এখন পড়ছেন
হোম > জাতীয় > লোকসভা নির্বাচন নিয়ে সামনে এল নতুন সমীক্ষা – জেনে নিন কে আসতে চলেছে ক্ষমতায়

লোকসভা নির্বাচন নিয়ে সামনে এল নতুন সমীক্ষা – জেনে নিন কে আসতে চলেছে ক্ষমতায়


আর কয়েকমাসের মধ্যেই গোটা দেশজুড়ে অনুষ্ঠিত হতে চলেছে লোকসভার সাধারণ নির্বাচন। কেন্দ্রে আবার নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হিসাবে ফিরে আসবেন নাকি রাহুল গান্ধীর হাত ধরে কামাল দেখাবে কংগ্রেস নাকি মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রস্তাবিত ফেডারেল ফ্রন্ট করবে বাজিমাত – এই নিয়ে জল্পনার অন্ত নেই।

এরই মাঝে ‘ওয়ার রুম স্ট্রাটেজি’ ও ‘ইউটোপিয়া কনসাল্টিং’ নামে দুটি সংস্থা যৌথভাবে একটি জনমত সমীক্ষা সামনে নিয়ে এল। এই দুই সংস্থার করা জনমত সমীক্ষা ইতিমধ্যেই দেশের বিভিন্ন নামী টিভি চ্যানেলে সম্প্রচারিত হয়েছে। আসুন দেখে নেওয়া যাক এই সমীক্ষা থেকে কি উঠে আসতে চলেছে –

প্রাপ্ত আসন সংখ্যার নিরিখে –
আঞ্চলিক দলের জোট ফেডারেল ফ্রন্ট – ২৩৮
বিজেপি নেতৃত্ত্বাধীন এনডিএ জোট – ২২৭
কংগ্রেস নেতৃত্ত্বাধীন ইউপিএ জোট – ৭৮

আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

এবার থেকে প্রিয় বন্ধুর খবর পড়া আরো সহজ, আমাদের সব খবর সারাদিন হাতের মুঠোয় পেতে যোগ দিন আমাদের হোয়াটস্যাপ গ্রূপে – ক্লিক করুন এই লিঙ্কে

যদিও ওই সমীক্ষায় স্পষ্ট জানানো হয় নি ফেডারেল ফ্রন্টের শরিক হিসাবে কোন কোন দলকে ধরা হয়েছে বা রাজ্যওয়ারি কোন দল কত আসন পেতে পারে। তবে গুরুত্ত্বপূর্ন বিষয় হল, ওই সমীক্ষায় জানানো হয়েছে দেশের প্রধানমন্ত্রী হিসাবে পছন্দের তালিকায় এখনো এক নম্বরে নরেন্দ্র মোদীই রয়েছেন। তাঁর অনেক পিছনে দ্বিতীয়স্থানে রয়েছেন রাহুল গান্ধী।

প্রসঙ্গত, গত জুলাই মাসে সারা দেশব্যাপী যে সমীক্ষা প্রিয় বন্ধু মিডিয়ার তরফে চালানো হয়েছিল তার ফলাফলের খুব কাছাকাছিই রয়েছে এই সমীক্ষার ফলাফল। আমাদের করা শেষ সমীক্ষার ফলাফল ছিল –
বিজেপি নেতৃত্ত্বাধীন এনডিএ জোট – ২২৭
আঞ্চলিক দলের জোট ফেডারেল ফ্রন্ট – ২০৫
কংগ্রেস নেতৃত্ত্বাধীন ইউপিএ জোট – ১১১

আরও পড়ুন: পিবি সমীক্ষা – একঝলকে ভারতের রাজ্যওয়ারি আসন্ন লোকসভা নির্বাচনের সাম্ভাব্য ফলাফল

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!