এখন পড়ছেন
হোম > রাজ্য > ‘নিঃস্ব’ মেয়রের উদাহরণ টেনে বিজেপির দিকে ‘পা বাড়ানো’ নেতাদের বার্তা দিলীপ ঘোষের

‘নিঃস্ব’ মেয়রের উদাহরণ টেনে বিজেপির দিকে ‘পা বাড়ানো’ নেতাদের বার্তা দিলীপ ঘোষের


শুক্রবার পশ্চিম মেদিনীপুরের খড়গপুরে বিজেপির দলীয় এক সভায় বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ তৃণমূলের প্রভাব হারানো নেতাদের জন্য দুঃখপ্রকাশ করে অন্য নেতাদের কার্যত সাবধান করলেন। এদিনের সভায় একে একে নাম করে শাসক শিবিরের নেতা ও ঘনিষ্ঠদের সমালোচনায় মুখর হলেন । দিলীপ বাবু বললেন , “একবার শোভন চট্টোপাধ্যায় আর ভারতী ঘোষের অবস্থা দেখুন। শিক্ষা নিন, ওদের অবস্থা দেখে। ভাবুন, আপনাদের জন্য কী অপেক্ষা করে আছে। শোভন চট্টোপাধ্যায়-ভারতী ঘোষরা তো আর কম প্রভাবশালী ছিলেন না, ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছের লোকও। তবু তাঁদের এমন হাল হল! শোভনবাবু তো নাকি নিঃস্ব হয়ে গিয়েছেন। উনি দুটি জেলার সভাপতি, মেয়র, বিধায়ক, তিনটি দফতরের মন্ত্রী- তবু নাকি উনি নিঃস্ব! ” এরপর বিজেপি সভাপতি তৃণমূলের প্রভাব হারানো নেতাদের জন্য সমবেদনা জানিয়ে অন্য নেতাদের সাবধান করে দেন। তিনি বললেন, ” ওঁদের দেখে শিখুন, আপনাদের কী হাল হতে পারে। বুঝুন আপনাদের জন্য কেমন ভবিষ্যত্‍ অপেক্ষা করে আছে, তারপর সিদ্ধান্ত নিন। ‘অনেকে এখন বিজেপি ছেড়ে চলে যাচ্ছে। কিন্তু যাঁরা ছেড়ে যাচ্ছে, তাদের কী অবস্থা হয়, তা দেখবেন। বিজেপি ছে়ড়ে যাঁরা যাবে, তাঁদেরকে পাবলিকও ছেড়ে যাবে। যাঁরা ছেড়ে যাচ্ছে তাঁদের ইতিহাস সবাই জানে। তিনি স্পষ্ট করে দেন, বিজেপির কোনও ক্ষতি হবে না। বিজেপি থেকে যাবে। থাকবে এনডিএ । যাঁরা যাচ্ছেন যান, বহু মানুষ আমাদের সঙ্গে আসার জন্য পা বাড়িয়ে রয়েছেন। একটা নির্বাচন হোক, বুঝতে পারবেন।” এদিন কুণাল ঘোষের পার্থ চট্টোপাধ্যায়ের বাড়ি যাওয়ার বিষয়ে দিলীপ বাবু বললেন , ” আমরা সবকিছু লক্ষ্য রাখছি। কে কোথায় যায়, সব আমাদের নখদর্পণে। ভবিষ্যত্‍ই এর উত্তর দেবে।”

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!