এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > দলবদলের জল্পনা চরমে উঠতেই বড়সড় পদক্ষেপ নিতে চলেছেন শুভেন্দু অধিকারী? তীব্র জল্পনা রাজ্যজুড়ে

দলবদলের জল্পনা চরমে উঠতেই বড়সড় পদক্ষেপ নিতে চলেছেন শুভেন্দু অধিকারী? তীব্র জল্পনা রাজ্যজুড়ে


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট –সম্প্রতি রাজনৈতিক মহলে শুভেন্দু অধিকারীকে নিয়ে জোরদার চর্চা চলছে বেশ কিছুদিন ধরেই। অনেকেই দাবি তুলছেন, শুভেন্দু অধিকারী তাঁর অনুগামীদের নিয়ে দল ছাড়তে চলেছেন। অনেকেই আবার বলছেন, দলনেত্রীর সঙ্গে তাঁর দূরত্ব এতটাই বেড়ে গেছে যে, শুভেন্দু অধিকারী এবার দিল্লী পর্যন্ত পৌঁছে গেছেন দলবদলের বৈঠক করতে কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে। এক্ষেত্রে শুভেন্দু অধিকারীর ঘনিষ্ঠরা দাবী করেছেন এভাবে ইচ্ছাকৃতভাবে গুজব ছড়াচ্ছে বিরোধী দল।

বেশকিছু সংবাদমাধ্যমও শুভেন্দু অধিকারীকে নিয়ে জোরদার আলোচনা শুরু করে। যার মধ্যে শুভেন্দু অধিকারীর আগামী রাজনৈতিক জীবন চর্চা চলতে থাকে সব থেকে বেশি। এই অবস্থায় এবার শুভেন্দু অধিকারী কড়া পদক্ষেপ গ্রহণ করতে চলেছেন বেশকিছু সংবাদমাধ্যমের বিরুদ্ধে বলে শোনা যাচ্ছে। শুভেন্দু অধিকারীর সম্পর্কে রাজনৈতিক মহল, সংবাদ মাধ্যম যাই বলুক না কেন, শুভেন্দু অধিকারীর ঘনিষ্ঠ মহল থেকে কিন্তু বারেবারে বলা হচ্ছিল, সব কিছুই গুজব।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

কিন্তু তাও শুভেন্দু অধিকারীকে নিয়ে চর্চা কিছুতেই থামছিলনা। আর তাই এবার রাজ্য পরিবহণ দপ্তরের মন্ত্রী শুভেন্দু অধিকারী নাকি সোজাসুজি দ্বারস্থ হলেন আইনের। এদিন শুভেন্দু অধিকারীর অনুগামীদের অনুরোধ করা হয়েছে, সোশ্যাল মিডিয়ায় ভুলভ্রান্তি ছড়ায় এমন কোন খবর পোস্ট যেন না করা হয়। বলা হচ্ছে, এর ফলে বিজেপি সুবিধা নিচ্ছে। অনেকের মতে, তৃণমূলের সঙ্গে শুভেন্দু অধিকারীর দূরত্বের কথা প্রচার করে একুশের বিধানসভা নির্বাচনের আগে পুরো সুযোগ নিতে চাইছে গেরুয়া শিবির। আর সেক্ষেত্রে তৃণমূলে ফাটল ধরাতে গেরুয়া শিবির অস্ত্র ধরেছে গুজবের।

অন্যদিকে শুভেন্দু অধিকারী জেলা তৃণমূলের সম্পদ সে কথাও বলা হচ্ছে দলের তরফ থেকে। প্রসঙ্গত  এই গুজব শুরু হয়েছে তৃণমূলের সাম্প্রতিক সাংগঠনিক রদবদলের পরেই। তারপর থেকেই বিভিন্ন মহলে দাবি করা হচ্ছে, শুভেন্দু অধিকারীর ডানা ছাঁটা হয়েছে। শুভেন্দু অধিকারী নিজেই এই প্রত্যেকটি ব্যাপার অস্বীকার করেছেন। এতদিন পর্যন্ত অবশ্য তাঁর মুখে কোন কিছু শোনা যায়নি দলের বিরুদ্ধে। বরং তাঁর সাথে নেত্রীর দূরত্ব নিয়ে নিত্যদিন গুজব এমন জায়গায় পৌঁছে যাচ্ছে যে এবার বিপদের সম্ভাবনা দেখা দিচ্ছে। আর তাই এবার শুভেন্দু অধিকারী পদক্ষেপ গ্রহণ করতে চলেছেন বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!