এখন পড়ছেন
হোম > রাজনীতি > বিজেপি > দিলীপকে হিমালয়ের সঙ্গে তুলনা, এবার পদ্মের অস্বস্তি বাড়ালেন হেভিওয়েট বিধায়ক!

দিলীপকে হিমালয়ের সঙ্গে তুলনা, এবার পদ্মের অস্বস্তি বাড়ালেন হেভিওয়েট বিধায়ক!


প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-দিলীপ ঘোষের বক্তব্য নিয়েই এখনো রীতিমত উত্তাল রাজ্য রাজনীতি। বিজেপির এই রাজ্যে বিপুল পরাজয়ের পর এবং নিজে হেরে যাওয়ার পর নাম না করে বর্তমান বিজেপির রাজ্যের ক্ষমতাসীন গোষ্ঠীকে নিশানা করছেন সেই দিলীপ ঘোষ। অনেকে আবার তার পাশেও দাঁড়াচ্ছেন। আর এই পরিস্থিতিতে সেই দিলীপ ঘোষের বক্তব্যে সম্মতি জানিয়ে তাকে হিমালয়ের সঙ্গে তুলনা করলেন বিজেপি বিধায়ক নীলাদ্রিশেখর দানা।

প্রসঙ্গত, প্রতিনিয়ত দিলীপ ঘোষের একের পর এক বিস্ফোরক মন্তব্য রীতিমত অস্বস্তি তৈরি করেছে গেরুয়া শিবিরে। তার বক্তব্যের মধ্যে দিয়ে উঠে এসেছে যে, তাকে হারানোর জন্য চক্রান্ত করা হয়েছে দলের মধ্যে থেকেই। স্বাভাবিকভাবেই এই বিষয় নিয়ে যখন উত্তাল বঙ্গ বিজেপি, ঠিক তখনই সেই দিলীপ ঘোষের পাশে দাঁড়ান বিজেপি বিধায়ক নীলাদ্রিশেখর দানা।

এদিন তিনি বলেন, “দিলীপ ঘোষ হিমালয়ের মত। কিছু ভুল তো নিশ্চয়ই হয়েছে।” অর্থাৎ যে দিলীপ ঘোষ একসময় রাজ্য সভাপতি থাকাকালীন এই রাজ্যে বিজেপির ভোট অনেকটা বেড়েছিল এবং গত লোকসভা নির্বাচন এই দিলীপ ঘোষের নেতৃত্বে প্রচুর সাংসদ পেয়েছিল দল, আজকে সেই দিলীপ ঘোষ রাজ্য সভাপতি না থাকার ফলে অনেক ক্ষতির মুখোমুখি হতে হয়েছে বিজেপিকে বলেই মনে করা হচ্ছে। আর যারা এই কথা মনে করেন, তাদের মধ্যেই অন্যতম হিসেবে নিজের বক্তব্য তুলে ধরে বর্তমান বঙ্গ বিজেপি নেতৃত্বের অস্বস্তি দ্বিগুণভাবে বাড়িয়ে দিলেন এই বিজেপি বিধায়ক বলেই মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!