এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > দলীয় বিধায়ককে “ক্রিমিনাল” বলে আক্রমণ, বিস্ফোরক অডিও ক্লিপ ভাইরাল, ব্যাপক চাপে তৃণমূল!

দলীয় বিধায়ককে “ক্রিমিনাল” বলে আক্রমণ, বিস্ফোরক অডিও ক্লিপ ভাইরাল, ব্যাপক চাপে তৃণমূল!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট –   বিভিন্ন সময় তৃণমূলের গোষ্ঠী কোন্দলের ঘটনা সামনে এসেছে। যার জেরে দলকে সঙ্ঘবদ্ধ হিসেবে মানুষের সামনে দাঁড় করাতে কড়া বার্তা দিতে হয়েছে স্বয়ং তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। কিন্তু তারপরেও বিভিন্ন জেলায় তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব তাদেরকে পরাজয়ের মুখে দাঁড় করিয়েছে। তবে 2021 সালের বিধানসভা নির্বাচনে ব্যাপক আসনে জয়লাভ করে গেরুয়া হাওয়াকে রুখে দিয়ে রাজ্যের ক্ষমতা দখল করেছে তৃণমূল কংগ্রেস। কোথাও যাতে কোনো গোষ্ঠী কোন্দল না হয়, তার জন্য এখন সদা সচেষ্ট ঘাসফুল শিবির। কিন্তু তার মাঝেই মালদহ জেলা তৃণমূলের এক নেতার ফোনে কথোপকথন রীতিমত ভাইরাল হয়ে গেল।

যেখানে দলের এক কর্মীকে জেলা তৃণমূলের এক নেতা বলছেন, “এলাকায় যে তৃণমূল প্রার্থী হয়েছেন, তিনি একজন ক্রিমিনাল।” পাশাপাশি সেই তৃণমূল প্রার্থী তথা বর্তমান তৃণমূল বিধায়কের বিরুদ্ধে ব্যাপক দুর্নীতির অভিযোগ করেও সরব হতে দেখা গেছে তৃণমূল নেতা আমিনুল হককে। স্বাভাবিক ভাবেই নির্বাচনের ফলাফল প্রকাশ হওয়ার পর যখন বেশ কিছু দিন পেরিয়ে গেছে, তখন এই ধরনের অডিও ক্লিপ সামনে আসায় তৃণমূলের অন্তর্কলহ প্রকাশ্যে চলে এল বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।

সূত্রের খবর, ইতিমধ্যেই একটি অডিও ক্লিপ ভাইরাল হয়েছে। যেখানে মালদহের হরিশ্চন্দ্রপুরের বর্তমান তৃণমূল বিধায়ক তজমুল হোসেন সম্পর্কে একটি বিস্ফোরক মন্তব্য করতে শোনা যাচ্ছে জেলা পরিষদের সদস্য মমতাজ বেগমের স্বামী আমিনুল হককে। এক কর্মীকে তিনি বলেন, “এলাকায় যে তৃণমূল প্রার্থী, সে একজন চামার। একজন ক্রিমিনাল, দুর্নীতিবাজ। বন্যা ত্রাণের কোটি কোটি টাকা আত্মসাৎ করেছেন। বাংলা আবাস যোজনায় যে 200 থেকে 500 কোটি টাকা আসবে, তাও আত্মসাৎ করবে।” যদিও বা এই অডিও ক্লিপের কোনো সত্যতা যাচাই করেনি প্রিয়বন্ধু বাংলা। কিন্তু বর্তমানে এই অডিও ক্লিপকে কেন্দ্র করে রীতিমত শোরগোল পড়ে গিয়েছে মালদহ জেলা তৃণমূলের অন্দরমহলে।

পাশাপাশি গোটা ঘটনাকে হাতিয়ার করে তৃণমূলের বিরুদ্ধে সরব হতে দেখা গেছে ভারতীয় জনতা পার্টিকে। নির্বাচনের পরে তৃণমূল যখন তাদের এত আসনে জয় নিয়ে কার্যত উচ্ছ্বসিত, ঠিক তখনই মালদহ জেলা তৃণমূলের এক নেতার পক্ষ থেকে এক বিধায়ক সম্পর্কে এই ধরনের বিস্ফোরক উক্তি শাসকদলের যথেষ্ট মাথাব্যথার কারণ হয়ে দাঁড়াল বলেই মত বিশেষজ্ঞদের।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

এদিন এই প্রসঙ্গে মালদহ জেলা তৃণমূলের সাধারণ সম্পাদক বুলবুল খান বলেন, “ভোটের আগেই অডিও ক্লিপ আমাদের হাতে এসেছিল। আমরা প্রশান্ত কিশোরের টিমকে দিয়েছিলাম। তারা সবটাই খতিয়ে দেখেছিল।” যদিও বা তার বিরুদ্ধে ওঠা অভিযোগ সম্পূর্ণরূপে অস্বীকার করেছেন তৃণমূল নেতা আমিনুল হক। এদিন তিনি বলেন, “ভোটে আমার অঞ্চল থেকে যে হারে লিড দিয়েছে তজমুলকে, তারপরেও মানুষ আমাদের গোষ্ঠীদ্বন্দ্বের কথা ভাবে কি করে! এসব আমার বিরুদ্ধে ষড়যন্ত্র। এই অডিও ক্লিপে আমার একটাও গলা নেই।” যদিও বা গোটা বিষয়ে তৃণমূলকে কটাক্ষ করতে ছাড়ছে না ভারতীয় জনতা পার্টি।

এদিন এই প্রসঙ্গে জেলা বিজেপির সম্পাদক কিষান কেডিয়া বলেন, “তৃণমূল দলটা গোষ্ঠীদ্বন্দ্ব আর কাটমানিতে ভরা। এই অডিও ক্লিপটা দেখেই মানুষ শিক্ষা নেবে। তারপর তৃণমূলকে সরিয়ে আমাদের ক্ষমতায় আনবে।” অর্থাৎ ব্যাপক জয়লাভের মাঝেও তৃণমূলের অন্দরমহল কিন্তু অডিও ক্লিপ নিয়ে এখন ব্যাপক দুশ্চিন্তার বাতাবরণ তৈরি হয়েছে। প্রকট হয়ে উঠেছে গোষ্ঠীদ্বন্দ্বের সম্ভাবনা।

যেভাবে তৃণমূলের বর্তমান বিধায়ক সম্পর্কে বিস্ফোরক মন্তব্য করেছেন এক তৃণমূল নেতা, তাতে শাসকদলের গোষ্ঠীদ্বন্দ্ব মালদহ জেলাতে যে দিনকে দিন প্রকট হচ্ছে, সেই ব্যাপারে নিশ্চিত বিশেষজ্ঞরা। সব মিলিয়ে ভাইরাল এই অডিও ক্লিপের পরিপ্রেক্ষিতে তৃণমূলের পক্ষ থেকে কি পদক্ষেপ গ্রহণ করা হয়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!