এখন পড়ছেন
হোম > রাজনীতি > বিজেপি > সোমবারের অনুপস্থিতির পর আবার মিছিলে অংশগ্রহণ করতে চলেছেন শোভন চট্টোপাধ্যায়

সোমবারের অনুপস্থিতির পর আবার মিছিলে অংশগ্রহণ করতে চলেছেন শোভন চট্টোপাধ্যায়


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট –  গত সোমবার বিজেপির মেগা রোডশোয়ে অনুপস্থিত ছিলেন শোভন চট্টোপাধ্যায়। যে ঘটনায় তীব্র বিতর্ক ছড়ায়। মিছিলে শোভন চট্টোপাধ্যায়ের অনুপস্থিতির পর তাঁর সঙ্গে দলের সম্পর্ক নিয়ে নানা প্রশ্ন উঠতে শুরু করে। শেষ পর্যন্ত বৈশাখী বন্দ্যোপাধ্যায় তাঁদের মিছিলে অনুপস্থিতির কারণ তুলে ধরেন। এরপর গতকাল মঙ্গলবার রাতেই শোভন চট্টোপাধ্যায় ও বৈশাখী বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বিজেপি নেতৃত্বের একটি বিশেষ বৈঠক হয়। এই বৈঠকের পর জানা গেছে আগামী সপ্তাহে আবার একটি মিছিল বের করতে চলেছে বিজেপি। যেখানে উপস্থিত থাকবেন শোভন চট্টোপাধ্যায় ও বৈশাখী বন্দ্যোপাধ্যায়।

গত সোমবার বিজেপির মিছিল শুরু হবার কিছু আগেই বৈশাখী বন্দ্যোপাধ্যায়কে বিজেপি পার্টি অফিস থেকে ফোন করে মিছিলে যোগদান না করার বিষয়ে জানানো হয়। জানানো হয়, শোভন চট্টোপাধ্যায়কে নিয়েই এই মিছিল। তাই এই মিছিলে তাঁকে অংশগ্রহণ না করতে নির্দেশ দেওয়া হয়। বৈশাখী বন্দ্যোপাধ্যায় মিছিলে না আসায় শোভন চট্টোপাধ্যায়ও মিছিলে যোগদান করা থেকে বিরত থাকেন। পরবর্তীতে বৈশাখী বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন যে, তিনি অসুস্থ ছিলেন, তাঁর অসুস্থতার কারণে মিছিলে যেতে পারেননি শোভন চট্টোপাধ্যায়। মিছিলে অনুপস্থিতির জন্য ক্ষমাও চেয়েছেন বৈশাখী বন্দ্যোপাধ্যায় গতকাল।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

এরপর গতকাল মঙ্গলবার শোভন চট্টোপাধ্যায়ের সঙ্গে বিজেপির একটি সাংগঠনিক বৈঠক চলে। বিজেপি সূত্রে জানা গেছে নির্বাচনের রণকৌশল ও দলের কার্য পরিচালনা বিষয়ে আলোচনা হয়েছে এই বৈঠকে। বিজেপি নেতা দেবজিৎ সরকার জানিয়েছেন যে, নির্বাচনের রণকৌশল নির্ধারণ করতেই এই বৈঠক।
গতকালের বৈঠকের পর জানা গেছে যে, আগামী সপ্তাহে কলকাতায় আবার একটি মিছিল বের করতে চলেছে বিজেপি এই মিছিলে যোগ দিতে চলেছেন শোভন চট্টোপাধ্যায় ও বৈশাখী বন্দ্যোপাধ্যায়।

আবার চলতি সপ্তাহে শোভন চট্টপাধ্যায়ের সঙ্গে বেশকিছু গুরুত্বপূর্ণ বৈঠক চলবে দক্ষিণ ২৪ পরগনা জেলা বিজেপির একাধিক নেতার। তাঁর সঙ্গে আলোচনায় বসতে পারেন অনেকেই। বিজেপির সাংগঠনিক সাধারণ সম্পাদক অমিতাভ চক্রবর্তী এই সপ্তাহেই তাঁর সঙ্গে আলোচনায় বসতে পারেন। শোভন চট্টোপাধ্যায় এই সপ্তাহেই পেতে পারেন তাঁর বিজেপি সদর দপ্তরের অফিসঘর। তবে, এরমাঝেই আবার তাঁর ফ্লাটে দেখা গিয়েছে বেশকিছু তৃণমূল নেতার উপস্থিতি। যারফলে জল্পনা বাড়ছে রাজনীতি মহলে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!