এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > পুলিশ আস্থা রেখে বিজেপিকেই দুষলেন মেয়র ফিরহাদ হাকিম

পুলিশ আস্থা রেখে বিজেপিকেই দুষলেন মেয়র ফিরহাদ হাকিম


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – ইতিমধ্যেই গোটা রাজ্যে তৃণমূল-বিজেপি সংঘর্ষ মারাত্মক আকার ধারণ করেছে। দুই রাজনৈতিক দলের সংঘর্ষ চিন্তার ভাঁজ ফেলে দিয়েছে রাজ্য রাজনীতির অন্দরমহলে। এবার অর্জুন সিং ঘনিষ্ঠ বিজেপি নেতা মনীশ শুক্লাকে গুলি করে হত্যার ঘটনায় বিজেপিকেঈ কাঠগড়ায় তুললেন রাজ্যের পুরমন্ত্রী ফিরহাদ হাকিম। লোকসভা নির্বাচনের পরবর্তী সময়কালে নানা ঘটনার জেরে উত্তপ্ত হতে দেখা গিয়েছিল ব্যারাকপুর শিল্পাঞ্চলকে। তবে মাঝে এই এলাকা কিছুটা হলেও শান্ত হয়। কিন্তু এবার সেখানে এক বিজেপি নেতার গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় যখন পুলিশকে কাঠ গড়ায় তুলেছে ভারতীয় জনতা পার্টি, ঠিক তখনই পুলিশের পক্ষ অবলম্বন করে বিজেপিকে চাপে ফেলার চেষ্টা করলেন রাজ্যের পুরমন্ত্রী।

সূত্রের খবর, সোমবার বিজেপির পক্ষ থেকে তোলা অভিযোগকে সম্পূর্ণরূপে অস্বীকার করেন ফিরহাদ হাকিম। তিনি বলেন, “আমরা গান্ধীবাদীতে বিশ্বাসী। দাঙ্গা, মার, খুনে বিশ্বাস করি না। অহিংসার পথে থাকব। গণতন্ত্রের পথেই কাজ করব। মনীশ শুক্লার মত একটা অল্প বয়সের ছেলের চলে যাওয়াটা অত্যন্ত দুঃখের। এক মায়ের কোল খালি হল। ওর আত্মার শান্তি কামনা করি।” এদিকে অর্জুন সিংহ কেন কলকাতায় এল? কেন মনীশ শুক্লাকে সিআরপিএফ নিরাপত্তা দেওয়া হল না, তা নিয়েও প্রশ্ন তুলতে দেখা গেছে রাজ্যের পুরমন্ত্রী ফিরহাদ হাকিমকে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

এদিকে উত্তরপ্রদেশের ঘটনা নিয়েও মন্তব্য করতে গিয়ে সেখানকার পুলিশ প্রশাসনকে কড়া ভাষায় আক্রমণ করেন ফিরহাদ হাকিম। তিনি বলেন, “সমস্ত প্রশ্নের উত্তর খুঁজতে পুলিশের চক্রান্ত সামনে আসবে। তার কারণ এটা উত্তরপ্রদেশ নয়। এনকাউন্টার করবে না বলেই আমার বিশ্বাস। সত্যিটা চাপা পড়বে না। বিচারকের সামনে দোষীকে নিয়ে আসবে।” বিশেষজ্ঞরা বলছেন, উত্তরপ্রদেশ নিয়ে যখন তৃণমূল বিজেপিকে চাপে রাখতে চাইছে, ঠিক তখনই বিজেপি নেতা মনীশ শুক্লার হত্যার ঘটনায় বিজেপি তৃণমূলকে চেপে ধরতে শুরু করেছিল।

আর এবার সেই ঘটনায় বিজেপিকে কাঠগড়ায় তুলে পুলিশ প্রশাসনের উপর থেকে দোষারোপ তুলে নেওয়ার চেষ্টা করলেন রাজ্যের পুরমন্ত্রী ফিরহাদ হাকিম। তবে ফিরহাদ হাকিম এই মন্তব্য করলেও মুখ্যমন্ত্রীর দম থাকলে তিনি এই ঘটনায় সিবিআই তদন্ত করুন বলে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। সব মিলিয়ে বাংলায় এক বিজেপি কর্মীর গুলিবিদ্ধ হয়ে খুনের ঘটনা নিঃসন্দেহে রাজনৈতিক তরজাকে অনেকটাই বাড়িয়ে দিয়েছে বলে মত রাজনৈতিক মহলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!