এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > এবার রাজ্য তৃণমূলে আসছে বড় পরিবর্তন দলনেত্রীর নির্দেশে, জল্পনা বাড়ছে

এবার রাজ্য তৃণমূলে আসছে বড় পরিবর্তন দলনেত্রীর নির্দেশে, জল্পনা বাড়ছে


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – একুশের বিধানসভা নির্বাচনের পর থেকেই তৃণমূল একাধিক পরিবর্তন এনেছে দলীয় স্তরে। অন্যদিকে তৃণমূল নেত্রী ইঙ্গিত দিয়েছেন, আরো বেশ কিছু পরিবর্তনের। সেই অনুযায়ী এবার সাংগঠনিক শক্তি মজবুত করতে বেশকিছু জেলাকে ভাগ করে দেওয়া হবে। কার্যত এবার এই সিদ্ধান্তে সীলমোহর দিলেন তৃণমূলের শীর্ষ নেতৃত্ব। একুশের বিধানসভা নির্বাচনের পর থেকেই তৃণমূলনেত্রী 24 এর লড়াই এর সূত্রপাত করে দিয়েছেন। কার্যত তাঁর লক্ষ্য মোদি শাসনের অবসান। আর সেই লক্ষ্যে তিনি ইতিমধ্যেই বিরোধী জোট মজবুত করতে বার্তা দিয়েছেন। যদিও তাই নিয়ে বিশেষ মাথা ঘামাতে রাজি নয় গেরুয়া শিবির।

অন্যদিকে তৃণমূল নেত্রী চব্বিশের লড়াইয়ে জাতীয় স্তরে মোদি বিরোধী জোট শক্তপোক্ত করার সাথে সাথে রাজ্যে দলের সাংগঠনিক জোর বাড়াতে আগ্রহী। আর তাই এবার জেলা ভিত্তিক সংগঠন মজবুত করাই নেত্রীর লক্ষ্য। কার্যত এবার বড় জেলাগুলিকে ভেঙে ছোট সাংগঠনিক জেলায় পরিণত করা হবে বলে জানা যাচ্ছে। এক্ষেত্রে তৃণমূল নেত্রী ঘনিষ্ঠমহলে জানিয়েছেন, বুথ ভিত্তিক সংগঠন শক্তিশালী না হলে 2024 এর লড়াই কিন্তু এত সহজ হবেনা। সূত্রের খবর, দুই 24 পরগনা, মুর্শিদাবাদ, হাওড়া, পশ্চিম মেদিনীপুরের মত বড় জেলাগুলি এবার সাংগঠনিক স্তরে ভাঙা হবে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

এক্ষেত্রে তৃণমূল নেতৃত্বের একাংশের মতে, বড় জেলায় একজন দায়িত্বে থাকলে খুব স্বাভাবিকভাবেই তিনি জেলার সর্বত্র সাংগঠনিক কাজে মনোনিবেশ করতে পারেননা। তাই এবার দলের সমস্ত স্তরের নিয়ন্ত্রণ বজায় রাখতে এবং বড় জেলাকে ছোট ছোট সাংগঠনিক জেলায় ভাগ করতে হবে। কার্যত রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে, তৃণমূল নেত্রীর এই সিদ্ধান্ত দুভাবে কাজ করবে। এক, সংগঠন এক্ষেত্রে মজবুত হবে। দুই, গোষ্ঠীদ্বন্দ্ব অনেকটাই নিয়ন্ত্রিত হবে।

পাশাপাশি তৃণমূলের ‘এক ব্যক্তি এক পদ’ নীতি এবার কার্যকর হতে চলেছে। সেক্ষেত্রে দলের অনেক তরুণ-তরুণী সাংগঠনিক পদ পেতে পারেন বলে মনে করা হচ্ছে। সব মিলিয়ে বিশেষজ্ঞরা মনে করছেন, তৃণমূলকে আগামীর লক্ষ্যে এবার ঢেলে সাজানো হবে। এবং সর্বোপরি দলের সাংগঠনিক শক্তি বাড়ানোই যে মূল লক্ষ্য, তা নিয়ে কোন সন্দেহ নেই। আগামীদিনের লড়াইতে বিজেপিকে যাতে পরিপূর্ণভাবে চাপে ফেলা যায় এখন সেদিকেই নজর তৃণমূলের।

আপনার মতামত জানান -

ট্যাগড
Top
error: Content is protected !!