এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > ডোমপদে আবেদনে উচ্চশিক্ষিতরা! মমতার বিরুদ্ধে বিস্ফোরক দিলীপ!

ডোমপদে আবেদনে উচ্চশিক্ষিতরা! মমতার বিরুদ্ধে বিস্ফোরক দিলীপ!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট –  “রাজ্যে কর্মসংস্থান নেই” এই অভিযোগ বিরোধীদের দীর্ঘদিনের। সম্প্রতি এই ব্যাপারে একটি কঙ্কালসার চেহারা সামনে এসেছে। যেখানে দেখা যাচ্ছে, কলকাতার এনআরএস হাসপাতালে ডোম পদের জন্য যে বিজ্ঞপ্তি জারি করা হয়েছিল, সেখানে ভুরিভুরি আবেদনপত্র জমা পড়েছে। আর এই আবেদনকারীদের মধ্যে শত শত যুবক যুবতী স্নাতক, স্নাতকোত্তর এবং ইঞ্জিনিয়ার পাস করে বসে রয়েছেন।

স্বাভাবিকভাবেই এই ঘটনা প্রকাশ্যে আসার পরেই রীতিমতো বাড়তি হাতিয়ার পড়ে গিয়েছে বিরোধীরা। যেখানে সরকারের পক্ষ থেকে বেকারদের কর্মসংস্থানের জন্য উদ্যোগ নেওয়া হচ্ছে বলে দাবি করা হচ্ছে, সেখানে এই পদে আবেদনের ক্ষেত্রে এত উচ্চশিক্ষিত ব্যক্তিদের লাইন কেন, তা নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেছে একাংশ। আর এবার গোটা বিষয়ে সরব হয়ে রাজ্য সরকারকে কড়া ভাষায় আক্রমণ করলেন বিজেপির রাজ্য সভাপতি তথা সাংসদ দিলীপ ঘোষ।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

সূত্রের খবর, এদিন এই বিষয়ে রাজ্য সরকারকে কড়া ভাষায় আক্রমণ করেন বিজেপি রাজ্য সভাপতি তথা সাংসদ দিলীপ ঘোষ। তিনি বলেন, “যেখানে অষ্টম শ্রেণী পাসের যোগ্যতা লাগবে, সেই পদে চাকরির জন্য একশোর বেশি ইঞ্জিনিয়ার, স্নাতক-স্নাতকোত্তর ছেলেমেয়েরা আবেদন করছেন। তাহলে রাজ্যে চাকরি কোথায় হয়েছে? এই রাজ্যে বেকারত্বের হার 26 শতাংশ। তাহলে আদৌ কিসে এগিয়ে বাংলা? ঋনে এগিয়ে বাংলা? রাজনীতি করতে গিয়ে, বিরোধীদের আটকাতে গিয়ে এই বেকার সমস্যা বেড়ে যাচ্ছে। রাজ্য রসাতলে যাচ্ছে। অথচ মুখ্যমন্ত্রী প্রমোশন চাইছেন।”

অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার বেকার সমস্যার সমাধান করার চেষ্টা প্রতি সময় করছে বলে দাবি করা হচ্ছে। কিন্তু ডোম পদে চাকরির ক্ষেত্রে যেভাবে উচ্চ শিক্ষিত যুবক, যুবতীরা আবেদন করেছেন, তা দেখেই রাজ্যের বেকারত্ব কোথায় গিয়ে পৌঁছেছে, তা তুলে ধরার চেষ্টা করলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। আর বিজেপির রাজ্য সভাপতির এই ইস্যুতে সরব হওয়ার ঘটনাতেই রাজ্য সরকার যে কিছুটা হলেও চাপের মুখে পড়ে গেল, তা বলার অপেক্ষা রাখে না।

পর্যবেক্ষকদের মতে, বর্তমানে বিভিন্ন ইস্যুতে রাজ্য সরকারকে চাপে ফেলার চেষ্টা করছে রাজ্যের বিরোধী দল বিজেপি। বিধানসভার ভেতরে এবং বাইরে বিরোধী দল হিসেবে তারা যে প্রতি সময়ে সরকারের ভুল ভুল ধরিয়ে দেবে, তা বুঝিয়ে দিচ্ছেন দিলীপ ঘোষ থেকে শুরু করে শুভেন্দু অধিকারীরা। আর এই পরিস্থিতিতে এবার গোটা বিষয়ে সরব হয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকে বেনজির ভাবে আক্রমণ করলেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। যদিও বা বিজেপি শাসিত রাজ্যগুলোতে আগে বেকার সমস্যার দিকে নজর দেওয়া উচিত বলে পাল্টা কটাক্ষ ছুড়ে দিয়েছে তৃণমূল কংগ্রেস। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!