এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > দলনেত্রী ও মুখ্যমন্ত্রীর পাশাপাশি আরও একটি নতুন দায়িত্বভার কাঁধে তুলে নিলেন মমতা ব্যানার্জ্জী

দলনেত্রী ও মুখ্যমন্ত্রীর পাশাপাশি আরও একটি নতুন দায়িত্বভার কাঁধে তুলে নিলেন মমতা ব্যানার্জ্জী


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – মুখ্যমন্ত্রীর পাশাপাশি এবার নতুন দায়িত্ব দেওয়া হল তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর। তাঁকে আজকে সংসদীয় কমিটির চেয়ারপার্সন ঘোষণা করা হয়েছে। এ প্রসঙ্গে সাংবাদিকদের জানিয়েছেন রাজ্যসভার সাংসদ ডেরেক ও’ব্রায়েন। তিনি জানান, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সাতবারের সাংসদ। সেক্ষেত্রে তাঁর সংসদীয় রাজনীতির জ্ঞান বা অভিজ্ঞতা বর্তমান সাংসদদের কাজে লাগবে। তাই সর্বসম্মতিক্রমে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে সংসদীয় কমিটির চেয়ারপার্সন ঘোষণা করা হয়েছে।

অন্যদিকে আরেক সাংসদ শুখেন্দু শেখর রায় এদিন জানিয়েছেন, বৃহস্পতিবার তৃণমূল কংগ্রেসের সংসদীয় কমিটির বৈঠক হয়েছে এবং সেই বৈঠকে সর্বসম্মতিক্রমে মমতা বন্দ্যোপাধ্যায়কে দলের সভানেত্রীর পাশাপাশি তৃণমূল সংসদীয় কমিটির চেয়ারপার্সনের দায়িত্ব তুলে দেওয়া হচ্ছে। প্রসঙ্গত, আগামী 26 শে জুলাই দিল্লি যেতে চলেছেন মুখ্যমন্ত্রী। রাজধানী সফরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে তিনি দেখা করবেন এটুকু নিশ্চিত ভাবে জানা গেছে। তবে প্রধানমন্ত্রীর পাশাপাশি তিনি রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের সঙ্গেও দেখা করতে পারেন  বলে খবর।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

পাশাপাশি মোদি বিরোধী রাজনীতিকে হাওয়া দিতে বা বলা যায় বিরোধী জোটকে আরও জোরদার করার ইস্যুতে বিরোধী জোটের সঙ্গেও তিনি বৈঠক করতে পারেন। কার্যত সংগঠন বাড়ানোর লক্ষ্যে বাংলার বাইরে বিভিন্ন রাজ্যে এবার একুশে জুলাই শহীদ দিবস পালন করা হয়েছে। এই পরিস্থিতিতে সর্বভারতীয় রাজনীতিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দিল্লি আসা যথেষ্ট উল্লেখযোগ্য ঘটনা বলে মনে করা হচ্ছে। তবে দিল্লী সফরের আগেই বড় দায়িত্ব তৃণমূল নেত্রীর ওপর।

সংসদীয় কমিটির চেয়ারপার্সন হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম ঘোষণা সর্বভারতীয় রাজনীতিতে তাঁর গুরুত্ব আরো বেশ কিছুটা বাড়িয়ে দিলো বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। মোদী বিরোধী লড়াইয়ের ক্ষেত্রে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একইসাথে এতগুলি দায়িত্ব কিভাবে সামলান, সেদিকে যেমন নজর থাকবে, ঠিক সেভাবেই সর্ব ভারতীয় রাজনীতিতে মমতা ব্যানার্জ্জী তাঁর গুরুত্ব কতখানি বাড়িয়ে নিতে সক্ষম হবেন দিল্লি অভিযানে, সেটাও দেখার।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!