবর নিচ্ছে দিল্লির গেরুয়া শিবির। আর এই কারনেই রাজ্য কমিটি তৈরি করতে আরো বেশ কিছুটা সময় লাগতে পারে বলে দাবি বিজেপির ঘনিষ্ঠ মহলের।

বিশেষজ্ঞরা বলছেন, ইতিমধ্যেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বাংলায় ঘাঁটি গাড়ার কথা জানিয়ে দিয়েছেন। আর তাই বিজেপির যে রাজ্য কমিটি তৈরি হতে চলেছে, সেই কমিটির নেতৃত্বে 2021 এর বিধানসভা নির্বাচন হবে। তাই সেই কমিটিতে যাতে ভালো এবং সাংগঠনিক মুখ রাখা যায়, তার জন্যই বিজেপি কিছুটা হলেও দেরি করে ভালো সিদ্ধান্ত নিতে চাইছে। এখন বিজেপির এই নতুন রাজ্য কমিটি কবে পূর্ণাঙ্গভাবে তৈরি হয় এবং সেই কমিটিতে কারা কারা জায়গা পান, সেদিকেই নজর থাকবে রাজনৈতিক মহলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!