এখন পড়ছেন
হোম > অন্যান্য > চাকরি > শীঘ্রই ৪০ লক্ষ চাকরির সুযোগ, টেলিকম মন্ত্রকের ঘোষণায় বাড়ছে আশা

শীঘ্রই ৪০ লক্ষ চাকরির সুযোগ, টেলিকম মন্ত্রকের ঘোষণায় বাড়ছে আশা

টেলিকম মন্ত্রকের তরফ থেকে প্রকাশিত একটি খসড়া নীতি থেকে একগুচ্ছ খুশির খবর সাধারণ ভারতীয়দের জন্য। ওই খসড়া নীতি থেকে জানা যাচ্ছে, শীঘ্রই ভারতে প্রচুর চাকরির সুযোগ তৈরি হচ্ছে। ২০২২ সালের মধ্যে অন্তত ৪০ লক্ষ ছেলেমেয়ের নতুন কর্মসংস্থান হতে চলেছে টেলিকম মন্ত্রকের তরফ থেকে, এরজন্য বিনিয়োগ হবে ১০০ বিলিয়ন ডলার। এছাড়া প্রত্যেক নাগরিক পেতে চলেছে ৫০ এমবিপিএস ইন্টারনেট স্পীড। এছাড়াও প্রত্যেক গ্রাম পঞ্চায়েতে ২০২০ এর ভিতরই দেওয়া হবে ১ জিবিপিএস কানেক্টিভিটি এবং ১০ জিবিপিএস স্পীড।

আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

এ প্রসঙ্গে ‘সেলুলার অপারেটিং অ্যাসোসিয়েশান অফ ইন্ডিয়া’ র ডিজি রাজন ম্যাথু জানান যে একদিকে যেমন একাধিক সংস্থা ইন্ডাস্ট্রি ছাড়ছে তেমনই রিলায়েন্স জিও ৮০,০০০ নতুন চাকরির ঘোষণা করেছে। এছাড়া পর্যাপ্ত পরিমান এলাকায় পরিষেবা দেওয়ার জন্য ভোডাফোন ও আইডিয়া যৌথ উদ্যোগে ব্যবস্থা নিচ্ছে। সেক্ষেত্রে প্রচুর ডেটা অ্যানালিটিক্স জানা লোকের চাকরি হবে। কাস্টমারদের অভিযোগ সামলাতেও প্রয়োজন হবে প্রচুর এই ব্যাপারে অভিজ্ঞ লোকের। ফলে সবমিলিয়ে খুশির দিন আসতে চলেছে চাকরি প্রার্থী ছেলেমেয়েদের জন্য।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!