এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > দলদাস প্রশাসন ছাড়া কাজ করতে অপারগ মমতা? শেষমেষ নবান্ন থেকে জারি বড় নির্দেশিকা!

দলদাস প্রশাসন ছাড়া কাজ করতে অপারগ মমতা? শেষমেষ নবান্ন থেকে জারি বড় নির্দেশিকা!


 

প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- এই রাজ্যের মুখ্যমন্ত্রী দলদাস প্রশাসন এবং আধিকারিকদের ছাড়া যে এক ফোঁটাও কাজ করতে পারেন না, সেটা আবার স্পষ্ট হয়ে গেল। অন্তত তেমনটাই দাবি করছে বিরোধীরা। আজ নবান্নের পক্ষ থেকে একটি বড় নির্দেশিকা জারি করা হয়েছে। আর তার পরিপ্রেক্ষিতে বিরোধীদের পক্ষ থেকে বলা হচ্ছে, এটাই সবথেকে বড় প্রমাণ যে, এই রাজ্যের মুখ্যমন্ত্রী সম্পূর্ণরূপে নিজের দলদাস আধিকারিকদের ওপর নির্ভরশীল।

সূত্রের খবর, আজ নবান্নের পক্ষ থেকে একটি নির্দেশিকা জারি করা হয়েছে। যেখানে ভোটের আগে পূর্ব মেদিনীপুরের জেলাশাসক পূর্ণেন্দু মাঝিকে বীরভূমে বদলি করেছিল নির্বাচন কমিশন। আর তাই এবার সেই পূর্ণেন্দু মাঝিকে আবার পূর্ব মেদিনীপুরের জেলা শাসকের পদে ফিরিয়ে আনা হলো বলে নির্দেশিকা জারি করেছে রাজ্য সরকার।

স্বাভাবিকভাবেই একাংশের প্রশ্ন যে, এই রাজ্যের মুখ্যমন্ত্রী তো বলেন যে, তিনি কোনো পুলিশ প্রশাসনকে পরিচালনা করেন না। কিন্তু নির্বাচন কমিশন যখন ভোটের মধ্যে এই ধরনের সিদ্ধান্ত নিল, তখন আবার কেন সেই পূর্ব মেদিনীপুরের জেলাশাসক পদে ফিরিয়ে আনা হলো সেই পূর্ণেন্দু মাঝিকে? আসলে তিনি এই সরকারের কথামত সব নির্দেশ পালন করে নিজেকে দলদাস হিসেবে প্রতিষ্ঠিত করেছেন। সেই কারণেই তার মাধ্যমে মেদিনীপুরকে দখল করে বিরোধীদের প্রতি আবার ষড়যন্ত্র মূলক আচরণ করতেই এই সিদ্ধান্ত নিয়েছে নবান্ন বলেই দাবি করছে বিরোধীরা।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!